হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে ভিডিও কল রেকর্ড করা যায়?

Asked on February 5, 2021 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে অনেক সময় হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের প্রয়োজন পড়ে কিন্তু প্রচলিত অ্যাপগুলো দিয়ে ইন্টারনেটের কল রেকর্ড করা যায় না!অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের কল কীভাবে রেকর্ড করা যায় তার বিস্তারিত থাকছে।

    প্রথমে কিউব কল রেকর্ডার অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

    যেভাবে রেকর্ড করবেন

    • কিউব রেকর্ডার অ্যাপটি চালু করে হোয়াটসঅ্যাপ অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপ চালু হবে।
    • এরপর প্রচলিত নিয়মে হোয়াটসঅ্যাপ কল করতে হবে। কিউব কল রেকর্ডারের পপ আপ উইন্ডো বা উইজেট মোবাইলের স্ক্রিনে দেখা গেলে কলটি সফলভাবে রেকর্ড হবে।

    এই পদ্ধতিতে রেকর্ড না হলে কিউব কল রেকর্ডার অ্যাপের সেটিংস থেকে ‘Force VoIP call as voice call’ অপশনটি চালু করে আবার চেষ্টা করতে হবে।

    এই অ্যাপ ব্যবহার করে একই পদ্ধতিতে ফেইসবুক কিংবা স্কাইপের কলও রেকর্ড করা যাবে।

    আরও কিছু স্ক্রিন রেকর্ডিং এপস আছে যেগুলো ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে পারবেন।

    1. AZ Screen Recorder
    2. Google Play Games
    3. Screen Recorder by Kimcy929
    4. Twitch
    5. Vysor

    ফটোসোর্সঃ Google

    Answered on February 5, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.