অনলাইনে কী করে সার্ভে করে আয় করে?
অনলাইন সার্ভে কি?
বিভিন্ন কোম্পানী তাদের পন্যের সম্পর্কে সাধারন মানুষের মত জানতে চায়।
এজন্য তাদেরকে জড়িপ করতে হয়। তাদের পন্যের অবস্থান, প্রতিদ্বন্দি অন্য কোন পন্য কেমন ব্যবসা করছে, সেগুলি কেন জনপ্রিয়তা পাচ্ছে, মানুষ কি দেখে পন্য পছন্দ করে, কিভাবে পন্যের কথা জানে ইত্যাদি তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে নিজেদের পরিকল্পনা ঠিক করে।
একাজ অনলাইনে করা তুলনামুলক সহজ। পিটিসি সাইটের মত সার্ভে কাজে সহযোগিতা করার জন্যও রয়েছে বহু প্রতিষ্ঠান। তাদের সাথে চুক্তি করলে তারা প্রশ্ন তৈরী করে সেগুলি অনলাইনে ব্যবহার করে।
আপনার প্রথম কাজ তাদের সদস্য হওয়া। এরপর তাদের সাইটে বিভিন্ন জড়িপের তালিকা পাবেন।
ক্লিক করে ওপেন করবেন। সেখানে পাবেন নানা ধরেনের প্রশ্নের একটি ফরম।
আপনার কাজ সেটা পুরন করা। বিভিন্ন ধরনের সার্ভের জন্য প্রশ্ন কম-বেশি, সহজ বা জটিল হতে পারে। তার সাথে মিল রেখে অর্থের পরিমান কম বেশি হয়। একেবারে সাধারন জড়িপের জন্য কয়েক সেন্ট থেকে কিছুটা বড় ফরমের জন্য কয়েক ডলার পর্যন্ত পেতে পারেন।
এই লেখাটিও এক নজরে পড়ে নিতে পারেন।
অনলাইন সার্ভে সাইট:
১. SwagBucks
পেমেন্ট পদ্ধতি: PayPal Cash, Amazon Gift Cards, Walmart Gift Cards, All Gift Cards
প্রত্যেক সার্ভেতে আয়: ৩০ -১৫০ SB (১০০ SB = ১ ডলার)
২. Toluna
পেমেন্ট পদ্ধতি: PayPal, Amazon Gifts Card
প্রত্যেক সার্ভেতে আয়: ১২০০ – ৫০,০০০ পয়েন্ট (৮০,০০০ পয়েন্ট এ ১৫ ইউরো)
৩. OnePoll
পেমেন্ট পদ্ধতি: PayPal, Cash
প্রত্যেক সার্ভেতে আয়: প্রায় ১ ইউরো
৪. Branded Surveys
পেমেন্ট পদ্ধতি: Money or gift cards.
প্রত্যেক সার্ভেতে আয়: অনির্দিষ্ট