বেশীরভাগ ইউরোপ-এর দেশগুলিতে ঘরবাড়ির ছাদ কমলা রঙের দেখা যায় কেন?
ইউরোপে সাধারণত সমতল ছাদ করে বাড়ি তৈরি করে না, কারন ইউরোপে প্রচুর বরফ পরে, ছাদে প্রচুর বরফ জমে দিনের পর দিন আটকে থাকে তাহলে বাড়িগুলো টেকশই হবে না।
তাছাড়া ছাদে মাটির যে প্লেটগুলো ব্যাবহার করে সেগুলোতে সাধারনত বরফ আটকে না, খুব তারাতাড়ি গলে পানি হয়ে নিচে পরে। মাটির প্লেটগুলো সাধারনত দুই ধরনের হয়ে থাকে। তবে আপনি চাইলে আপনার পছন্দ মত কালারের প্লেট আপনার বাসার জন্য ব্যাবহার করতে পারবেন না, যে এলাকায় যে কালারের অনুমতি আছে সে এলাকায় সেই কালারই ব্যাবহার করতে হবে। এলাকা ভেদে নির্দিষ্ট কালার ব্যাবহার করা হয় শুধুমাত্র সৌন্দর্য ঠিক রাখার জন্য। তাছাড়া বলা যেতে পারে ইতিহাসের শুরু থেকেই তারা এমন ডিজাইনের বাড়ি করে, যা দেখতে যেমন সুন্দর তেমন মজবুত।
বিঃদ্রঃ ইউরোপীয়ার বাড়ির ছাদে যে প্লেটগুলো ব্যাবহার হয় তার ৭০% বাংলাদেশ থেকে আসে, এই সেক্টর থেকে বাংলাদেশ বেশ বড় একটা অর্থ আয় করে থাকে।