রাষ্ট্র ও দেশের মধ্যে পার্থক্য কী?
এই প্রশ্নের উত্তর দিতে দুটো ইংরেজি শব্দের নিচ্ছি একটি হল State, অপরটি হল Country। এখানে State কে রাজ্য এবং Country কে দেশ ধরে উত্তরটি লিখছি।
সেক্ষেত্রে State বা রাজ্য এবংCountry বা দেশ এ দুটোর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।
প্রথমত অনেকগুলো State বা রাজ্য নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয় যেমন State of California, Alabama, Arizona, Colorado, Delaware, Georgia, Hawaii প্রভৃতি স্টেট নিয়ে আমেরিকা গঠিত। স্টেট গুলো সাধারণত স্বায়ত্তশাসিত হতে পারে আবার নাও হতে পারে। একটি দেশের সংবিধান স্টেটগুলোর ক্ষমতা নির্ধারণ করে দেয়।
আর Country বা দেশ বলতে পুরো দেশকে বুঝায় যেখানে অনেকগুলো স্টেট থাকে।
Country বা দেশ এর ব্যাপকতা অনেক বড়, কিন্তু State বা রাজ্য অপেক্ষাকৃত কম।