আমি কিভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়ে এ্যাপস তৈরি করতে পারি?
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপ বানানো সম্ভব। এইক্ষেত্রে আমি আপনাকে দুইটি অ্যাপ এর পরামর্শ দিবো।
- স্কেচওয়্যার – Sketchware
স্কেচওয়্যার অ্যাপটি ব্যবহার করে, সহজ থেকে শুরু করে যেকোনো ধরনের জটিল অ্যাপই বানানো সম্ভব। অ্যাপটি কম্পোনেটভিত্তিক অ্যাপ বিল্ডিং সিস্টেমের উপর নির্মিত।
অ্যাপটির মাধ্যমে অ্যাপ তৈরী করা অত্যন্ত সহজ। এছাড়াও ইউটিউবে ও ইন্টারনেটে এটির সম্পর্কে অসংখ্য টিউটোরিয়াল তো রয়েছেই। অ্যাপটি প্লেস্টোরে পাওয়া যাবে।
- AIDE – এআইডিই
আপনি যদি কোডিং এ আগ্রহী হোন, তবে এই অ্যাপটি আপনার জন্য একদম পারফেক্ট। আইডিই অ্যাপটি মুলত জাভা সি++ ল্যাংগুয়েযে কাজ করে।
এই অ্যাপটিও প্লেস্টোরে পাওয়া যাবে।
- Appsgeyser
উল্লিখিত দুইটি অ্যাপ এর কোনোটিই যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে এই ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশক্ন বিল্ডারটি ট্রাই করে দেখতে পারেন।
এই ওয়েবসাইটটিতে মূলত আগে থেকেই টেমপ্লেট দেওয়া থাকে। আপনি প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই, ওয়েবসাইটটি কাঙ্খিত অ্যাপ আপনাকে বানিয়ে দিবে।