আমার মোবাইল আমি ছাড়া অন্য কেউ ধরলে বেজে উঠবে, এমন কোনো অ্যাপ কি আছে?
তাহলে মোবাইলে touch sensor লাগানো লাগবে দেখছি। যা এখনও কোন মোবাইলেই দেয়া হয় নি ভবিষ্যতে আসবে কিনা বলা যাচ্ছে না।
তবে কিছু কাজ করা যেতে পারে এতে বুঝাবেন যে কেউ মোবাইল ধরছে কিনা।
বর্তমানে যে সকল মোবাইল আমরা ইউজ করি সেগুলোতে রয়েছে proximity Sensor, Motion Sensor,Camera. এইসকল Sensor দিয়েই আপনার জন্য সিকিউরিটি অ্যাপ তৈরি হয়েছে।
1.Anti-theft alarm – Apps on Google Play
2.Who touched my phone? Who unlocked tried to unlock – Apps on Google Play
আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়েছি নিজেই যখন পকেট থেকে বের করি বেজে ওঠে। নিজের হাত লেগেই কেপে উঠে বেজে ওঠে। 😂
তাই এসব ব্যবহার করা দরকার কি? না আপনি শুধু ফোন লক ব্যবহার করেন এটাই যতেষ্ট।
🙂