নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?

নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?

Add Comment
  • 1 Answer(s)

    electron
    (পদার্থের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন (proton) এবং নিউট্রনের (Netron ) সমন্বয়ে। ইলেকট্রন , নিউট্রন ও প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রোটনের চার্জ পজেটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। একটি পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে এবং এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ হয় । অপরপক্ষে মেসন (Meson) এক ধরনের অস্থিত মৌলিক কণিকা যা কসমিক রশ্মিতে এবং পরমাণু কেন্দ্রের বিভাজনে পাওয়া যায়।

    Best Answered on January 4, 2024.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.