মনপুরা ৭০ কি ?
মনপুরা ৭০ বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন রচিত একটি চিত্রশিল্প হল ‘মনপুরা ৭০’। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ঘূর্ণিঝর নিয়ে এই চিত্রটি আঁকেন। তাঁর অন্যান্য চিত্রকর্ম হল দুর্ভিক্ষের রেখাচিত্র, ম্যাডোনা-৪৩, পাইন্যারমা, সংগ্রাম, গায়ের বধু, নবান্ন, মইটানা। এছাড়াও গৌতম ঘোষ পরিচালিত একটি সিনেমা হল মনপুরা । যা বাউল সম্রাট লালন শাহ এর জীবনী নিয়ে নির্মিত ।