ফোন মেমোরি থেকে ভুলবশত ডিলিট হয়ে যাওয়া ছবি কিভাবে ফিরে পাওয়া যায়?
-
কিছু রিকভারি অ্যাপ আছে। এই অ্যাপ গুলো আপনার ফোন রুট করে ফাইল রিকভার করবে এবং পড়ে আন-রুট করে দেবে। যেমনঃ Mobile Solutions for All iOS & Android Users
তবে কিছু কিছু গ্যালারী অ্যাপ আছে যাদের ইন-বিল্ট রিসাইকেল বিন থাকে। আপনার ফোনে আছে কিনা দেখুন।
গুগল ফটোস ব্যবহার করে সবসময় ব্যাকআপ রাখুন ভবিষ্যতে।
- গুগোল প্লে স্টোর থেকে এক নম্বরে থাকা অ্যাপটি যেটার নাম হচ্ছে “ফটো রিকভারি” অ্যাপ। এটা ইন্সটল করে রিকভার করে দেখুন আপনার ডিলিট হয়ে যাওয়া সমস্ত ছবি আপনি ফিরে পাবেন।