সিসিটিভি ক্যামেরার নাইট ভিশন-এ কিভাবে অন্ধকারে সব পরিষ্কার দেখায়?
2 mega pixel নাইট ভিশন ক্যামেরায় রেকর্ডেড একটা উড়ন্ত মাছির ছবি।
এই ক্যামেরার লেন্স এর পাশে 12 টি ইনফ্রারেড led লাইট আছে আর একটি লাইট সেন্সর আছে। অন্ধকার হলে ওই led লাইট গুলো জলে ওঠে এবং এই ইনফ্রারেড আলোতে ছবি রেকর্ড হয়। ইনফ্রারেড আলো মানুষের চোখ দেখতে পারেনা। তাই led গুলো জ্বলে থাকলেও আমরা বুঝতে পারিনা। কিন্তু কিছু কিছু প্রাণী যেমন মাছি এই আলো দেখতে পায়। সেজন্যে ছবির মাছি টা ক্যামেরার সামনে উড়ছে। আপনি মোবাইল ফোন এর বা কোনো ডিজিটাল ক্যামেরা তেও এই ইনফ্রারেড led লাইট গুলো জ্বলতে দেখতে পাবেন।
উপরের ফটোতে ইনফ্রারেড led লাইট গুলোকে জ্বলতে দেখা যাচ্ছে। এটা মোবাইলের ক্যামেরায় তোলা ছবি।