মোবাইলের IMEI নম্বর দিয়ে কী কী করা যায়? এই নম্বর দিয়ে কি মোবাইলে ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব?
IMEI নাম্বার হলো ১৫ অংক বিশিষ্ট একটি নাম্বার যার পূর্ণ রূপ International Mobile Equipment Identity. এর থেকেই বুঝা যায় প্রতিটি ফোন কে আলাদা আলাদা ভাবে চিনার জন্যে এই নাম্বার ব্যবহার করা হয়। একটি ফোনে এক বা একাধিক IMEI নাম্বার থাকতে পারে এটি নির্ভর করে ওই ফোনে ঠিক কতটি SIM (Subscriber Identity Module) ব্যবহার করা যাবে তার উপর।আপনার ফোনের IMEI নাম্বার জানতে *#০৬# চাপ দিন।
IMEI নাম্বার দিয়ে ওই ফোনে ইন্সটল করা অ্যাপ গুলো কখনোই দেখা যাবে না। কিন্তু এর নানাবিধ ব্যবহার আছে। যেমন:
১. IMEI নাম্বার দিয়ে ওই ফোনের বেশ কিছু তথ্য পাওয়া যাবে। এর জন্যে অনেক অনেক সাইট আছে। যেমন Track a phone number by IMEI | Find your mobile with IMEI, Track imei,imei Tracker,imei Tracking,how to track with imei number in USA
২. ফোন চুরি গেলে এই IMEI নাম্বার সব চেয়ে বেশি কাজে লাগে। সিম কোম্পানি এই নাম্বার দিয়ে জানতে পারে এখন ওই ফোনে কোন সিম লাগানো আছে এবং তারা সিমটির সংযোজ ও বিছিন্ন করে দিতে পারে। পুলিশ সিম কোম্পানির সাহায্য নিয়ে ফোনের লোকেশন বের করতে পারে, এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন খুজে পেতে পারবেন।
পরামর্শ: আপনার ফোনের IMEI নাম্বারটি সব সময় সংরক্ষণ করুন। বলা যায় ভবিষ্যতে কখন কাজে লাগবে।
ধন্যবাদ