হঠাৎ করে মাংসপেশিতে বিশেষকরে পা ও ঘাড়ের পেশি/রগে টান লাগলে কী করা উচিত?

এরকম কেন হয় এবং এর চিকিৎসা কী?

Asked on February 15, 2021 in Health.
Add Comment
  • 1 Answer(s)

    হঠাৎ মাংস পেশি বা শিরায় টান লাগা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত এক সমস্যা বলা যায়! চা য়ের আড্ডা বা যে কোন গল্পের আসরে আপনি একবার বলেন কেবল যে অমুক দিন আমার পায়ের পেশি এমন টান শুরু হয়েছিলো যে পা বেঁকে পিছনের দিকে চলে যাচ্ছিল! আর ব্যাঁথায় যেন আমি বেহুঁশ হয়ে যাচ্ছিলাম! ব্যাস্! দেখবেন গল্পের সাথীরা একজন একজন পড়িমড়ি করে বলা শুরু করেছে তাদের এমন অভিজ্ঞতার কথা!

    পা বা হাতের পেশিতে বা রগে টান ধরে কয়েকটি সম্ভাব্য কারণে।

    ১. পানিশূন্যতা ও রক্ত চলাচলে ব্যাঘাত!

    ২. রক্তে সোডিয়াম বা পটাশিয়াম আয়নের অভাব

    ৩. অতিরিক্ত পরিশ্রম

    ৪. ব্যায়ামের আগে বা পরে বিশ্রামের স্বল্পতা

    ৫. ভিটামিন এ/ বি এর ঘাটতি

    দৌড়বিদ, খেলোয়াড়দের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ তাদেরও কিন্তু সমস্যাটি মাঝে মধ্যে হয়। আমার বার পাঁচেক হয়েছে। তার মধ্যে দু বার ঘুম ভাঙার পূর্বমুহূর্তে!

    করণীয়:

    পা বা হাত যেদিকে বেঁকে যেতে চাইছে তার বিপরীত অর্থাৎ যেমনটি পূর্বে ছিলো চেপে ধরে তেমন অবস্থায় নিয়ে গিয়ে পেশি শিথিল করতে হবে।

    এই হলো তাৎক্ষণিক প্রচেষ্টা। এর পর গরম বা ঠাণ্ডা সেঁক দেওয়া।

    স্যালাইন জাতীয় পানীয় বিশেষ করে ডাবের জল এই সমস্যা প্রতিকার ও প্রতিরোধে অত্যন্ত ফলদায়ী।

    ভিটামিন এ এবং বি কম্প্লেক্স গ্রহণ করেও এই সমস্যার প্রভাব কাটাও এবং প্রতিরোধ সম্ভব।

    আর হ্যাঁ, প্রচুর পানি পান করা প্রয়োজন। শরীরে যেন পানির ঘাটতি না হয়।

    গ্রামের বাড়িতে বাবা ও মায়ের কয়েকবার হয়েছে। তাদের কে ভিটামিন বি কম্প্লেক্স ও ডাবের পানি পান করার জন্য বলেছি। অনেকদিন কোন সমস্যা নাই।

    Answered on February 15, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.