মোবাইল স্ক্রিন বন্ধ করার সাথে সাথে অটো ডাটা অফ হয়ে যাবে, এরকম কোন প্রসেস আছে?

data off

Asked on January 21, 2021 in Mobile.
Add Comment
  • 1 Answer(s)

    অবশ্যই, শাওমি ফোনে এরকম প্রসেস আছে কিন্তু সব মোবাইল এ আছে কিনা তা জানি না । আপনি যদি শাওমি ব্যাবহারকারী হোন তাইলে এই পদ্ধতি অনুসরণ করুন । অন্য ফোন ব্যবহার করেন তাইলে একটু খুঁজে দেখুন, ফাংশন মোটামুটি একই হওয়ার কথা ,আছে কি না এইটা নিশ্চিত না , আপনারা সেটিংস অপশনটা ও দেখবেন। শুরু করি ,

    প্রথমে মোবাইল এর সিকিউরিটি অপশনে যান ,তারপর ব্যাটারি অপশনে ক্লিক করুন ,

    উপরের অংশে ক্লিক করুন, তারপর এইরকম আসবে ,,

    মোবাইল ডাটা লেখা সেইখানে ক্লিক করুন , তারপর উপরের ছবিটার মতো আসবে ,5 মিনিট ,10 মিনিট অথবা 30 মিনিট পর অটোমেটিক ডাটা অফ হয় যাবে ।

    বোনাস টিপস : ক্লিয়ার cache লেখা ঐটা হলো ডিভাইস অফ করার সাথে সাথে সব অ্যাপ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কষ্ট করে আর অ্যাপ সরাতে হবে না । এইটাও ব্যবহার করে দেখতে পারেন। 5 মিনিট সময় সেট করে দিবেন , তাহলে অনাখাঙ্খিত ভাবে যদি মোবাইল বন্ধ হই তাহলে আপনার অ্যাপ গুলু বন্ধ হবে না ।

    আরেকটি কথা আমার মোবাইল এ miui 12 আসে , তবে এইটা miui 10 অথবা miui 11 এ ছিলো ।

    ভালো থাকবেন,

    ধন্যবাদ

    Answered on January 21, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.