কম্পিউটার কিবোর্ডে F ও J এর উপর সামান্য উঁচু ড্যাস বা অক্ষর দুটির নীচে দাগ থাকে কেন?
আসলে এটার একটা নির্দিষ্ট কারন রয়েছে। কম্পিউটারের QWERT কি-বোর্ড এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন কি-বোর্ড এর দিকে না তাকিয়ে টাইপ করা যায়। এটাকে বলা হয় “টাচ টাইপিং”।টাচ টাইপিং হচ্ছে টাইপ করার একটা পদ্ধতি। এই পদ্ধতিতে হাতের সবগুলো আঙ্গুল ব্যবহার করা হয় এবং টাইপ করার সময় কিবোর্ডের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না। আজ থেকে একশ বছরেরও বেশি সময় আগে এই পদ্ধতি আবিষ্কৃত হয়। টাচ টাইপিং করার জন্য বিভিন্ন কি এর সারির উপরে আঙ্গুল রাখতে হয় যেটাকে বলা হয় “হোম রো”।
হোম রো সাধারণত দুটি হয়ে থাকে “A,S,D,F” ও “J,K,L,;”। কি-বোর্ড এর দিকে না তাকিয়ে যেন হোম রো খুঁজে পেতে কোন সমস্যা না হয় তাই হোম রো’র প্রথম দুটো কি F এবং J তে সামান্য উঁচু ড্যাস বা বাম্প থাকে।
যারা টাচ টাইপিং করেন শুধু মাত্র তারাই জানেন যে এই বাম্প দুটো কতটা গুরুত্বপূর্ণ।