Multiverse (অনন্ত মহাবিশ্ব) এবং Parallel Universe কি?

Multiverse (অনন্ত মহাবিশ্ব) এবং Parallel Universe কি?

Asked on February 14, 2021 in Science.
Add Comment
  • 1 Answer(s)

    আমাদের মন খারাপ থাকলে কখনও কখনও তারাখচিত বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকি।হয়ত মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে অনেক কিছুই চিন্তা করি।
    কিন্তু কখনো কি চিন্তা করেছেন?

    যখন আপনি বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকেন ঠিক তখন আপনার মতো কেউ একই জায়গায়,একই চিন্তা বা একই মন খারাপ নিয়ে আপনার দিকে তাকিয়ে থাকে অন্য কোনো তারা থেকে,হয়ত অন্য গ্যালাক্সি থেকে,হয়ত বা অন্য গ্রহ থেকে।অর্থাৎ এই মহাবিশ্বে অনেক গুলো “আপনি” আছেন।চলুন,এই মহাবিশ্বে আজ আপনার জমজ খুজে আসি।

    এই মহাবিশ্বে আরো অনেক মহাবিশ্ব আছে এই ধারনাটার নাম Multiverse(অনন্ত মহাবিশ্ব)।(এ ক্ষেত্রে “Upside down” মুভিটা দেখতে পারেন)।
    আর যে মহাবিশ্বে আপনার মতো জমজ বা অনুলিপি রয়েছে এই ধারনাটার নাম Parallel Universe(সমান্তরাল মহাবিশ্ব)।

    আজ শুধু Parallel Universe নিয়ে কথা বলব।

    আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে,আপনার মতো কেউ একই চিন্তা করছে অন্য কোন গ্রহে?
    ধরুন,আপনি পৃথিবীতে লেখা পড়া করছেন।আপনার সামনে অপশন আছে তিনটা-ডাক্তার,উদ্দোক্তা এবং শিক্ষক হওয়ার।আপনি যে কোন একটা চয়েস করলেন।ধরুন,লেখা পড়া শেষে আপনি উদ্দোক্তা হলেন।তাহলে দুইটা অপশন বাদ হয়ে গেল।
    আচ্ছা,আপনি যদি ডাক্তার চয়েস করতেন,তাহলে ডাক্তারই হতেন।অর্থাৎ ব্যাপারটা পুরাই আপনার উপর ডিপেন্ডে করে।

    এখন বাকি যে দুটা অপশন আপনি স্কিপ করে চলে গেলেন সেগুলোর কি হবে?এটা কি কখনো ভেবেছিলেন?
    মজার ব্যাপার এখানেই।
    ঐ অপশন দুইটা অন্য কোন পৃথিবীর আপনার অন্য কোন জমজ অনুলিপি চয়েস করেছে।এটাই Parallel Universe-এর মূল কথা।আমি শুধু দুইটা অপশন বলেছি বলেই যে আপনি এই মহাবিশ্বে “তিন” জন আছেন তা নয় কিন্তু।লক্ষ লক্ষ,কোটি কোটি “আপনি” এই মহাবিশ্বে ছড়িয়ে আছেন।আপনে যা ভাবেন তারাও হয়ত তাই ভাবে।
    একেই প্যারালাল ইউনিভার্স বলে।

    এখন,এই জমজ গুলোকে আপনার দেখতে ইচ্ছে করছেনা না?
    তারও কিছু থিওরিটিকেল পথ খোলা আছে।

    Answered on February 14, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.