‘ ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন কে?
‘ ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন —–
শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ – ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ – ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ – জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী।