ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়?
ওয়েবসাইট থেকে সত্যিই কি আয় করা সম্ভব? কতটা উপার্জন করা যায় ওয়েবসাইট থেকে?
ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়?
ওয়েবসাইট তৈরি করতে হলে কোডিং এর হালকা পাতলা নলেজ থাকা দরকার। হালকা পাতলা নলেজ বলতে আমি বুঝাচ্ছি কোডিং( এইচ টি এম এল) এর গঠন এর নূন্যতম ধারণা । এটা নিয়ে ইউটিউব এ দু এক ঘন্টা ঘাটলেই সেটা আপনার হয়ে যাবে। আর এরপর কিছু টাকা ইনভেস্ট করে ওয়ার্ডপ্রেস থেকে খুব সহজেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন অথবা ইনভেস্ট করতে না চাইলে ব্লগার থেকে সম্পূর্ণ ফ্রীতে কয়েক ক্লিকে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
ওয়েবসাইট থেকে সত্যি কি আয় করা সম্ভ?
জ্বি অবশ্যই সম্ভব। ওয়েব সাইট থেকে অবশ্যই হাজার হাজার ডলার আয় করা সম্ভব।
কতটা উপার্জন করা যায় ওয়েবসাইট থেকে?
এটা নির্ভর করবে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, আপনার ওয়েবসাইটের ভিজিটরের উপর। আপনার সাইটে যত বেশি ভিজিটর আসবে আপনার ইনকাম ততবেশি হবে। এখন সেটা ১ হাজার ডলারও হতে পারে আবার ১০ হাজারও হতে পারে।