শিক্ষার্থীদের জন্য কিছু ভালো অ্যাপ কী কী?
বর্তমানে এন্ড্রইড ফোন অনেক গুরুত্বপূর্ণ একটি টুল। আমাদের ছোট খাটো অনেক কাজ এই টুল দিয়ে করা যায়। এন্ড্রইডের জন্য তৈরি হওয়া বিভিন্ন আপ্স করতে পারে আপনার লেখাপড়া কে অনেক গতিশীল। তাহলে যেনে নেয়া যাক সেগুলো কি কি
১ Google Keep Or Microsoft Onenote
ছাত্রদের অনেক সময় কোনো বিষয় , নাম , নাম্বার , কিওয়াড ইত্যাদি নোট করার জন্য দরকার পরে একটি নোট করা আপ্স এর তাই ক্ষেত্রে ব্যাবহার করা যেতে পারে উক্ত আপ্স। এর মাধ্যমে খুব সহজে যেকোন কিছু নোট করা সম্ভব। এবং আপ্স গুলি ক্লাউড নির্ভর এবং ক্রস প্লাটফোর্ম।
ইংরেজি পড়ার সময় বিভিন্ন নতুন ওয়ার্ড আমাদের সামনে পরে তাই এর জন্য বাংলা ডিকশনারি অনেক গুরুত্ব বহন করে। Bangla dictionary আমার দেখা অনেক সমৃদ্ধ ডিকশনারি গুলোর মধ্যে অন্যতম।
৩ Google reader Or Adobe Acrobat Reader
পিডিএফ ফাইল চেনে না এমন মানুষ বর্তমানে বিরল। এন্ড্রইডে পিডি এফ পড়ার মত শান্তি আর নেই। ইস্কুল , কলেজ , অফিস ও আদালত সবখানে পিডিএফ বই ব্যবহার এখন সবখানে প্রচলিত। আর এই পিডি এফ জন্য ভালো দুইটি হল গুগল রিডার এবং এডবি রিডার। গুগল রিডার অনেক ছোট এবং অনেক কম জায়গা নেয় যাদের ফোন এর স্টোরেজ বা র্যাম ভালো না তারা এটি ব্যাবহার করতে পারেন। আর ফোন ভালো হলে এডব।
৪ Khan Academy Or 10 minute School
বর্তমানে অনলাইন লেখাপড়া , লেখাপড়াকে করেছে অনেক সহজ এবং গতিশীল তাই মহামারির সময় যখন বাহির সমাজ নিরাপদ নয় সে ক্ষেত্রে এই দুই একাডেমি হতে পারে আপনার নিজস্ব স্কুল বা কলেজ।
কেন না ভাই ? এটাও ত বিরাট কাজের একটি জিনিস। যারা অংক করেন তাদের হাতিয়ার এটি। সাইন্টিফিক ক্যালকুলেটর যেমন গুগল ক্যালকুলেটর এর সব থেকে ভালো ব্যাপার এটি এড ফ্রি এবং গুগলের নিজস্ব। যদিও ঠিক যে সব ফোন এ বিল্ট ইন ক্যালকুলেটর থাকে।
৬ Microsoft Photo Math Or Photomath
অংকের ছবি তুলে সমাধান পেলে এর থেকে ভালো সুবিধা আর কি হতে পারে তাই এর জন্য উক্ত দুইটি ভালো আপ্স এর রিকম্যান্ড দিব।
লেখাপড়ায় অনেক সময় কলেজে স্কুলে অনেক প্রেজেন্টেসন জমা দিতে হয় তাই পাওয়ার পয়েন্ট হতে পারে আপনার কাজের একটি জিনিস। ফ্রি একটি পাওয়ার পয়েন্ট এর নাম দেওয়া হল গুগল স্লাইড। তাছাড়া অধিক ফিচার এর জন্য মাইক্রসফট পাওয়ার পয়েন্ট ত আছেই।