পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

 

পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

Add Comment
  • 1 Answer(s)

    আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
    (পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত একটি যোজক খাল। ১৯০৪ সালে খালটির খনন আরম্ভ হয় এবং ১৯১৪ সালে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির দৈর্ঘ্য ৮০ কিমি, প্রস্থ ৯০ থেকে ৩০০ মিটার এবং গভীরতা ১৩ মিটার। খালটি অতিক্রম প্রায় ৭ – ৮ ঘণ্টা সময় লাগে। প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক জাহাজ যাতায়াত করে।

    Best Answered on December 25, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.