আমার ই-মেইল অ্যাকাউন্টে কয়েক হাজার মেইল জমা হয়ে আছে। কিভাবে আমি এতগুলি মেইল ডিলিট করবো?

মেইল

Asked on February 4, 2021 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    এ ঝামেলা থেকে মুক্তি পেতে রয়েছে একটি চমৎকার কৌশল।

    প্রথমে জিমেইল আইডিতে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

    তারপর উপর দিকে থাকা সার্চ বক্সে লিখতে হবে before:2020/04/22। এখানে তারিখটি নিজের প্রয়োজন মত দিতে হবে। যে তারিখ পর্যন্ত মেইল ডিলেট করতে চান সেই তারিখটি দিতে হবে। এরপর সার্চে ক্লিক করলে নির্দিষ্ট তারিখের আগের সব মেইল দেখাবে।

    এরপর জিমেইলের সিলেক্ট অল অপশনটি ক্লিক করতে হবে । তাহলে একটি ম্যাসেজ আসবে ‘All 50 conversations on this page are selected. Select all conversations that match this search’।

    এরপর সব মেইল নির্বাচন করতে Select all conversations that match this search- এ ক্লিক করতে হবে। তাহলে সবগুলো মেইল নির্বাচিত হবে। এবার ডিলেট বাটনে ক্লিক করতে হবে। তাহলে নির্দিষ্ট তারিখ পর্যন্ত সব কিছু ডিলেট হয়ে যাবে।

    Answered on February 4, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.