বিদ্যুৎ না থাকলেও ইন্টারনেট রাখার উপায় কী?
কারেন্ট চলে গেলেও ওয়াইফাই লাইন চালানোর কোনো উপায় আছে?
ব্রডব্যান্ড লাইনের জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই ডেভলপাররাও সুবিধা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। যাহোক রাউটার এর জন্য বিকল্প পাওয়ার সোর্স এখন বাজারে চলে এসেছে, যা আপনাকে বিদ্যুৎ না থাকলেও একটানা ৮ ঘন্টা পর্যন্ত ব্রডব্যান্ড ওয়াইফাই ইন্টারনেট কানেকশন সুবিধা দিতে পারে।
একটি Mini UPS নিয়ে আপনার রাউটারের সাথে সেটআপ করে দিলেই আপনার কাজ শেষ। কখন ইলেক্ট্রিসিটি গেল আর কখন আসলো আপনি টেরই পাবেননা।
বিদ্যুত থাকাকালীন অবস্থায় রাউটার ডিরেক্ট সোর্স থেকেই পাওয়ার নিবে কিন্তু যখনই কারেন্ট চলে যাবে নিজে থেকেই ইউপিএসটি ব্যাকআপ সার্ভিস দেওয়া শুরু করবে।
UPS বাজার মূল্য :
ডিভাইস ক্যাপাসিটি, ব্যাকআপ, কোয়ালিটি এবং কয়টি ডিভাইসে ব্যাকআপ পাওয়া যাবে এসব বিষয়ের উপর নির্ভর করে মূল্য কম বেশি হতে পারে।
তবে ১৫০০ থেকে ২০০০ টাকায় একটি ভাল মানের ১২ ভোল্টের mini UPS পাওয়া সম্ভব, যেটি লোডশেডিং হলেও আপনাকে ৬ থেকে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখবে।