Li-Fi কী? Li-Fi কীভাবে কাজ করে?

lifi technology

Asked on February 8, 2021 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    লাইফাই এর পুরো নাম হলো লাইট ফিডালিটি (Light-Fidelity)। এখন শুধু এর পুরো নাম জেনেই এর সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নয়। তাই চলুন বিশদভাবে আলোচনা করা যাক। এই প্রযুক্তি প্রথম আবিষ্কার করেন প্রোফেসার হারাল্ড হস (Professor Harald Haas)। ২০১১ সালে তিনি লাইফাইয়ের মূলমন্ত্র জনগন এর সামনে প্রথম প্রকাশ করেন এবং তিনি দেখিয়েছিলেন যে কিভাবে আপনি লাইট এর সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারেন। যাই হোক তারপর তিনি এই প্রযুক্তি নিয়ে আরো বিস্তারিত গবেষণা চালিয়ে যেতে থাকেন এবং মোটামুটি ৭ মাস আগে তিনি এই প্রযুক্তিটি পরীক্ষা করেন এবং পরীক্ষার ফলাফলে লাইফাইকে ওয়াইফাইয়ের তুলনায় বেশি দ্রুতগামী হিসেবে দেখতে পাওয়া গিয়েছিল।

    আসলে এই প্রযুক্তি ভিএলসি বা ভিসিবল লাইট কমনিকেশন (VLC- Visible Light Communication) ধারনার উপর কাজ করে। এখন এই ভিএলসি কি, দেখুন আপনি যদি একটি এলইডি বাল্বকে কন্সট্যান্ট ইনপুট পাওয়ার দেন তবে আপনি এর আউটপুটও কন্সট্যান্ট দেখতে পাবেন। যদি আপনি ইনপুট পাওয়ার কিছু পরিবর্তন করে দেন তবে আপনি আউটপুটেও পরিবর্তন দেখতে পাবেন। আপনি যত দ্রুত ইনপুট পরিবর্তন করবেন আপনি আউটপুটও ততো দ্রুত পরিবর্তন হতে দেখতে পাবেন। এবং এই ধারনার মাধ্যমে আপনি এক ধরনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারবেন।

    এখনো ব্যাপারটা পুরোপুরি বোঝেননি তো? আচ্ছা আরো উদাহরণ দিচ্ছি। এইবার টিভি এর রিমোট এর কথা ভাবুন। আসলে টিভি রিমোট এর সামনে একটি ইনফ্রারেড (Infrared) বাল্ব লাগানো থাকে। এবং যখন আপনি রিমোট এর নির্দিষ্ট কোন বাটন চাপেন তখন ওই বাল্বে নিদিষ্ট ভঙ্গীর আলো জলে ওঠে। এইবার আপনার টিভিতে থাকা সেন্সর সেই ভঙ্গিটি অনুধাবন করে তার কাজ সম্পূর্ণ করে।

    মনে করুন টিভি চানেল পরিবর্তনের জন্য রিমোটের বাল্বটি ২ বার বিপ বিপ করে, তাহলে যখন আপনি রিমোটে চানেল পরিবর্তন করার জন্য চাপ দেবেন তখন বাল্বটি দুইবার বিপ বিপ করবে। এবং টিভিতে থাকা সেন্সর তা গ্রহন করবে, আপনার টিভিতে আগে থেকেই প্রোগ্রাম করা আছে যে দুইবার বিপ বিপ গ্রহন করার পর চ্যানেল পরিবর্তন করতে হবে। আসা করি এইবার বিষয়টা জলের মত পরিষ্কার।

    লাইফাই প্রযুক্তির মূল মন্ত্রটি অনেকটা এই রকমই। কিন্তু টিভি রিমোটের মত লাইফাইয়ে একটি মাত্র বাল্ব না থেকে অনেক গুলো বাল্ব থাকে যাতে আপনি অনেক দ্রুত ডাটা আদান প্রদান এবং একসাথে অনেক ব্যবহারকারি তা ব্যবহার করতে পারেন। আসলে ভিএলসি হলো এই প্রযুক্তি পরিচালনা করার সাধারন মাধ্যম।

    কিন্তু এই প্রযুক্তি আপনাকে আরো অধিক কিছু দিতে সক্ষম। এমনটা হবে না যে আপনি এলইডি বাল্বের আলো থেকে সরে যাবেন আর আপনার ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। আপনি যখনই এক বাল্ব উৎস থকে সরে গিয়ে আরেক উৎসের কাছে যাবেন এই প্রযুক্তি স্বয়ংক্রিয় ভাবে আপনার সাথে সংযুক্ত হয়ে যাবে।

    আমরা যে সাধারন বাল্ব অফিস কিংবা বাসাতে ব্যবহার করে থাকি তা শুধু এলইডি বাল্বে পরিবর্তন করে এবং এক প্রকার ড্রাইভার লাগিয়ে এই প্রযুক্তি ব্যবহার করতে পারব। বাসার ছাঁদ থেকে আলো আসার সাথে সাথে আপনি ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন, তাও আবার অনেক দ্রুতগতিতে।

    Answered on February 8, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.