মোবাইল রুট (root) করলে কী হয়? এটি কেন করা হয়?
আমার ফোনটি রুট অ্যাকসেস নেওয়া। আমি ২০১৪ সাল থেকে রুট ফোন ব্যাবহার করি। আসুন দেখে নেই রুট ফোনের কি কি সুবিধা-
১. আমার ফোনে কোন অ্যাপ এড দেখতে পারে না। কারণ আমি এড ব্লকার ব্যবহার করি।
২. আমার ফোনে কোন অতিরিক্ত অ্যাপ নেই। তাই অতিরিক্ত অ্যাপ ফোনের চার্জ এবং র্যাম খেতে পারে না।
৩. আমার ফোনের কোন সিস্টেম অ্যাপের আপডেট দেওয়ার পর সিস্টেমে আপডেট করে নেই। তাই ফোনের ইউজার স্পেসের মেমোরি কম নষ্ট হয়। অনেক থার্ড পার্টি অ্যাপ সিস্টেম অ্যাপ হিসেবে ব্যাবহার করি। এতে সিস্টেমে যে অতিরিক্ত মেমোরি খালি থাকে সেটার সদ্ব্যবহার করতে পারি।
৪. কোন অ্যাপটি সবসময় চালু থাকবে কোন অ্যাপটি আমি ব্যবহার না করলে অটোম্যাটিক বন্ধ হবে সেটা আমি নির্ধারণ করে দেই।
৫. সিস্টেম কিংবা ইউজার অ্যাপের cache এক চাপেই ক্লিয়ার করতে পারি। ডুপ্লিকেট ফাইল এক নিমিষেই শেষ করে দেই। সিস্টেমের অতিরিক্ত ফাইল যেগুলো কাজের না সেগুলোও ক্লিয়ার করে ফেলি।
৬. সিপিইউ বা জিপিইউ এর সবকিছু এখন আমার নিয়ন্ত্রণে।
আরো অনেক সুবিধা আছে। অনেক কিছুই আমার ব্যবহার করার দরকার হয় না।
আসুন জেনে নিই রুট করলে আপনি কি কি করতে পারবেন না এবং কি কি অসুবিধা হতে পারে –
১. সিস্টেম আপডেট করতে অনেক সময় সমস্যা হতে পারে।
২. আপনি এডভ্যান্স লেভেলের ইউজার না হলে অনেক সময় সিস্টেমের প্রয়োজনীয় অ্যাপ কেটে ফেললে ফোন ঠিক মতো অপারেট নাও করতে পারেন। এমনকি ফোন অন না ও হতে পারে কিংবা অন হলেও ফোন ব্যবহার উপযোগী না ও হতে পারে।