ফোনের bettery saver on করলে কি ফোনের কোনো ক্ষতি হবে?
বর্তমান সময়ে একটি মোবাইল ফোন যে কতটা গুরুপ্তপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না । কিন্তু সেই শখের মোবাইল টিতে যদি চার্জ না থাকে তাহলে মনে হয় গোটা দুনিয়া শেষ। এবার আপনার প্রশ্ন টিতে আসি
ব্যাটারি সেভার এর ইতিহাস?
গুগল তাদের 2014 সালে এন্ড্রয়েড 5.0 version মাধ্যম দিয়ে battery saver features টি উপস্থাপিত করে।
কিভাবে কাজ করে?
আমরা মোবাইলে প্রচুর মাল্টিটাস্কিং করি মনে একসাথে অনেক গুলো এপ্লিকেশন চলতে থাকে আবার আমরা অনেক সময় লোকেশন বা GPS টিকে এক্টিভ করে রাখি এর ফলে মোবাইলের ব্যাকগ্রাউন্ড এ একসাথে অনেক গুলো কাজ চলতে থাকে এর ফলে power consumption খুব বেশি হয় এবং ফোনের vibrator ও খুব গুরুত্বপূর্ণ বিষয় । এই এতো গুলো কাজ চলার কারণে ফোনে চার্জ খুব দ্রুত খরচ হয়।
কিন্তু ব্যাটারি সেভার সেই সমস্ত এপ্লিকেশন গুলি কে ব্লক করে দেয় যেগুলো ব্যাকগ্রাউন্ড এ ব্যবহার হচ্ছে এবং তার সাথে ফোনের GPS ও vibrator ও যার ফলে ফোনের power consumption কমে যায় যার ফলে ব্যাটারি কিছুটা সময় বেশি চলে।
কিন্তু এর ফলে মোবাইলের কিছুটা পারফরমেন্স নষ্ট হয় ঠিকই কিন্তু সেটা খুবই সামান্য কারণ কিছু পেতে গেলে কিছু দিতে তো হবেই। তবে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না।
আসা করছি উত্তরটি আপনাদের ভালো লাগবে।
আর যদি কিছু ভুল ত্রুটি এবং আপনাদের পরামর্শ থাকে তাহলে মন্তব্য করে অব্যশই জানাবেন।
ধন্যবাদ।