আমার বাসার আশেপাশে কোন কোম্পানির মোবাইল নেটওয়ার্ক ভালো, তা জানার উপায় আছে কি?
বুদ্ধি খাটালে সবই হয় রে ভাই!
তবে এর জন্য কয়েকটি স্মার্ট ফোন ধার নিতে হবে। প্রতিটি ফোনে আলাদা আলাদা কোম্পানির সিম থাকবে, ডেটা কানেকশান সমেত। এবার প্রতিটি ফোনে এই এ্যাপটি ইনস্টল করে রাখতে হবে
লক্ষ্য করলে দেখবেন, এটি সেলুলার, ওয়াইফাই, এলটিই (ফোর জি) সব নেটওয়ার্কই মাপতে পারে। এই এ্যাপটি প্লে স্টোরেই পেয়ে যাবেন। এবার সব কটি ফোনে একই সাথে যদি সব কটি নেটওয়ার্ক মাপা যায়, তাহলে কোন নেটওয়ার্ক সব থেকে ভালো, তা সহজেই জেনে নেওয়া যায়।
বুদ্ধিটা কেমন?