হোয়াটস্যাপ (WhatsApp)-এ এখন পর্যন্ত কোনো রকমের বিজ্ঞাপন প্রচার করা হয়না, তাহলে হোয়াটস্যাপ কীভাবে অর্থ (টাকা) অর্জন করে ?
একটা কথা মনে রাখা জরুরী, এ পৃথিবীতে কিছুই ফ্রী না। কোন না কোনভাবে সেবাদানকারী তার সেবার বিনিময় করেই থাকেন। আর অনলাইনে আমরা যে সেবাগুলো “কথিত” বিনামূল্যে পাচ্ছি, সেটাও ফ্রী না। এর পেছনে রয়েছে আড়ি পেতে তথ্য সংগ্রহের খুবই নোংড়া একটা পলিসি।
হুম আপনি ঠিকই শুনেছেন, “তথ্য সংগ্রহ”। প্রত্যক্ষভাবে আমরা গুগল-ফেসবুক থেকে বিভিন্ন প্রােডাক্ট ফ্রী ব্যবহার করলেও গুগল-ফেসবুক পরোক্ষভাবে আমাদেরকেই তাদের প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে।
হোয়াটস এ্যাপের পলিসিটাও গুগলের থেকে ব্যতীক্রম কিছু না। আপনি অপরজনের সাথে কি বিষয় নিয়ে কথা বলছেন সেটা খুবই সূক্ষ্মভাবে পর্যালোচনা করে তারা। তারা যতই বলুক, যে তারা ব্যবহারকারীর কোন তথ্য সংগ্রহ করে না। এটা মিথ্যা এবং চূড়ান্তভাবে মিথ্যা। বিশ্বাস হচ্ছে না? হোয়াটস এ্যাপে কোন বন্ধুর সাথে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করুন। খুব শীঘ্রই আপনি ফেসবুকে উক্ত প্রোডাক্টের বিজ্ঞাপন দেখতে পাবেন।