কোন এসডি কার্ড ৩২ জিবি থাকলে সেখানে প্রকৃত পক্ষে সেখানে ২৮-২৯ জিবি থাকে কেন?
আসলে কোনো তারতম্য থাকেনা। স্টোরেজ একই থাকে।
যেটা হয় যে, এসডি কার্ড মেনুফেকচারার-রা ১০০০ মেগাবাইট সমান ১ গিগাবাইট হিসেবে এসডি কার্ড বানিয়ে থাকে। কিন্তু, আপনার ফোন কিংবা ল্যাপটপে ১০২৪ মেগাবাইট সমান ১ গিগাবাইট ধরে হিসেব করা হয়।
একারনেই, ৩২ জিবি এসডি কার্ড ফোনে বা ল্যাপটপে লাগালে ২৮/২৯ জিবি দেখায়।