পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
লোহা।
প্রশ্নপত্রে উল্লিখিত মৌলসমূহের মধ্যে লোহা, পারদ ও তামা হচ্ছে ধাতু, কিন্তু সিলিকন কোনো ধাতু নয়। সিলিকন হলো এক ধরনের অর্ধপরিবাহী । ভূত্বকে যে সকল ধাতু পাওয়া যায় তাদের মদ্যে প্রাচুর্যের দিক থেকে অ্যালিউমিনয়িামের অবস্থান প্রথম (প্রায় ৮% ) এবং লৌহের অবস্থান দ্বিতীয় (প্রায় ৫%) । প্রশ্নপত্রে উল্লিখিত ধাতুসমূহের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা এবং লোহার ব্যবহারও সবচেয়ে বেশি