মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের উপরে একটা লাল বাতি দেখা যায়। এটা কেন দেওয়া হয়? (বিস্তারিত জানতে চাই)
এটার মূলত হেলিকপ্টার বা প্লেন চালকদের জন্য একটা সতর্কবার্তা স্বরুপ কাজ করে।
একটা টাওয়ার অনেক উঁচু হয়ে থাকে। মাটি থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে । ফলে আকাশ দিয়ে যখন কোন প্লেন বা হেলিকাপ্টার উড়ে যায় তখন কোন কারনবশত অপেক্ষাকৃত নিচ দিয়ে যেতে হলে যদি টাওয়ারের সাথে সংঘর্ষ হয়, তাহলে বড় ধরনের বিপদ হতে পারে। তাই এরকম স্থাপনার ক্ষেত্রে এরকম লাইটের ব্যাবহার অনেক ক্ষেত্রেই সরকারি নিয়মও বটে। শুধু মোবাইল টাওয়ার নয় যেকোন ধরনের টাওয়ার বা সুউচ্চ স্থাপনায় এটা দেয়া থাকে।
তবে শুধু লাল আলোই কেন?
প্রথমত, লাল রং এমনিতেই সতর্কবার্তা বা বিপদচিহ্ন বোঝানোর জম্য ব্যাবহৃত হয়। দ্বিতীয়ত, লাল আলোর তরংগ দৈর্ঘ্য বেশি। তাই ধোয়া, কুয়াশা বা ধুলাবালির মধ্যেও দেখা যাবে। তাছাড়া এটার গুরুত্ব রাতের আকাশেই বেশি তাই অন্ধকারের মাঝে এটা ফুটে উঠবে। এসব কারণেই লাল রংয়ের ব্যাবহার।