মাঝে মাঝে আমরা আকাশে যে রকেটের মতো বস্তুটি দেখতে পাই (বিমান নয়) প্রচুর ধোঁয়া ছড়িয়ে চলছে, সেটি আসলে কী?
আপনি ব্রাকেটে আগেই লিখে রেখেছেন যে এটি বিমান নয়। কিন্তু ভাই দুঃখের বিষয় হলেও সত্য যে ওগুলো বিমান 😊😊😊। আর প্রচুর ধোয়া ছড়ার কারন হচ্ছে বিমানের গরম ধোয়া।
উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনি শীতকালে নিশ্চয়ই লক্ষ করেছেন, আমাদের মুখ থেকে ধোয়া বের হয়। এর কারন হচ্ছে আমরা যে স্বাস ছারি তা হচ্ছে গরম আর শীতকালে বাইরের আবহাওয়া থাকে ঠান্ডা। তো গরম বাতাস যখন বাইরে বের হয় তখন সেটা তারাতাড়ি ঠান্ডা হয়ে জলীয় বাস্পে রুপান্তরিত হয় এবং ধোয়ার মত দেখা যায়।
এই একই ঘটনা বিমানের বেলায়ও ঘটে। বিমান যে উচ্চতায় চলে, সেখানের বাইরের আবহাওয়া থাকে অনেক ঠান্ডা, ( তাতে ওই দেশে যদি ওই সময়ে গরমকালও হয় তারপরও ওই উচ্চতায় আবহাওয়া অনেক ঠান্ডা থাকে প্রায় ১০ ডিগ্রি এর কম ) পক্ষান্তরে বিমানের exhaust থাকে অনেক গরম। তো এই গরম বাতাস যখন ঠান্ডা বাতাসে মিশে তখন ওই শীতকালের মত ঘটনা ঘটে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।