রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে ‘ গৌড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩) রচনা করেন। তার অন্যান্য রচনা হচ্ছে ‘বেদান্তসার’ (১৮১৫) , ‘ভট্রাচার্যের সহিত বিচার’ (১৮১৭) , ‘সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ’ (১৮১৮) ইত্যাদি।