2281
Points
Questions
100
Answers
128
-
Asked on March 10, 2021 in Internet.
#মোবাইলে_পর্নসাইট_বন্ধ_করার_উপায়…
এই যুগে প্রায় প্রতিটি ঘরে বাচ্চাদের হাতে স্মার্টফোন ঘুরে বেড়ায়। গেইম, কার্টুন, ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের হাতে জায়গা করে নিয়েছে। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে। যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর।
এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস করা থাকলে আপনার মোবাইল দিয়ে কখনোই আজেবাজে সাইট চালু হবে না।
অটোমেটিক অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না। আপনার ঘরের মোবাইলগুলোতে সেটিংসটি করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে করুন, অন্যকে জানিয়ে দিন। আগামীপ্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক।
সেটিংসের বিস্তারিতঃ
আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দিবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।
শুরুতে আপনাকে ফোনের সেটিংসের wireless connections অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে http://adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন provider hostname নামেও থাকে।
ফটো যে যেভাবে দেয়া আছে সেভাবে দিবেন।
এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে নাl ইনশাআল্লাহ!
নিচে একটি ফোনে করে দেখানো হয়েছে। এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া ছিল। কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।
- 843 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 10, 2021 in Logo Design.
We can design any kind of Logo. Please visit our website.
Get inspired by beautiful designs from Design Gallery:
https://www.5dollargraphics.com/design-gallery/Our Reviews:
https://www.5dollargraphics.com/author/platinumdesignteam/All completed projects:
https://www.5dollargraphics.com/completed-projects/Our Facebook Page:
https://www.facebook.com/5dollargraphics- 391 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 8, 2021 in Education.
দুটোই সমার্থক অর্থ প্রকাশ করে। বিভিন্ন দেশে আইনজীবীদের বিভিন্ন নামে ডাকা হয়, যেমন – বাংলাদেশে আইনজরবীদের ডাকা হয় ‘এডভোকেট’, যুযক্তরাষ্ট্রে ডাকা হয় ‘আসোসিয়েট’,
অস্ট্রেলিয়ায় ডাকা হয় ‘সলিসিটর’ ইত্যাদি দেশ ভেদে বিভিন্ন নামে ডাকা হয়।
প্রশ্ন হলো একজন এডভোকেট এবং একজন ব্যারিস্টার একই পসিশন হোল্ড করে কিনা?
হ্যা, দুটো একই পসিশন হোল্ড করে কিন্তু আইন নিয়ে পড়াশোনা ভিন্ন ভিন্ন জায়গা থেকে করা হয় বলে এর নামের পার্থক্য দেখা দেয়।
যিনি ‘লন্ডন’ থেকে ব্রিটিশ আইন পড়ে, বিপিটিসি — বার প্রফেশনাল ট্রেইনিং সাটিফিকেট সম্পূর্ণ করে এসেছেন, তার নামের সাথে ব্যারিস্টার টাইটেলটি যুক্ত হয়ে যাবে এবং তিনি নিজেকে ব্যারিস্টার নামে আখ্যায়িত করতে পারবেন।
আর যিনি বাংলাদেশ থেকে, বাংলাদেশি আইন পড়ে, বার কান্সিল এক্সাম সম্পূর্ণ করে লাইসেন্স প্রাপ্ত হন, তাকে বলা হবে ‘এডভোকেট’। তিনি নিজেকে তখন একজন এডভোকেট হিসেবে আখ্যায়িত করতে পারবেন।
তবে এডভোকেট হোক বা ব্যাটিস্টার, তাদের দক্ষতা, দূরদর্শীত এবং আইনের সাফিশিয়ান্ট জ্ঞানের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় একজন ভালো আইনজীবী।
একজন এডভোকেট একজন ব্যারিস্টারের চাইতে অধিকতর দক্ষ হতে পারে আবার একজন ব্যারিস্টারের একজন এডভোকেটের চাইতে ভালো একজন আইনজীবী হতে পারেন।
দিন শেষে কে কোথা থেকে আইন পড়াশোনা করে এসেছে অথবা তার টাইটেল কি, সেটা মূল্য রাখে না বরং যেটা বিষয় সেটা হলো সেই আইনজীবী তার ক্লায়েন্টের প্রতি কতটা দায়িত্বশীল, আপনার সমস্যাটি শোনার প্রতি কতটা সহনশীল এবং সহানুভূতিশীল, কতটা ধীর্যশীল, সে আমানার সমস্যাটির কতটা ইফেক্টিভ আইনভিত্তিক সলিউশন দিতে পারবে এবং সে যদি আপনাকে মাননীয় বিজ্ঞ আদালতের সামনে রিপ্রেজেন্ট করে তাহলে কতটা ভালোভাবে সে তা করতে পারবে।
মনে রাখবে, কোর্ট রুমে টাইটেলের ভিত্তিতে নেয় , একজন আইনজীবির দক্ষতা ওপর ভিত্তি করে মাননীয় বিজ্ঞ আদালত রায় দিবেন।
লিগাল সাপোর্ট পাওয়া আপনার অধিকার, তাই আইন মানুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন।
- 846 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 8, 2021 in Outsourcing.
হ্যা টেলিগ্রাম থেকে আয় করা যায় । আজ আমি এমন একটা উপায় বলব যেটা থেকে আপনারা দিন ৪০০/৫০০ টাকা আয় করতে পারবেন । মনযােগ দিয়ে পােস্ট টি পড়বেন।
যাদের টেলিগ্রাম একাউন্ট আছে তাদের তাে ভালাে যাদের নেই তারা টেলিগ্রাম একাউন্ট করে নিবেন । যাদের একাউন্ট আছে তাদের আর একাউন্ট করতে হবে না ।
এটা শুধু বাংলাদেশ এর জন্য । আপনি বাংলাদেশ এর হলে টাকা পাবেন নাহলে পাবেন না । আপনি জয়েন হলে এখানে থেকে ৫০০ টাকা বােনাস পাবেন । কিন্তু টাকা গুলাে নিতে আপনার একটু কাজ করতে হবে ।
আপনি জয়েন হলে ৫০০ টাকা পাবেন । কিন্তু টাকা নিতে হলে আপনাকে ১০ টা রেফার করতে হবে । আপনি ১০/২০ মিনিট কাজ করলে ১০ টা রেফার করতে পারবেন । আপনি ৫০০ টাকা তাে বােনাস পাবেন এবং প্রতি রেফার এর জন্য ২০ টাকা করে বােনাস পাবেন । ১০ টা রেফার করলে ২০০ টাকা । আপনি যত ইচ্ছা রেফার করতে পারবেন । আপনি প্রতিদিন ৪০০/৫০০ ইনকাম করতে পারবেন মাত্র ২০ থেকে ২৫ টা রেফার করে । এখানে রেফার করা অনেক সহজ।কারণ যাকে রেফার করবেন তাকে কোন কোড দিতে হবে না । শুধু আপনার লিংক থেকে জয়েন হলে সাথে সাথে আপনি ২০ টাকা পেয়ে যাবেন । যাকে রেফার করবেন তাকে কোন একাউন্ট করতে হবে না শুধু জয়েন হলেই হবে । আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন । যাদের টেলিগ্রাম আছে অবস্যই জয়েন হয়ে যাবেন । আপনি বিকাশ এ পেমেন্ট নিতে পারবেন । সবাই ভালাে আয় করতে পারবেন ।
- 895 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 4, 2021 in Entertainment.
ওয়াইটিএস হচ্ছে টরেন্ট এর একটি প্লাটফর্ম। কিন্তু ওয়াইটিস থেকে আপনি সাম্প্রতিক কালের কিংবা আগেরও পপুলার পপুলার মুভি ছাড়া মুভি পাওয়া যায় না। আইটিএসে আপনি ইংলিশ ছাড়া অন্য কোন ভাষার মুভি পাবেন না।
এক্ষেত্রে আমি আপনাকে কয়েকটি ভালো এবং বিশ্বস্ত ওয়েবসাইটের নাম বলছিঃ
Torrent Search Engine | 1337x.to এটিও একটি টরেন্ট সাইট। এখানে সব সাম্প্রতিক মুভি/টিভি সিরিজ পেয়ে যাবেন। তবে অনেকেই অভিযোগ জানান যে, টরেন্ট খারাপ, ভাইরাস প্রবেশ করে এখান থেকে ডাউনলোড করলে। সেক্ষেত্রে, আমি আপনাকে পরামর্শ দেবো Magnet Download অপশন থেকে ডাউনলোড করবেন।
MLWBD.COM | Download HEVC 480p 720p 1080p Dual Audio Hindi Dubbed Movies | Movie Lovers World | MLWBD.Me| এমএলডব্লিউবিডি হচ্ছে আরেকটি ভালো মুভি ডাউনলোড ওয়েবসাইট। যদিও এখানে ডাউনলোড করতে গিয়ে অনেক পেইজ এ পপ-আপ করবে বা অনেক এড আসবে। কিন্তু আপনি যদি এর মধ্যে নেভিগেট করে ডাউনলোড করতে পারেন তাহলে ভালোই হবে। সরাসরি গুগোল ড্রাইভ থেকে ডাউনলোড হয়। ভাইরাস আসার সম্ভাবনা থাকে না।
আপাতত, এই দুটিই বললাম আপনাকে। যদিও আরো ওয়েবসাইট আছে।
- 897 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 25, 2021 in Internet.
আগেই বলে রাখছি, এই পোষ্টটি শুধুমাত্র ব্রডব্যান্ড ইউজারদের জন্য! আজকে আমাদের লেখার টপিক হচ্ছে high speed ftp server bd, ব্রডব্যান্ড ইউজাররা নেট প্যাকেজের বিজ্ঞাপনে দেখবেন, বিশেষ করে লেখা থাকে যে Youtube স্পিড আর FTP সার্ভারের স্পিড আলাদা । যেমন আপনি 5Mbps এর প্যাকেজে Youtube আর FTP সার্ভারের স্পিড ২০/৩০ Mbps দেওয়া থাকে। FTP সার্ভার হচ্ছে আপনার ISP এর সার্ভারের কম্পিউটারের ফোল্ডার যেখানে তারা নিজেদের পছন্দ মতো মুভি, সিরিজ, গান, গেমস, সফটওয়্যার ইত্যাদি আপলোড করে দেওয়া থাকে। যারা হেভিওয়েট ইউজার রয়েছেন তাদের জন্য BDIX movie server ছাড়া একটা দিনও কল্পনা করা কঠিন।
বর্তমানে দেশের সকল ISP ই বিডিআইএক্স সার্ভারের সুবিধা দিয়ে থাকে। BDIX সার্ভার হচ্ছে দেশের প্রতিটি একক ISP এর FTP সার্ভারকে দেশের সকল ব্রডব্যান্ড ইউজারদের জন্য Available করে দেওয়া। মানে আপনি Link3 এর FTP সার্ভার Link3 এর ইউজার না হয়েও ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ISP এর BDIX বহিভূর্ত সার্ভার থাকে যেটা এক্সক্লুসিভ আকারে থাকে। মনে রাখবেন, টরেন্ট এর থেকে FTP সার্ভার অনেক উত্তম। কারণ আপনি দেশীয় torrentbd থেকেও যদি কোনো কিছু ডাউনলোড করতে চান কিন্তু যদি সেটার সিড না থাকে তাহলে কিন্তু কোনো স্পিডই আপনি পাবেন না। কিন্তু FTP সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে Seed/Leech এগুলো নিয়ে মাথা ব্যাথা থাকে না।
BDIX কি?
এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Internet Service Exchange । এখন ধরুন আপনার ISP বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নূন্যতম ১টি FTP সার্ভার রয়েছে। এই একটি সাভার্র থেকে আপনি যত স্পিডেরই নেট সংযোগ নিয়ে নেন না কেন ওই সার্ভার থেকে প্রচুর দ্রুত স্পিডে আপনি ফাইলসগুলোকে ডাউনলোড করতে পারবেন। এখন এভাবে বাংলাদেশের সকল উচ্চপর্যায়ের ISP বা বড় বড় মেজর ISP প্রতিষ্ঠানগুলো মিলে BDIX তৈরি করেছে। অর্থাৎ ধরুন বাংলাদেশের ১০০টা ISP মিলে BDIX তৈরি করেছে তাহলে আপনার ISP যদি BDIX সমর্থিত হয়ে থাকে তাহলে আপনি BDIX server থেকে মানে ওই ১০০টা ISP এর FTP সার্ভারগুলো থেকে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন।
অনেক সময় ধরুন, আপনার বন্ধুর বাসায় বেড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে আপনার বন্ধু 10.16.100.244 সাইটে ব্রাউজিং করছে। তখন আপনার মনে হবে এটা আবার কোন ধরণের সাইট! আসলে এটা হচ্ছে একটি BDIX FTP সার্ভার। আপনার ISP থেকে যেসব BDIX Server ব্যবহার করতে পারবেন তা নিয়ে আমাদের বিস্তারিত লেখাটি পড়ে আসতে পারেন। এছাড়াও পিসি থেকে আপনার ইন্টারনেটের জন্য কোন কোন BDIX সার্ভার সার্পোট করে সেটা বের করে ফেলতে পারেন! পোষ্টটি দেখতে এখানে ক্লিক করুন।
BDIX Server BD
আমার ব্যক্তিগত জানা মতে দেশে প্রায় 350+ BDIX FTP পাবলিক সার্ভার রয়েছে। তবে আপনার জন্য ২০ টির বেশি প্রয়োজন হবে না। নিয়মিত আপডেট পেলে মাত্র ১/২টা সার্ভারেই আপনি মুভি, গান, সফটওয়্যার, গেমস সবকিছুই পেয়ে যাবেন। নিচের দেশের সেরা কিছু BDIX FTP সার্ভারের লিস্ট এবং ছোট্ট রিভিউ দিয়ে দিচ্ছি।
সকল BDIX FTP সার্ভারের খোঁজ পেতে আমার লেটেস্ট পোষ্ট All BDIX FTP Server BD List 2021 টি দেখতে পারেন এখানে ক্লিক করে।
Best FTP Server BD List
1. Circle FTP Server
সার্কেল FTP Server আমার ব্যক্তিগত মতে দেশের সেরা সার্ভার! যাদের 15.1.1.1 কিংবা circleftp.net এই সাইটে একসেস পান তারাই এই সার্ভারটি ব্যবহার করতে পারবেন। সেরা সার্ভার বলছি কারণ এখানে যে শুধুমাত্র লেটেস্ট মুভি, সিরিজ, সফটওয়্যার, গেমস পাওয়া যায় শুধু তাই নয়। বরং এই সাইটে ইউজার রিকোয়েস্ট সবথেকে বেশি গ্রহন করা হয়। শুধুমাত্র এডাল্ট আর বাংলাদেশি কনটেন্ট ছাড়া আপনার যেকোনো কিছু তাদের ফেসবুক গ্রুপে পোষ্ট দিন দেখবেন যে ঘন্টাখানেকের মধ্যে সার্ভারে আপনার রিকোয়েস্ট করা মুভি/সিরিজ/গেমস সবই আপলোড করা হয়ে গিয়েছে। আমার মনে আছে একমাত্র এই সার্ভারেই Call of Duty Warzone রিলিজের সময় সেই ১০০+ জিবি গেমের ব্যাকআপ চলে আসছিলো গেম রিলিজের ৩ ঘন্টার মধ্যেই! সার্কেলে ৩টি সার্ভার রয়েছে, ftp1.circleftp.net, ftp2,circleftp.net এবং ftp3.circleftp.net , এগুলো ওদের সাইট ভিজিট করলেই বুঝতে পারবেন। সরাসরি 15.1.1.1 লিখে এন্টার দিলেও মেইন সাইটে চলে যাবেন।
2. Sam Online FTP BD
বাংলাদেশের অন্যতম (সেরা বলা চলে) টপ BDIX সার্ভার হচ্ছে স্যাম অনলাইন। একে সার্ভারের গডফাদার বলা চলে। কি নেই এতে? লেটেস্ট মুভি থেকে শুরু করে , টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ভিডিও গেমস, পিসি/ম্যাক/লিনাক্স সফটওয়্যার, ডকুমেন্টারি লাইভ টিভি সব কিছুই রয়েছে এতে। আর লক্ষ্য করলে দেখবেন যে স্যাম অনলাইনের ডিজাইন নকল করে আরো বেশ কিছু FTP সার্ভার রয়েছে যারা ডিজাইনে নকল করলেও কনটেন্ট কোয়ালিটির ক্ষেত্রে স্যামের ধাঁরেকাছেও নেই। তবে এত কিছু সুনাম থাকার পরে স্যাম অনলাইনকে লিস্টের একটু নিচে রাখার কারণ হচ্ছে এর availability । অনেকের কাছেই স্যামের একসেস থাকে না কারণ এটা একটু এক্সুসিভ সার্ভার। আর যাদের কাছে একসেস রয়েছে তাদের তো অন্য কোনো সার্ভারে ভিজিটেরই প্রয়োজন পড়বে না।
- Server 1: 172.16.50.4
- Server 2: 172.16.50.5
- Server 3: 172.16.50.6
- Server 4: samftp.com
3. Net@Home
যাদের উপরের ২টি সার্ভারের একটিও সার্পোট করে না তারা এই Net@Home সার্ভারটি টেস্ট করে দেখতে পারেন। লেটেস্ট মুভি আর সিরিজ পাওয়া গেলেও গেমস আর সফটওয়্যারের ঘাটঁতি রয়েছে সার্ভারে। আর ইউজার রিকোয়েস্ট অপশন নেই এবং একই সাথে লেটেস্ট মুভি পেতে একটু লেইট হয়ে এই সার্ভারে।
4. MangoGamers FTP Gaming Server BD
দেশের সবথেকে বড় এবং একমাত্র গেমিং ডেডিকেটেড BDIX FTP সার্ভার হচ্ছে এই MangoGamers । টরেন্টে আপনি সব গেমস নাও পেতে পারেন কিন্তু এই সার্ভারে ১৯৯০ সাল থেকে রিলিজ হওয়া প্রায় সব গেমসই খুঁজে পাবেন। বুঝতেই পারছেন এটা হচ্ছে শুধুমাত্র পিসি / অ্যান্ড্রয়েড গেমিং রিলেটেড সার্ভার। আর ভালো কথা হচ্ছে এখানে ইউজার রিকোয়েস্টেরও অপশন রাখা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে অনেক ISP থেকে এই সার্ভারে স্পিড তুলনামূলক একটু কম পাওয়া যায়। FTP Server BD লিস্টে এটা অন্যতম সেরা পিসি গেম ডাউনলোড সার্ভার।
5. FTPBD
যাদের সার্কেল আর ইবক্স কাজ করে না তাদের এই FTPBD ট্রাই করতে পারেন। লেটেস্ট সব কিছুই পাবেন এখানে। গেমস আর সফটওয়্যার ও রয়েছে। তবে ইউজার রিকোয়েস্ট নেই সার্কেলের মতো এখানে। এছাড়াও অনলাইন টিভি সার্ভিসও রয়েছে এটায়। ftpbd server টির ওয়েবসাইট বেশ আপডেটেড, তাদের media content ও বেশ ভালোভাবে অর্গানাইজড। ftpbd net লিখে সার্চ করলেই তাদের সাইটি পেয়ে যাবেন। এই সার্ভারটি আসলে Business Network বা B.NET এর মালিকানাধীন FTP server. নিচের লিঙ্ক গুলোতে সার্ভারটী এক্সেস করতে পারবেনঃ
- ftpbd.net
- 103.58.73.9
- media.ftpbd.net
- server1.ftpbd.net
- server1.ftpbd.net
- server4.ftpbd.net
- server5.ftpbd.net
6. Alphamediazone
আমার ISP তে এই সার্ভারের স্পিড বেশি পেলেও এটাকে লিস্টের শুরু দিকে রাখতে পারলাম না। কারণ এখানে লেটেস্ট আপডেট বলতে কিছুই নেই। এমনকি সাইটে ২০১৯ সালের পর আর কিছুই দেখলাম না, ২০২০ সালের কোনো কিছুই নেই এখানে। তবে পুরোনো আর্কাইভ হিসেবে সাইটটিকে ব্যবহার করতে পারেন যদি আপনার ওখানে একসেস থাকে।
7. JDIX
আরেকটি চমৎকার সার্ভার যদি আপনার একসেস থাকে। লেটেস্ট সব কিছু পেলেও সাইটটিতে মাসে ২/৪ বার করে আপলোড করা হয় আমার মনে হয় আরকি!
8. BongoBD Content on Demand
FTP Server গুলোতে লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশি কোনো কনটেন্ট এগুলোতে দেওয়া নেই, আর থাকলেও সেটা বহুপুরোনো (২০০৮ সালের আগের।) কারণ হচ্ছে BDIX সার্ভারগুলোতে বাংলাদেশী কোনো কিছু দেওয়ার যাবে না এমন রুল রয়েছে। তবে BongoBD সার্ভারে অফিসিয়াল ভাবে আপনি বাংলাদেশি নাটক, মুভি ইত্যাদি সবই পাবেন, বঙ্গবিডি সার্ভারটি শুধুমাত্র বাংলাদেশি কনটেন্ট কেন্দ্রিক একটি সার্ভার। Bongo BD হচ্ছে কন্টেন্ট অন ডিমান্ড ভিত্তিক সার্ভিস, এখানে হয়ত আপনাকে সাবস্ক্রিপ্সশন ফি পে করতে হতে পারে, যেমনটা নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হুলু নেটওয়ার্কে হয়ে থাকে।
09. CrazyCTG FTP server
নামেই বলা আছে এটা চট্ট্রগ্রামের সার্ভার। তাই ওই এলাকার ইউজাররা এখানে একটু বেশিই স্পিড পাবেন।
10. MYbdplex
লেটেস্ট মুভি থেকে শুরু করে টিভি সিরিজ, গেমস সফটওয়্যার সবই রয়েছে এখানে। একসেস পেলে ট্রায় করে দেখতে পারেন।
11. Roar Media
এই সার্ভারটি আমি মূলত টিভি দেখার কাজে মাঝেমধ্যে ব্যবহার করি। কারণ এতে একদম লেটেস্ট তেমন কিছু দেখতে পাইনি আমি।
12. ShowTimeBD
লেটেস্ট সবই কিছুই আছে, আর সাথে রয়েছে মুভি রিকোয়েস্ট অপশন তবে রিকোয়েস্ট দিলে কতটুকু দ্রুততার সাথে আপলোড হয় সেটা চেক করে দেখিনি। আপনারা ট্রায় করে দেখতে পারেন।
13. Elaach FTPBD Server
আমাদের আজকের সেরা BDIX FTP লিস্টের মধ্যে রাখা হয়েছে Triangle Network ISP মালিকানাধীন এই Elaach FTP টী। একদম লেটেস্ট সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনার ব্রডব্যান্ডে কোন কোন সার্ভারটি সার্পোট করে সেটা বুঝবেনন কিভাবে? বাংলাদেশে প্রায় ১১১টি FTPBD সার্ভার রয়েছে। এখন বুঝার জন্য কি এই ১১১টি FTP সার্ভারগুলোর লিংক একটি একটি করে আপনার পিসির ব্রাউজারে দিয়ে টেস্ট করবেন? নাকি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে ১ মিনিটেই বের করে ফেলবেন কোন কোন সার্ভার আপনার লাইনে কাজ করবে?
14. NaturalBD
Net@Home এর মতোই ডিজাইনের সার্ভার এই NaturalBD। মোটামুটি কম সময়েই লেটেস্ট সবকিছু খুঁজে পাবেন এই সার্ভারে তবে গেমস আর সফটওয়্যার তেমন একটা নেই এখানে। চেক করে নিতে পারেন সার্ভারটি! আর হ্যাঁ তাদের নিজস্ব BDIX লাইভ টিভি সার্ভারও রয়েছে! গত বছরখানেকের মধ্যে এর জনপ্রিয়তা আকাশ ছুয়েছে। NaturalBD FTP media server টি এর ওয়েব এড্রেস ছাড়াও একটি Android এপ এও পাবেন। এমনটা বাংলাদেশি সার্ভার গুলোর মধ্যে একদমই রেয়ার। ধন্যবাদ,New Natural BD টিম কে চমৎকার এই এপ্লিকেশনটির জন্য।
15. TajpataTV Server
যদিও আমি ব্যক্তিগত ভাবে পিসিতে টিভি দেখি না। তবে যারা ইউটিউবের পাশপাশি লাইভ টিভি পিসিতেই লুফে নিতে ভালোবাসেন তাদের জন্য এই সার্ভারটি বেশ কাজে দেবে। যারা জানেন না, BDIX এ ফাইল বা মিডিয়া সার্ভার ছাড়াও আলাদা টিভি সার্ভার রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে তেজপাতা টিভি। FTP server তালিকায় এটাকে অন্তর্ভুক্ত করার কারন BDIX স্পীডে আপনি লাইভ টিভি দেখতে পারবেন, যদিও সামনে শুধু BDIX TV Server নিয়ে একটি তালিকা করার ইচ্ছা রয়েছে।
16.VDOmela
আরেকটি বিডিআইএক্স সার্ভার, আপডেট তেমন কিছু পাই নি তবে যাদের একসেস আছে একটু ঘেঁটে দেখতে পারেন।
17.Kurigram
লেটেস্ট সবই পাবেন তবে একদম লেটেস্ট পাবেন না, ১০/১২ দিন অপেক্ষা করা লাগতে পারে। সাইটের নিচের Request সেকশন রয়েছে দেখলাম তবে সেটা কতটুকু কার্যকর সেটা চেক করিনি।
18. AntHouseBD
টিভি সিরিজ, মুভি থাকলেও সফটওয়্যার আর গেমস নেই এতে। যাদের একসেস রয়েছে তারা ব্যাকআপ হিসেবে এই সার্ভারকে ব্যবহার করতে পারেন।
19. DhakaFTP
ঢাকার একটি ISP এর নিজস্ব সার্ভার এটি, তবে অনেকেরই এই সার্ভারে একসেস পেয়ে যাবেন।
20.FtpBD
আরেকটি জনপ্রিয় FTP server এটি। লেটেস্ট সবই রয়েছে এখানে, রয়েছে রিকোয়েস্ট সেকশন ও! আমার এখানে একসেস নেই দেখে লেটেস্ট স্ক্রিণশট দিতে পারলাম না বিধায় দুঃখিত।
21. NetMatrixBD Server
Request সেকশন থাকলেও নতুন তেমন কিছুই পাই নি এই সার্ভারে।
22.QuickOnline
২০১৮ সালের পর মনে হয় না এই সার্ভারে কিছু আপলোড হয়েছে! (লোল)
23. FuntimeBD FTP Server
মুভি, গেমস, টিভি সিরিজ, সফটওয়্যার, বাংলা নাটক, লাইভ টিভি সবই রয়েছে এখানে তবে একদম লেটেস্ট তেমন কিছু নেই।
24. Ebox.live Server
শুধুমাত্র ইউজার রিকোয়েস্ট অপশন এখানে নেই তাই এটাকে উপরে নিতে পারিনি। কিন্তু এই বিষয়টি বাদ দিলে এই সার্ভারটি আপ-টু-ডেট এবং সবসময় বেশ কড়া থাকে! লেটেস্ট সব মুভি, ডকুমেন্টারি, গেমস, সফটওয়্যার, টিভি সিরিজ তো পাবেনই এমনকি এখানে নতুন কিছু রিলিজ হলেই ১/২ দিনের মধ্যেই সার্ভারে সেট আপডেটেড হয়ে যায়! গুগলে movie server bd লিখে সার্চ দিলেও এই চমৎকার সাইটটি রেজাল্টে আসবে না। এছাড়াও সরাসরি ফোল্ডার দিয়ে সাইটটি সাজানো হয় বিধায় নিদির্ষ্ট জিনিস খুঁজে পেতে বেশ সুবিধা পাবেন। যেমন আপনি ২০১৮ সালের মাস্টারপিস Tumbbad মুভিটি নামাতে চান। চলে যান Movies > Bollywood > 2018 > Tumbbad ফোল্ডারে!
25. BossBD FTP Server
যারা সিম্পল মিনিমালিস্টিক ডিজাইনের সার্ভার পছন্দ করেন তাদের জন্য আমার Boss BD server কে সাজেস্ট থাকবে। কোনো প্রকার হেভি ডিজাইন নেই এই সাইটে। সরাসরি সার্ভারের ফোল্ডারগুলো দিয়েই BOSSBD ডিজাইন করা হয়েছে। লেটেস্ট সব মুভি, সিরিজ পাবেন এখানে। তবে গেমস আর সফটওয়্যারে লেটেস্ট আমি খুঁজে পাই নি। আর এখানে ইউজার রিকোয়েস্ট সেকশনও নেই দুঃখবশত। Bossbd ftp server টি যারা খুজছেন তারা নিচের লিঙ্ক গুলো ট্রাই করতে পারেনঃ
- bossbd.net
- bossbd.live
- cdn.bossbd.net
- cdn1.bossbd.net
- cdn2.bossbd.net
- cdn3.bossbd.net
- ftp.bossbd.server
26. DhakaMovie
Request সেকশন রয়েছে, সকল ধরণের মুভি পাবেন, লেটেস্ট সহ! যাদের একসেস রয়েছে তারা সাইট থেকে একটু ঘুরে আসতে পারেন।
27. CityCloud
দেশের আরেকটি জনপ্রিয় সার্ভার হচ্ছে সিটিক্লাউড। তবে দুঃখের বিষয় আমার সহ অনেকেরই এই সার্ভারে একসেস নেই। তবে মুভি, টিভি সিরিজ, সফটওয়্যার, গেমস সহ সব কিছুই একদম লেটেস্ট পাবেন এই সাইটে। সাইটটি নিয়মিত আপডেট করা হয়। রিকোয়েস্ট সেকশনও রয়েছে
28. KissAnime Server
এটা BDIX কিংবা বাংলাদেশি সার্ভার কিনা সেটা জানি না, কারণ সাইটের নামের শেষে ru নামে রাশিয়ান ডোমেইন রাখা। তবে এই Anime সার্ভারটিতে BDIX স্পিড আমি পেয়েছি। Anime লাভারদের জন্য দারুণ একটি সার্ভার হচ্ছে এটি। FTP server free তালিকায় এটা অন্তরভুক্ত করার কারন হচ্ছে বাংলাদেশ থেকেই আপনি এটায় BDIX স্পিড পাবেন।
29. FunTimeBD
লেটেস্ট কিছুই নেই এখানে। সব এক বছরের আগের কনটেন্ট।
30. KhulnaPlex
নামেই বুঝতে পারছেন যে এটা খুলনা অঞ্চলের সার্ভার। তাই খুলনার ইউজাররা এই সার্ভার থেকে সেরা স্পিডটি পাবেন। লেটেস্ট সব কিছুই রয়েছে নিয়মিত আপডেট হয় সাইটটি। FTP server list এ চট্রগ্রামের পরে এটাই দ্বিতীয় কোন বিভাগ কেন্দ্রিক সার্ভার, বিভিন্ন বিভাগে এরকম সার্ভার থাকলে সেই বিভাগের ইউজাররা ভীষন উপক্রিত হবেন।
31. MojarFTP
আরেকটি জনপ্রিয় FTP সার্ভার হচ্ছে মজারএফটিপি। একদম টাটকা লেটেস্ট মুভি, টিভি সিরিজ সবই পাবেন এখানে। ইউজার রিকোয়েস্ট সেকশনও রয়েছে এখানে।
32. MovieBoxBD
শুধুমাত্র মুভি নিয়েই এক্সুসিভ সার্ভার এটি। ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত মোটামুটি সব মুভিই পাবে এখানে, তবে অবশ্যই বাংলাদেশি কনটেন্ট বাদে।
33.BDLan
কয়েকটি FTP সার্ভার মিলে এই BDLan গঠিত। প্রত্যেকটি সার্ভারে এক এক ধরণের কনটেন্ট পেয়ে যাবেন আপনি। মোটামুটি লেটেস্ট সব কিছুই রয়েছে এখানে।
34. CTGHall
নামেই বুঝতে পারছেন যে চট্টগ্রামের সার্ভার এটি। তাই ওখানকার ইউজাররা এই সার্ভার থেকে সেরা স্পিডটি পাবেন । লেটেস্ট সব মুভি, টিভি সিরিজ, সফটওয়্যার গেমস সবই রয়েছে এখানে। আর চমৎকার ব্যাপার হচ্ছে এখানে ইউজার রিকোয়েস্ট অপশনও রয়েছে।
35. DNFBD
একদম লেটেস্ট না পেলেও ২/৩ মাস আগের কনটেন্ট পাওয়া গিয়েছে এখানে।
36. ITBaseBD
সেইম একই রকম, লেটেস্ট পেলেও সেটা ২/৩ মাস আগের কনটেন্ট।
37. BDIX Local FTP 1
এটা হচ্ছে আমার ISP এর লোকাল নিজস্ব সার্ভার। মোটামুটি সবই আছে এখানে।
38. IPTV Server
আগের টিভি সার্ভারে শুধুমাত্র বাংলাদেশি চ্যানেলগুলো ছিলো, কিন্তু এই সার্ভারে আপনি বিদেশী বেশ কয়েকটি চ্যানেল দেখতে পাবেন। দুঃখবশত এটা আমার এখানে সার্পোট করে না বিধায় টিভি চালিয়ে দেখাতে পারলাম না।
39. StarFlixBD
আরেকটি টিভি সার্ভার, দেশি বিদেশী ইন্ডিয়ান বেশ কয়েকটি চ্যানেল রয়েছে এখানে। আর এটাও আমার এখানে সার্পোট করে না।
40. Projapoti Live (TV) Server
আরেকটি দেশীয় চ্যানেল কেন্দ্রিক BDIX টিভি সার্ভার।
41. Rangdhanu Server BD
রংধনু ISP এর সাইট। এখানে FTP, ফাইল সার্ভার, লাইভ টিভি এবং রেডিও Server রয়েছে।
42. FM Radio (BIDX)
আপনি FM রেডিও শুনতে ভালোবাসেন? তাহলে এই সাইটটি বেশ কাজে আসবে আপনার। দেশে BDIX সমর্থিত এফএম রেডিও সার্ভারও রয়েছে । এখানে FM সহ ইন্টারনেট ভিক্তিক সকল রেডিও (বাংলা) পেয়ে যাবেন। FTP server list এ একটা FM Radio সার্ভার রাখতে পেরে ভালো লাগছে।
43. Randhanu Live (TV)
রংধনু ISP এর টিভি সার্ভার। দেশীয় সব চ্যানেল রয়েছে এতে। আগের দুটি টিভি সার্ভার সার্পোট না করলে এটা দেখতে পারেন।
- 1021 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 22, 2021 in YouTube.
উত্তরঃ জি আছে। Snaptube.apk এটি একটি জনপ্রিয় ডাউনলোড এপস।
এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাওয়া যায় না , ইন্টারনেটে ব্রাউজ করতে হয়। Free Video Downloader App for Android \ www. snaptube .com
এই এপ্স এর মাধ্যমে সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
- 883 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 21, 2021 in Mobile.
“Editor’s Choice” ট্যাগটি দেয়ার কারণ হচ্ছে, এটি গুগল প্লে কর্তৃপক্ষ শুধু সে সকল এপকেই দেয় যেগুলোর ব্যবহার করা মোটামোটি সব বয়সী ব্যবহারকারীর জন্যই সহজ। আর যেই সকল এপ/গেমের ডিজাইন দেখতে এবং ব্যবহার করতে সুন্দর হয় সেগুলোতে এবং যদি সেগুলোতে নতুনত্ব ও সৃজনশীলতা থাকে। একটা এপ এডিটরস চোয়েস ট্যাগ পেলে লোকে এপটির কোয়ালিটি বুঝতে পারে এবং ভালো লাগলে ডাউনলোড করে। এটাই এডিটরস চোয়েস দেয়ার একমাত্র উদ্দেশ্য।
শধু নয় ও এডিটরস চোয়েস আছে, যেটার চিন্হ এরকম-
image:GooglePlayStoreEditor′sChoiceimage:GooglePlayStoreEditor′sChoice
- 823 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 19, 2021 in Science.
ফ্যানের স্পিড কম বা বেশি হলেও ইলেকট্রিক বিল একই আসে কথাটা সম্পূর্ণ ঠিক নয়। ফ্যানের স্পিড কমানো বা বাড়ানোর জন্য আমরা সাধারণত দুই ধরনের রেগুলেটর ব্যবহার করি।
- ইলেকট্রিক্যাল রেগুলেটর
- ইলেকট্রনিক রেগুলেটর।
ইলেকট্রিক্যাল রেগুলেটরে ট্যাপিং যুক্ত ইন্ডাক্টর ব্যবহার করা হয়। ফ্যান চলার সময় রেগুলেটর এর মান কমিয়ে দিলে ফ্যানের ঘূর্ণন মান কমে যায়।
- আমরা জানি,
- V=IR.
- R=V/I. এখানে R হলো রোধ,I হলো বিদ্যুৎ প্রবাহ,V হলো বিভব।
রেগুলেটর এর মান কমে যাওয়া মানে রোধ বেড়ে যাওয়া, আর রোদ বেড়ে যাওয়া মানে বিদ্যুৎ প্রবাহ কমে যাওয়া (সমীকরণ থেকে)। আর বিদ্যুৎপ্রবাহ কমার কারণে ফ্যানের ঘূর্ণন মান কমে। কিন্তু রোধের কারণে রেগুলেটর উত্তপ্ত হয়। আর এই অপ্রয়োজনীয়’ উত্তাপের কারণে পাওয়ার লস হয় যে কারণে ঘূর্ণন মান কমলেও ইলেকট্রিক বিল প্রায় একই আসে।
পক্ষান্তরে, ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে।
এই কারণে ইলেকট্রনিক রেগুলেটরে উত্তাপ অতি নগন্য হওয়ায় ইলেকট্রিক্যাল পাওয়ার লস প্রায় হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি বাড়ালে বিদ্যুতের বিল বেশি আসে এবং বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুতের বিলও কম আসে।
তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহারের ফলে ফ্যানের গতি কমালে বিদ্যুতের খরচ কম হয়।
তথ্যসূত্র[1]
ছবি[2]
ফুটনোটগুলি
- 802 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 18, 2021 in Accessories.
ইউটিউব ভিডিও বানানোর জন্য কম দামের মধ্যে সবচেয়ে ভালো মাইক্রোফোন হলো বয়া এম১ মাইক্রোফোনটি। বয়া এম১ এর বাজার মূল্য ১হাজার টাকা। অনলাইন মার্কেটপ্লেসগুলোর পাশাপাশি যেকোনো গ্যাজেট-এসেসরিজ এর দোকানেই পেয়ে যাবেন এই মাইক্রোফোনটি।
তবে আপনার কাছে যদি ভালো মানের মাইক্রোফোনযুক্ত হেডফোন থাকে, সেটিও আপনি ভিডিও এর অডিও রেকর্ডে ব্যবহার করতে পারবেন।
- 935 views
- 1 answers
- 0 votes