প্রতি মিনিটে ইন্টারনেটে কী ঘটে?

ইন্টারনেট

Asked on January 23, 2021 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    লেখার হেডিং টা পড়তে যদি আপনার দুই সেকেন্ড লাগে ততোক্ষনে অ্যামাজনে ১৩,৩১৮ টি পার্সেল ডেলিভারীর জন্য রেডি হয়ে গেছে। আর এই লেখাটা পড়ে শেষ করতে যদি আপনার এক মিনিট সময় লাগে ততোক্ষনে অনলাইনে বিশ্বজুড়ে ১০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ কেনাকাটা হয়ে গেছে! কি অবাক হলেন?

    বিলিভ ইট অর নট

    প্রতি ১ মিনিটে গুগল ২৪ লাখ সার্চ রেজাল্ট দেয়। [ফোর্বস ‘১৮]

    এপ্রিল ২০২০ ডোমো’র রিপোর্ট অনুযায়ী-

    প্রতি ১ মিনিটে অনলাইনে গ্রাহোকরা গড়ে বিশ্বজুড়ে ১০ লাখ মার্কিন ডলার সমপরিমাণে কেনাকাটা করেন।

    ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতি ১ মিনিটে ৩৯ লক্ষ ৯ হাজার ৫৪০ টি পার্সেল ডেলিভারির জন্য প্রস্তুত করে।

    প্রতি ১ মিনিটে ১ লাখ ৫০ হাজার ফেসবুক ব্যবহারকারী নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করে এবং ১ লাখ ৫০ হাজার ছবি প্রতি মিনিটে ফেসবুকে আপলোড করে।

    হোয়াটস অ্যাপে প্রতি ১ মিনিটে ৪ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ জন ব্যবহারকারী বার্তা আদান-প্রদান করে।

    ইন্সটাগ্রামে ১ মিনিটে ৩ লাখ ৪৭ হাজার ২২২ জন ব্যবহারকারী তাদের স্টোরিতে ছবি আপলোড করে।

    টুইটারে প্রতি ১ মিনিটে নতুন ৩১৯ জন ব্যবহারকারী যুক্ত হন।

    ইউটিউবে প্রতি ১ মিনিটে যেসব ভিডিও আপলোড করা হয় তা একসাথে ৩০ হাজার ঘণ্টার বেশি।

    আর নেটফ্লিক্স এ যেসব ভিডিও প্রতি মিনিটে স্ট্রিমিং করেন ব্যবহারকারীরা তার সম্মিলিত যোগফল ৪ লাখ ৪ হাজার ৪৪৪ ঘণ্টা।

    লিংকড ইন-এ বিশ্বজুড়ে ১ মবনিটে ৬৯ হাজার ৪৪৪টি চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করেন ব্যবহারকারীরা।

    করোনার কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠা জুম-এ প্রতি ১ মিনিটে ২ লাখ ৮ হাজার ৩৩৩ জন ব্যবহারকারী কোন না কোন ভার্চুয়াল সভায় অংশ নেন।

    জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট কত মূল্যবান তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। উই স্লিপ বাট ডাটা নেভার স্লিপস।

    Answered on January 23, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.