বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
২০১১ সালের পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে গ্রামের সংখ্যা ৮৭,১৯১ টি।
এর মধ্যে ঢাকা বিভাগে ১৮,১৮৩ টি ,রাজশাহী বিভাগে ১৪,০৭৫ টি , চট্রগ্রাম বিভাগে ১৫,২১৯ টি , সিলেট বিভাগে ১০,২৫০ টি , খুলনা বিভাগে ৯,২৮৭ টি , বরিশাল বিভাগে, ৪,০৯৭ টি , রংপুর বিভাগে ৯,০৫০ টি এবং ময়মনসিংহে ৭,০৩০টি (পূর্বের ঢাকা বিভাগ থেকে বিয়োগ করে প্রাপ্ত) গ্রাম রয়েছে। উল্লেখ্য , হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামটি এশিয়ায় বৃহত্তম গ্রাম।