হাসানুল বান্না জীবনে কতবার কারাবন্দী হয়?

  • 1 Answer(s)

    হাসানুল বান্না জীবনে কারাবন্দী হয়েছেন কিনা এ নিয়ে কোনো ইতিহাস নেই । তবে তার কর্মীদের কারাবন্দী করা হয়েছিল।

    শায়খ বান্না ফিলিস্তিনে ইহুদীদের উপর বিজয় লাভ ও তাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মিশর থেকে দশ হাজার যুবক পাঠানোর ইচ্ছা করলেন। এর ফলে আরবের রাজা ও স্বৈরচারীদের সিংহাসনগুলো একের পর এক পতন হত। কিন্তু তিনি ভুলবশত আরব লীগের শীর্ষ বৈঠকে এ মর্মে টেলিগ্রাম পাঠান যে, “আমি দশ হাজার যোদ্ধা নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করতে চাই। অতএব, আমাকে অনুমতি দেন।”এরপর থেকে তার বিরুদ্ধে অবিরাম ষড়যন্ত্র শুরু হয়ে যায় ।আমেরিকান প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূতেরা তার বিরুদ্ধে একত্রিত হয়ে ১৯৪৮ সালে ৬ডিসেম্বর ইখওয়ানের ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করে। অতঃপর ইখওয়ান কর্মীদেরকে কারাগারে নিক্ষেপ শুরু করে।তবে শায়খ বান্নাকে বাইরে রাখা হয়।কিন্তু, দুইমাস পর তাকেও হত্যা করা হয়।

    Answered on December 22, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.