মৃত্যুদন্ড দেওয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন?
বহুকাল আগে থেকেই এটা চলে এসেছে।
কোনো আইনে এরকম করার কোনো বিধি বদ্ধতা নেই। এটি একটি রীতি হিসেবেই চলে এসেছে, ব্রিটিশ শাসনাধীন কাল থেকেই।
এই রীতির সমর্থনে, যা জানা যায়,
১। মৃত্যুদণ্ডের মাধ্যমে একজনের জীবন কালের ইতি টেনে দেয়া হয় এবং বিচারক চান না, দ্বিতীয়বার তাঁর আদেশ দ্বারা আরেকটি জীবনের ইতি হোক।
২। মৃত্যুদণ্ড দেয়ার পর সেই আদেশকে পুনর্বিচার করার সুযোগ থাকে না।
যদি বিচারক, মৃত্যুদণ্ড দেয়ার পর শাস্তি সম্পর্কে তাঁর মানসিকতা পরিবর্তন করেন, তথাপি মৃত্যুদণ্ডের আদেশ কে আর কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।
সেই বার্তার প্রতীকী হিসেবেই, ক্যাপিটাল পানিশমেন্ট দেয়ার পর, আদেশনামা লেখার কলমটিকে আর ব্যবহারযোগ্য রাখা হয় না।