ভারত থেকে বাংলাদেশে গরু পাচার বন্ধ করা যাচ্ছে না কেন?
১. চারণভূমি ভারতে উল্লেখযোগ্য ভাবে কমে গেছে, যা জমি আছে তাতে ঘাস হবে না লোকেদের খাবার হবে?
২. আজকাল গরু প্রতিপালন করা অত্যন্ত ব্যায়সাধ্য ব্যাপার। এতদিন ধরে যে দেশি গরু গ্রামবাসীরা প্রতিপালন করতো তাতে খরচ বেশি লাভ কম।
৩. ক্রসব্রিড পুরুষ গরু ভারতীয় জলবায়ুর ক্ষেত্রে উপযুক্ত নয়, এগুলো হালচাষে লাগানো যায় না; হাল চাষের ক্ষেত্রে গরুর জায়গা যন্ত্র/ট্রাক্টর দখল করেছে।
৪. অর্থনীতির লাভদায়ক বয়স পেরিয়ে যাওয়ার পর গরীব প্রান্তিয় কৃষকের পক্ষে তা প্রতিপালন করা আর সম্ভব হয় না, তাই বিক্রি করে দেয়।
৫. ভারতীয় দেশি গরুর মধ্যে সাহিওয়াল, গীর ইত্যাদি বীফ এনিমেল হিসেবে বেশ নামিদামি, তাই এর চাহিদা খুব বেশি। পশ্চিমা দেশগুলোর বীফ এনিম্যাল এনে এদের পোষণে অনেক খরচা যায় তারওপর জলবায়ুরও সহনশীল নয়।
৬. ভারত-বাংলাদেশ সীমান্ত অনেক লম্বা, অনেক জায়গায় পাহাড় জঙ্গলাকীর্ন, জলাভূমি, ফলে সীমান্ত অত্যন্ত ছিদ্রযুক্ত। যারা সীমান্ত পাহারাদেন ওনারাও ধোয়া তুলসীপাতা নন, টাকা পেলে গরু, ড্রাগস, গাঁজা, ফেন্সিডিল এসব এপার-ওপার করা জল ভাত কাজ ওনাদের মাঝে।
৭. এটি রাজনীতি করার একটি ভালো টপিক, পাঁচার বন্ধ হয়ে গেলে রাজনীতিও বন্ধ, পাবলিকের রক্ত ঠান্ডা হয়ে যাবে, কেউ ভোট দিতে যাবে না।