গ্রাফিক্স ডিজাইনের জন্য ভালো কম্পিউটার কনফিগারেশন কী?

গ্রাফিক্স ডিজাইনের জন্য ভালো কম্পিউটার কনফিগারেশন কী?

Add Comment
  • 1 Answer(s)

    গ্রাফিক্স ডিজাইনের পিসি বিল্ড করার জন্য প্রথমেই যেটা বলবো সেটা হলো অবশ্যই দ্রুত এবং গ্রাফিক্স ডিজাইনের চাপ সামলাতে পারে এমন একটি চমৎকার কম্পিউটার প্রয়োজন হবে।
    গ্রাফিক্স ডিজাইনের জন্য বাছাইকৃত সেরা নিখুঁত কম্পিউটারটিতে আপনি 3D Modeling and Rendering, Video Editing অথবা Auto CAD এর কাজগুলোও সুন্দরমত করতে পারবেন।
    বর্তমান যুগের ইমেজ এর রেজুলেশন অনেক বেশি থাকে, ভেক্টর ইমেজগুলিও অনেক জটিল হয়ে গেছে। এজন্য দেখা যায় যে আধুনিক যে সব গ্রাফিক্স ডিজাইনের সফ্টওয়্যার যেমন- Adobe Illustrator, Adobe Photoshop অথবা Adobe Creative Cloud সফ্টওয়্যারগুলো হার্ডওয়্যারের উপর অনেকটা নির্ভর করে। যা একটি স্লো বা পুরানো কম্পিউটারে আর কাজ করা সম্ভব হবেনা।
    আপনি যদি শুধুমাত্র গ্রাফিক্স এর কাজ ই করে থাকেন যেমন InDesign, Illustrator বা Photoshop সেক্ষেত্রে আপনাকে AMD Ryzen 5 5600X নেবার পরামর্শ দিবো।
    আর যদি আপনি গ্রাফিক্স এর পাশাপাশি কিছু ভিডিও এডিটিংয়ের কাজও করবেন বলে ভেবে থাকেন তবে আপনাকে AMD Ryzen 9 5900X নেবার পরামর্শ দিবো।

    Answered on November 5, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.