ভারতের মুদ্রার নাম রুপি হলেও, ভারতের যেকোনও কাগজের মুদ্রাতে টাকা লেখা থাকে কেন?
দারুন প্রশ্ন।
তবে উত্তরের জন্য আমাদেরকে ইতিহাস আর সংস্কৃত,হিন্দি ও বাংলা ভাষার শব্দকোষ খুলে দেখতে হবে।
বর্তমান
ভারতের নতুন ১০০ টাকার নোটে ২২টি সরকারি ভাষার মধ্যে ১৫টি ভাষায় এটি লেখা থাকে।
ইতিহাস
ভারতীয় উপমহাদেশে কয়েন কারেন্সি আসে ষষ্ট খ্রিস্টপূর্বে। এর মূল্য কয়েন তৈরির উপাদানের তথা রুপা, তামা ইত্যাদির শতাংশের উপর নির্ভর করে নির্ধারিত হতো।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতীয় উপমহাদেশে এক ধরণের কয়েন চালু করেছিল, কয়েনেজ এক্ট ১৮৩৫ দ্বারা। কিন্তু সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত সরাসরি ব্রিটিশরাজের অধীনে চলে আসে, তারপর রাজা ষষ্ট জর্জ এই নোট চালু করেন। ভারতে টাকার যে নোট ব্যবহার করি তা শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে পেপার কারেন্সি এক্ট ১৮৬১ দ্বারা।
পেপার কারেন্সি হলো টোকেন কারেন্সি যার মূল্য নোটের ওপর নয়, নোট যে অথোরিটি ইস্যু করছে, এখান যেমন RBI তার গ্যারান্টির উপর নির্ভর করছে।
টোকেন কারেন্সি ভারতে প্রথম মোহাম্মদ বিন তুঘলক চালু করেন তথা তামার কয়েন। সোনা, রুপা, তামার কয়েন সময়ের সাথে ক্ষয়ে যায়, ফলে তাতে সোনা রুপার শতাংশ ও কমে যেত। একে debasement বলে, যেটি কাউন্টার করার জন্য টোকেন কারেন্সি আনা হয়।
ব্যুৎপত্তি
রুপি শব্দটি এসেছে হিন্দি শব্দ রূপাইয়া থেকে, যেটি এসেছে সংষ্কৃত শব্দ রৌপ্য থেকে, যেহেতু সেই সময়ে বড় লেনদেনের জন্য রুপোর মুদ্রা এবং সোনার মুদ্রা ব্যাবহার করা হতো, এখন যেমন ৫০০,২০০ এর নোট ব্যবহার করা হয়। ব্যুৎপত্তিগত ভাবে এটি ইংরেজি শব্দ নয়, সম্পূর্ণ দেশি। আবার টাকা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ টঙ্ক (tankhya/tanka) থেকে, যার অর্থও রূপা। যেমন ফিরোজ শাহ তুঘলকের প্রধানমন্ত্রী বা ওয়াজির পেতেন বাৎসরিক ১৫,০০,০০০ টঙ্ক।
বঙ্গে সবসময় টাকা শব্দটি যেকোনো মুদ্রা বা ধাতবমুদ্রাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ১৪ শতাব্দীতে ইবনে বতুতা লক্ষ্য করেছিলেন যে বাংলা সালতানাতের লোকজন, সোনা এবং রূপার ধাতব মুদ্রাকে দিনার না বলে “টাকা” বলতো। বাংলা ভাষার একটি অংশ হিসেবে বাঙালিরা সব ধরনের কারেন্সি বা নোট বা মূলধন বোঝাতে ‘টাকা’ শব্দটি ব্যবহার করে থাকে।
অর্থাৎ টাকা, রূপাইয়া, সবেরই আক্ষরিক অর্থ রুপাতে ফিরে যাচ্ছে, এখান থেকেই আসছে বর্তমানের ₹ বা রুপি।
আশা করি আমি আপনার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পেরেছি। আপভোট দিয়ে ও মন্তব্যের মাধ্যমে জানান কেমন লাগলো।