কোনটা শিখলে ভালো হবে গ্রাফিক্স ডিজাইন না ওয়েব ডেভেলপমেন্ট?
দুইটার ই ভালো গুরুত্ব রয়েছে।
তবে আমি বলবো আপনি কনফিউজড থাকলে ইন্টারনেটে এই দুই বিষয় নিয়ে অনেক রিসার্চ করুন।
গুগল ইউটিউব থেকে এই দুই বিষয়ের অনেক ভিডিও দেখুন,দুইটার মধ্যে তুলনা করুন।তারপর আপনার যেটা বেশি ভালো লাগে অর্থাৎ যেটায় আপনার আত্মবিশ্বাস আসে যে এটা শিখলে আপনি ভালো করে করতে পারবেন সেটাই শিখবেন।
তাছাড়া আপনার আর্টিস্টিক ব্যাপার গুলো তে ভালো দক্ষতা আর আগ্রহ থাকলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন আর HTML কোডিং এই ব্যাপার গুলো ভালো জানলে আর আগ্রহ থাকলে ওয়েব ডিজাইন শিখতে পারেন।
তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন,কোনটা ভালো বা দাম বেশি সেটার উপর ভিত্তি করে এই জিনিস গুলো শিখবেননা, আপনার যেটা ভালো লাগে,যেটা করে আপনি আনন্দ পাবেন সেটা ই করবেন কারণ সবকিছু প্রফেশনালি হয় না, নিজের পছন্দের জিনিস নিয়ে কিছু করলে সেটা থেকে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।