বাংলাদেশে বসে আমাজন থেকে কিভাবে কেনাকাটা করবো?
Order Amazon products from Bangladesh
অনেক পণ্য আছে যে আপনি বাংলাদেশে পাবেন না। ধরুন আইফোন তার নতুন মডেল ফোন বাজার মুক্তি দিয়েছে।
কিন্তু বাংলাদেশ আসতে খুব দেরী হবে। সুতরাং, পথে কিন্তু যদি আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন, আপনি অবিলম্বে মুক্তির পরে এটি কিনতে পারেন বাংলাদেশে শত শত এমন পণ্য রয়েছে যা আপনি পাবেন না। আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন।
বাংলাদেশে এমন অনেক পণ্য রয়েছে যা খুব বেশি দামে বিক্রি হচ্ছে। আপনি অ্যামাজন থেকে কিনতে এবং টাকা সংরক্ষণ করতে পারেন।
অনেক পণ্য আছে যেগুলোর রেপ্লিকা কিংবা ক্লোন বাংলাদেশে ধুমছে বিক্রি হচ্ছে। আপনি খোজ করে কিনতে গেলে আপনাকে নকলটাই আসল দামে ধরিয়ে দিবে। আপনি টের পাবেন কয়েকদিন ব্যবহার করার পর।
আমাজন থেকে আপনি সেই আসল জিনিসটিই কিনতে পারবেন।
আমাজন থেকে কিনতে হলে আপনার মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড লাগবে। কিন্তু তা সবার পক্ষে সম্ভব নয়। আর চাইলেই আপনি তা তৈরি করতে পারবেন না।
বিকাশ দিয়ে কিভাবে অমাজন থেকে কিনবেন ?
ধাপ ১ : প্রথমে আপনাকে একটি বিকাশ একাউন্ট খুলতে হবে।
ধাপ ২ : এবার আপনি আমাজনে amazon.com প্রবেশ করুন।
ধাপ ৩ : আপনি যেহেতু মাস্টারকার্ড দিয়ে কিনবেন না সেহেতু এখানে একাউন্ট খুলার দরকার নেই। তবে খুলে নিলে যা যা পছন্দ তা চার্টে এড করতে পারবেন। পরে কোন নিবেন আর কোনটা বাদ দিবেন তা বের করা সহজ হবে।
ধাপ ৪ : যে পণ্যটি কিনার জন্য সিলেক্ট করেছেন তার ইউআরএল লিংকটি কপি করুন কিংবা সংগ্রহ করুন।
ধাপ ৫ : যে পন্যটি কিনবেন তার সমমূল্যের টাকা একাউন্টে লোড দিবেন। আপনি ১ ডলার = ৮৫ টাকা হিসাবে লোড দিতে পারেন। ৮৫ টাকা বললাম কারণ ডলারের রেট সবসময় আপ-ডাউন করে।
ধাপ ৬ : আপনি লিংকটি কপি করেছেন , এবার amazon bd – তে ক্লিক করে ঢুকুন |
ধাপ ৭ : আপনার কাঙ্ক্ষিত পণ্যের লিংক দিন। ও ফরমটি পূরণ করবেন।
ধাপ ৮ : ২৪ ঘন্টার মধ্যে কনফার্মেশন কল আসলে সম্পূর্ণ টাকা বিকাশ দিয়ে পেমেন্ট করুন। চাইলে ডাচ-বাংলা কিংবা রকেটের মাধ্যমেও পেমেন্ট দিতে পারবেন।
ধাপ ৯ : পেমেন্টের সাথে সাথে আমাজনে আপনার আর্ডরটি করা হবে।
ধাপ ১০: পণ্যটি বাংলাদেশে আসার সাথে সাথে আপনাকে কল করে জানানো হবে। চাইলে আপনি হোম ডেলিভারি কিংবা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন।
আমাজন থেকে যেকোন পন্য অর্ডার করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।