ইউটিউবে এতো এতো ভিডিও আপলোড হচ্ছে, তাহলে এর মেমরি কত? কোথায় সংরক্ষিত হয়?
ইউটিউব হচ্ছে Alphabet Inc. মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট, যাদের ( Alphabet Inc. ) রয়েছে গুগল সহ আরো অনেক বড় কোম্পানি ।
ভিডিও শেয়ারিং সাইট আরো থাকলেও কেউই ইউটিউব এর মত ইউজার ফ্রেন্ডলি এবং জনপ্রিয় কোন প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেনি ।
ইউটিউব সারা বিশ্বে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তাই সবার আগ্রহ ইউটিউব নিয়েই , ইন্টারনেট এর বিভিন্ন রিসার্চ অনুযায়ী :
ইউটিউবে গড়ে প্রতি মিনিটে ১০০ ঘন্টার (100hrs/minute) সমপরিমাণ ভিডিও আপলোড দেওয়া যার পুরোটাই গুগল এর ডাটা সার্ভার এ জমা হয় ,
বিভিন্ন ভিডিও বিভিন্ন পিক্সেল (360P, 480P, 720P, 1080P) এর হওয়ায়, ধারণা করা হয় প্রতি মিনিটে আপলোড হওয়া ভিডিও এর মোট সাইজ ১৯০ গিগাবাইট (190GB+) এর বেশি , যা দিন শেষে ২৬০ টেরাবাইট (260TB+) এর চেয়েও বেশি এবং মাস শেষে ৭ পেটাবাইট (7PB+) অতিক্রম করে ।
২০১৬ সালের তথ্যানুযায়ী ইউটিউব এর মোট স্টোরেজ ছিলো ১০০০ পেটাবাইটস যা গিগাবাইটে হিসাব করলে হয় ১ বিলিয়ন গিগাবাইট
তবে ইউটিউব এর সম্পূর্ণ অবকাঠামো অনেক জটিল এবং গোপন থাকলেও নিশ্চিতভাবে বলা যায় ইউটিউব এর স্টোরেজ প্রতিনিয়ত বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে ।