নদীর উপর সেতু নির্মাণ করার সময় সেতুর পিলারগুলো কীভাবে স্থাপন করা হয়?
অনেকের কাছে জিজ্ঞাসা করেছি কিন্তু আমার মন মত কেউ আমাকে বুঝতে পারেনি।
পানির মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে একটি অস্থায়ী বেষ্টনী নির্মাণ করা হয়, ইঞ্জিনিয়ারিং ভাষায় সেটা কে “কফার ড্যাম” বলে।
photo: Google
পানির মধ্যে এরকম পাইল সেট করে চর্তুরপাশে স্টিল এর পাত দিয়ে পানি চলাচল এ বাধা প্রয়োগ করা হয়।
photo: Google
আর এসব করার সময় নিয়মিত একটি পাম্প দিয়ে পানি উত্তোলন করতে থাকে যাতে পিলার করার স্থান টি তে কোনো পানি না থাকে।
এভাবে কাজ করার স্থানটি কে পানিরোধী করে তারপর শ্রমিকরা নির্মাণ কাজ পরিচালনা করে থাকে ।