সকালবেলা সূর্যোদয়ের সময় মুরগি ডাকে কেন?

Asked on September 6, 2020 in Arts.
Add Comment
  • 1 Answer(s)

    ভোরে মোরগ ডাকে। কেন ডাকে? এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। কেউই সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে নতুন এক গবেষণায় এর জবাব মিলেছে। মোরগের দেহের ভেতরেই নাকি রয়েছে ঘড়ি।

    এটা দিয়েই মোরগ সময় টের পায়। ভোরে ডেকে ওঠে। নতুন এই গবেষণার বিস্তারিত ফলাফল কয়েক বছর আগে “কারেন্ট বায়োলজি সাময়িকীতে” প্রকাশ করা হয়। গবেষণাপত্রের লেখক ও জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক তাকাশি ইয়োশিমুরা বলেন, অনেক দেশেই মোরগের ডাককে ভোর হওয়ার পূর্বলক্ষণ হিসেবে দেখা হয়। এমনটা কেন হয়—তার উত্তর খুঁজে পেতে ৪০টি মোরগের ওপর গবেষণা চালানো হয়। গবেষণাগারে এসব মোরগকে সার্বক্ষণিক আলোর সংস্পর্শে রাখা হয়। তবে দেখা গেছে, পর্যাপ্ত আলো সত্ত্বেও মোরগ ঠিক ভোরের সময়েই ডেকে ওঠে। এতে বোঝা যায়, বাহ্যিক উদ্দীপনা দিয়ে নয়; দেহঘড়ি দিয়েই মোরগ সময়ের আঁচ করে।

    Answered on September 6, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.