হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্যগুলো কী কী?

হোটেল ও মোটেল

Add Comment
  • 1 Answer(s)

    হোটেল হলো যেখানে টাকার বিনিময়ে থাকা যায়। এর সাথে খাওয়ার, সুইমিংপুল এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এইগুলো মূলত বহুতল বিশিষ্ট হয়ে থাক।

    মোটেল শব্দটি এসেছে মোটরযান এর থেকে। অর্থাৎ এর সাথে খাওয়ার ব্যবস্থা থাকুক বা নাই থাকুক গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। এইগুলো মূলত একতলা বা দুইতলা বিশিষ্ট হয়ে থাকে এবং রুমের ঠিক সামনেই গাড়ি রাখা হয়।

    Answered on July 13, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.