adiba's Profile

2281
Points

Questions
100

Answers
128

  • Asked on February 18, 2021 in Mobile.

    ভাবছেন কাউকে কল করবেন? কিন্তু সে যদি নাম্বার জেনে নিয়ে আবার বিরক্ত করে! এটাই স্বাভাবিক। কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে সব কিছুই সম্ভব হচ্ছে আর মোবাইল নাম্বার গোপন রাখা যাবেনা তা কি হয়। হ্যা পাঠক ঠিক এমনই এক সিস্টেম আবিস্কার করে বের হয়েছে অ্যাপস।

    এখন শুধু পরিক্ষার পালা। আসলেই কি কাজ করবে এই আবিস্কার? চলুন দেখে নেওয়া যাক বিষয়টি কি হচ্ছে…

    ফোন করবেন। কথা বললেন। অথচ আপনার নম্বরটি থাকবে না রিসিভারের কাছে। যাকে বলে ম্যাজিক। পুরোদমে ফ্ল্যাটিং আর নো কেস। পড়ে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ? কী করে এটা সম্ভব? আরে বাপু সব তো অ্যাপসের কেরামতি। নানা ধরনের অ্যাপস অবশ্য আগে থেকেই রয়েছে। তবে সেগুলি ব্যবহার করার জন্য একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর এই সব ঝামেলা নেই। জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।

    Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker- এসব অ্যাপের সাহায্যে কাওকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Tracebust অ্যাপ। তবে প্রাথমিকভাবে এর ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে। কিন্তু পরবর্তীতে ব্যবহারের জন্য টাকা দিয়ে কিনতে হবে।

    • 887 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 14, 2021 in Science.

    আমাদের মন খারাপ থাকলে কখনও কখনও তারাখচিত বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকি।হয়ত মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে অনেক কিছুই চিন্তা করি।
    কিন্তু কখনো কি চিন্তা করেছেন?

    যখন আপনি বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকেন ঠিক তখন আপনার মতো কেউ একই জায়গায়,একই চিন্তা বা একই মন খারাপ নিয়ে আপনার দিকে তাকিয়ে থাকে অন্য কোনো তারা থেকে,হয়ত অন্য গ্যালাক্সি থেকে,হয়ত বা অন্য গ্রহ থেকে।অর্থাৎ এই মহাবিশ্বে অনেক গুলো “আপনি” আছেন।চলুন,এই মহাবিশ্বে আজ আপনার জমজ খুজে আসি।

    এই মহাবিশ্বে আরো অনেক মহাবিশ্ব আছে এই ধারনাটার নাম Multiverse(অনন্ত মহাবিশ্ব)।(এ ক্ষেত্রে “Upside down” মুভিটা দেখতে পারেন)।
    আর যে মহাবিশ্বে আপনার মতো জমজ বা অনুলিপি রয়েছে এই ধারনাটার নাম Parallel Universe(সমান্তরাল মহাবিশ্ব)।

    আজ শুধু Parallel Universe নিয়ে কথা বলব।

    আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে,আপনার মতো কেউ একই চিন্তা করছে অন্য কোন গ্রহে?
    ধরুন,আপনি পৃথিবীতে লেখা পড়া করছেন।আপনার সামনে অপশন আছে তিনটা-ডাক্তার,উদ্দোক্তা এবং শিক্ষক হওয়ার।আপনি যে কোন একটা চয়েস করলেন।ধরুন,লেখা পড়া শেষে আপনি উদ্দোক্তা হলেন।তাহলে দুইটা অপশন বাদ হয়ে গেল।
    আচ্ছা,আপনি যদি ডাক্তার চয়েস করতেন,তাহলে ডাক্তারই হতেন।অর্থাৎ ব্যাপারটা পুরাই আপনার উপর ডিপেন্ডে করে।

    এখন বাকি যে দুটা অপশন আপনি স্কিপ করে চলে গেলেন সেগুলোর কি হবে?এটা কি কখনো ভেবেছিলেন?
    মজার ব্যাপার এখানেই।
    ঐ অপশন দুইটা অন্য কোন পৃথিবীর আপনার অন্য কোন জমজ অনুলিপি চয়েস করেছে।এটাই Parallel Universe-এর মূল কথা।আমি শুধু দুইটা অপশন বলেছি বলেই যে আপনি এই মহাবিশ্বে “তিন” জন আছেন তা নয় কিন্তু।লক্ষ লক্ষ,কোটি কোটি “আপনি” এই মহাবিশ্বে ছড়িয়ে আছেন।আপনে যা ভাবেন তারাও হয়ত তাই ভাবে।
    একেই প্যারালাল ইউনিভার্স বলে।

    এখন,এই জমজ গুলোকে আপনার দেখতে ইচ্ছে করছেনা না?
    তারও কিছু থিওরিটিকেল পথ খোলা আছে।

    • 950 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 11, 2021 in Website.

    আগেই বলে রাখছি, এই পোষ্টটি শুধুমাত্র ব্রডব্যান্ড ইউজারদের জন্য! আজকে আমাদের লেখার টপিক হচ্ছে high speed ftp server bd, ব্রডব্যান্ড ইউজাররা নেট প্যাকেজের বিজ্ঞাপনে দেখবেন, বিশেষ করে লেখা থাকে যে Youtube স্পিড আর FTP সার্ভারের স্পিড আলাদা । যেমন আপনি 5Mbps এর প্যাকেজে Youtube আর FTP সার্ভারের স্পিড ২০/৩০ Mbps দেওয়া থাকে। FTP সার্ভার হচ্ছে আপনার ISP এর সার্ভারের কম্পিউটারের ফোল্ডার যেখানে তারা নিজেদের পছন্দ মতো মুভি, সিরিজ, গান, গেমস, সফটওয়্যার ইত্যাদি আপলোড করে দেওয়া থাকে। যারা হেভিওয়েট ইউজার রয়েছেন তাদের জন্য BDIX movie server ছাড়া একটা দিনও কল্পনা করা কঠিন।

    বর্তমানে দেশের সকল ISP ই বিডিআইএক্স সার্ভারের সুবিধা দিয়ে থাকে। BDIX সার্ভার হচ্ছে দেশের প্রতিটি একক ISP এর FTP সার্ভারকে দেশের সকল ব্রডব্যান্ড ইউজারদের জন্য Available করে দেওয়া। মানে আপনি Link3 এর FTP সার্ভার Link3 এর ইউজার না হয়েও ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ISP এর BDIX বহিভূর্ত সার্ভার থাকে যেটা এক্সক্লুসিভ আকারে থাকে। মনে রাখবেন, টরেন্ট এর থেকে FTP সার্ভার অনেক উত্তম। কারণ আপনি দেশীয় torrentbd থেকেও যদি কোনো কিছু ডাউনলোড করতে চান কিন্তু যদি সেটার সিড না থাকে তাহলে কিন্তু কোনো স্পিডই আপনি পাবেন না। কিন্তু FTP সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে Seed/Leech এগুলো নিয়ে মাথা ব্যাথা থাকে না।

    BDIX কি?

    এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Internet Service Exchange । এখন ধরুন আপনার ISP বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নূন্যতম ১টি FTP সার্ভার রয়েছে। এই একটি সাভার্র থেকে আপনি যত স্পিডেরই নেট সংযোগ নিয়ে নেন না কেন ওই সার্ভার থেকে প্রচুর দ্রুত স্পিডে আপনি ফাইলসগুলোকে ডাউনলোড করতে পারবেন। এখন এভাবে বাংলাদেশের সকল উচ্চপর্যায়ের ISP বা বড় বড় মেজর ISP প্রতিষ্ঠানগুলো মিলে BDIX তৈরি করেছে। অর্থাৎ ধরুন বাংলাদেশের ১০০টা ISP মিলে BDIX তৈরি করেছে তাহলে আপনার ISP যদি BDIX সমর্থিত হয়ে থাকে তাহলে আপনি BDIX server থেকে মানে ওই ১০০টা ISP এর FTP সার্ভারগুলো থেকে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন।

    অনেক সময় ধরুন, আপনার বন্ধুর বাসায় বেড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে আপনার বন্ধু 10.16.100.244 সাইটে ব্রাউজিং করছে। তখন আপনার মনে হবে এটা আবার কোন ধরণের সাইট! আসলে এটা হচ্ছে একটি BDIX FTP সার্ভার।  এখানে ক্লিক করে, আপনার ISP থেকে যেসব BDIX Server ব্যবহার করতে পারবেন তা নিয়ে আমাদের বিস্তারিত লেখাটি পড়ে আসতে পারেন। এছাড়াও পিসি থেকে আপনার ইন্টারনেটের জন্য কোন কোন BDIX সার্ভার সার্পোট করে সেটা বের করে ফেলতে পারেন! পোষ্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    BDIX Server BD

    আমার ব্যক্তিগত জানা মতে দেশে প্রায় ১১১টি BDIX FTP পাবলিক সার্ভার রয়েছে। তবে আপনার জন্য ১১১ টির প্রয়োজন হবে না। নিয়মিত আপডেট পেলে মাত্র ১/২টা সার্ভারেই আপনি মুভি, গান, সফটওয়্যার, গেমস সবকিছুই পেয়ে যাবেন। নিচের দেশের সেরা কিছু BDIX FTP সার্ভারের লিস্ট এবং ছোট্ট রিভিউ দিয়ে দিচ্ছি। এছাড়াও ১১১টি মানে সকল BDIX FTP সার্ভারের খোঁজও দিয়ে দিবো হতাশ হবেন না।

    Best FTP Server BD List

    1. Circle FTP Server

    List Of FTP server BD #1 Circle FTPসার্কেল FTP Server আমার ব্যক্তিগত মতে দেশের সেরা সার্ভার! যাদের 15.1.1.1 কিংবা circleftp.net এই সাইটে একসেস পান তারাই এই সার্ভারটি ব্যবহার করতে পারবেন। সেরা সার্ভার বলছি কারণ এখানে যে শুধুমাত্র লেটেস্ট মুভি, সিরিজ, সফটওয়্যার, গেমস পাওয়া যায় শুধু তাই নয়। বরং এই সাইটে ইউজার রিকোয়েস্ট সবথেকে বেশি গ্রহন করা হয়। শুধুমাত্র এডাল্ট আর বাংলাদেশি কনটেন্ট ছাড়া আপনার যেকোনো কিছু তাদের ফেসবুক গ্রুপে পোষ্ট দিন দেখবেন যে ঘন্টাখানেকের মধ্যে সার্ভারে আপনার রিকোয়েস্ট করা মুভি/সিরিজ/গেমস সবই আপলোড করা হয়ে গিয়েছে। আমার মনে আছে একমাত্র এই সার্ভারেই Call of Duty Warzone রিলিজের সময় সেই ১০০+ জিবি গেমের ব্যাকআপ চলে আসছিলো গেম রিলিজের ৩ ঘন্টার মধ্যেই! সার্কেলে ৩টি সার্ভার রয়েছে, ftp1.circleftp.net, ftp2,circleftp.net এবং ftp3.circleftp.net , এগুলো ওদের সাইট ভিজিট করলেই বুঝতে পারবেন। সরাসরি 15.1.1.1 লিখে এন্টার দিলেও মেইন সাইটে চলে যাবেন।

     2. Ebox.live Server

    Ebox Live List of Best FTP server bdশুধুমাত্র ইউজার রিকোয়েস্ট অপশন এখানে নেই তাই এটাকে ১ম স্থানে নিতে পারিনি। কিন্তু এই বিষয়টি বাদ দিলে এই সার্ভারটি আপ-টু-ডেট এবং সবসময় বেশ কড়া থাকে! লেটেস্ট সব মুভি, ডকুমেন্টারি, গেমস, সফটওয়্যার, টিভি সিরিজ তো পাবেনই এমনকি এখানে নতুন কিছু রিলিজ হলেই ১/২ দিনের মধ্যেই সার্ভারে সেট আপডেটেড হয়ে যায়! গুগলে movie server bd লিখে সার্চ দিলেও এই চমৎকার সাইটটি রেজাল্টে আসবে না। এছাড়াও সরাসরি ফোল্ডার দিয়ে সাইটটি সাজানো হয় বিধায় নিদির্ষ্ট জিনিস খুঁজে পেতে বেশ সুবিধা পাবেন। যেমন আপনি ২০১৮ সালের মাস্টারপিস Tumbbad মুভিটি নামাতে চান। চলে যান Movies > Bollywood > 2018 > Tumbbad ফোল্ডারে!

    3. BossBD FTP Server

    Boss BD FTP Serverযারা সিম্পল মিনিমালিস্টিক ডিজাইনের সার্ভার পছন্দ করেন তাদের জন্য আমার Boss BD server কে সাজেস্ট থাকবে। কোনো প্রকার হেভি ডিজাইন নেই এই সাইটে। সরাসরি সার্ভারের ফোল্ডারগুলো দিয়েই BOSSBD ডিজাইন করা হয়েছে। লেটেস্ট সব মুভি, সিরিজ পাবেন এখানে। তবে গেমস আর সফটওয়্যারে লেটেস্ট আমি খুঁজে পাই নি। আর এখানে ইউজার রিকোয়েস্ট সেকশনও নেই দুঃখবশত। Bossbd ftp server টি যারা খুজছেন তারা নিচের লিঙ্ক গুলো ট্রাই করতে পারেনঃ

    4. Net@Home

    Net@Home FTPযাদের উপরের ২টি সার্ভারের একটিও সার্পোট করে না তারা এই Net@Home সার্ভারটি টেস্ট করে দেখতে পারেন। লেটেস্ট মুভি আর সিরিজ পাওয়া গেলেও গেমস আর সফটওয়্যারের ঘাটঁতি রয়েছে সার্ভারে। আর ইউজার রিকোয়েস্ট অপশন নেই এবং একই সাথে লেটেস্ট মুভি পেতে একটু লেইট হয়ে এই সার্ভারে।

    5.  Sam Online FTP BD

    Sam Online FTP Server BDবাংলাদেশের অন্যতম (সেরা বলা চলে) টপ BDIX সার্ভার হচ্ছে স্যাম অনলাইন। একে সার্ভারের গডফাদার বলা চলে। কি নেই এতে? লেটেস্ট মুভি থেকে শুরু করে , টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ভিডিও গেমস, পিসি/ম্যাক/লিনাক্স সফটওয়্যার, ডকুমেন্টারি লাইভ টিভি সব কিছুই রয়েছে এতে। আর লক্ষ্য করলে দেখবেন যে স্যাম অনলাইনের ডিজাইন নকল করে আরো বেশ কিছু FTP সার্ভার রয়েছে যারা ডিজাইনে নকল করলেও কনটেন্ট কোয়ালিটির ক্ষেত্রে স্যামের ধাঁরেকাছেও নেই। তবে এত কিছু সুনাম থাকার পরে স্যাম অনলাইনকে লিস্টের একটু নিচে রাখার কারণ হচ্ছে এর availability । অনেকের কাছেই স্যামের একসেস থাকে না কারণ এটা একটু এক্সুসিভ সার্ভার। আর যাদের কাছে একসেস রয়েছে তাদের তো অন্য কোনো সার্ভারে ভিজিটেরই প্রয়োজন পড়বে না।

    6. MangoGamers FTP Gaming Server BD

    Mangogamers BDIX gaming serverদেশের সবথেকে বড় এবং একমাত্র গেমিং ডেডিকেটেড BDIX FTP সার্ভার হচ্ছে এই MangoGamers । টরেন্টে আপনি সব গেমস নাও পেতে পারেন কিন্তু এই সার্ভারে ১৯৯০ সাল থেকে রিলিজ হওয়া প্রায় সব গেমসই খুঁজে পাবেন। বুঝতেই পারছেন এটা হচ্ছে শুধুমাত্র পিসি / অ্যান্ড্রয়েড গেমিং রিলেটেড সার্ভার। আর ভালো কথা হচ্ছে এখানে ইউজার রিকোয়েস্টেরও অপশন রাখা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে অনেক ISP থেকে এই সার্ভারে স্পিড তুলনামূলক একটু কম পাওয়া যায়। FTP Server BD লিস্টে এটা অন্যতম সেরা পিসি গেম ডাউনলোড সার্ভার।

    7.  FTPBD

    FTPBD Serverযাদের সার্কেল আর ইবক্স কাজ করে না তাদের এই FTPBD ট্রাই করতে পারেন। লেটেস্ট সব কিছুই পাবেন এখানে। গেমস আর সফটওয়্যার ও রয়েছে। তবে ইউজার রিকোয়েস্ট নেই সার্কেলের মতো এখানে। এছাড়াও অনলাইন টিভি সার্ভিসও রয়েছে এটায়। ftpbd server টির ওয়েবসাইট বেশ আপডেটেড, তাদের media content ও বেশ ভালোভাবে অর্গানাইজড। ftpbd net লিখে সার্চ করলেই তাদের সাইটি পেয়ে যাবেন। এই সার্ভারটি আসলে Business Network বা B.NET এর মালিকানাধীন FTP server. নিচের লিঙ্ক গুলোতে সার্ভারটী এক্সেস করতে পারবেনঃ

    8. Alphamediazone

    Alphamediazoneআমার ISP তে এই সার্ভারের স্পিড বেশি পেলেও এটাকে লিস্টের শুরু দিকে রাখতে পারলাম না। কারণ এখানে লেটেস্ট আপডেট বলতে কিছুই নেই। এমনকি সাইটে ২০১৯ সালের পর আর কিছুই দেখলাম না, ২০২০ সালের কোনো কিছুই নেই এখানে। তবে পুরোনো আর্কাইভ হিসেবে সাইটটিকে ব্যবহার করতে পারেন যদি আপনার ওখানে একসেস থাকে।

    9. JDIX

    JDIXআরেকটি চমৎকার সার্ভার যদি আপনার একসেস থাকে। লেটেস্ট সব কিছু পেলেও সাইটটিতে মাসে ২/৪ বার করে আপলোড করা হয় আমার মনে হয় আরকি!

    10. BongoBD Content on Demand

    BongoBD Content on DemandFTP Server গুলোতে লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশি কোনো কনটেন্ট এগুলোতে দেওয়া নেই, আর থাকলেও সেটা বহুপুরোনো (২০০৮ সালের আগের।) কারণ হচ্ছে BDIX সার্ভারগুলোতে বাংলাদেশী কোনো কিছু দেওয়ার যাবে না এমন রুল রয়েছে। তবে BongoBD সার্ভারে অফিসিয়াল ভাবে আপনি বাংলাদেশি নাটক, মুভি ইত্যাদি সবই পাবেন, বঙ্গবিডি সার্ভারটি শুধুমাত্র বাংলাদেশি কনটেন্ট কেন্দ্রিক একটি সার্ভার। Bongo BD হচ্ছে কন্টেন্ট অন ডিমান্ড ভিত্তিক সার্ভিস, এখানে হয়ত আপনাকে সাবস্ক্রিপ্সশন ফি পে করতে হতে পারে, যেমনটা নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হুলু নেটওয়ার্কে হয়ে থাকে।

    11. CrazyCTG FTP server

    CrazyCTG Chittagong Based FTP serverনামেই বলা আছে এটা চট্ট্রগ্রামের সার্ভার। তাই ওই এলাকার ইউজাররা এখানে একটু বেশিই স্পিড পাবেন।

    12. MYbdplex

    MYbdplexলেটেস্ট মুভি থেকে শুরু করে টিভি সিরিজ, গেমস সফটওয়্যার সবই রয়েছে এখানে। একসেস পেলে ট্রায় করে দেখতে পারেন।

    13. Roar Media

    Roar Mediaএই সার্ভারটি আমি মূলত টিভি দেখার কাজে মাঝেমধ্যে ব্যবহার করি। কারণ এতে একদম লেটেস্ট তেমন কিছু দেখতে পাইনি আমি।

    14. ShowTimeBD

    ShowTimeBDলেটেস্ট সবই কিছুই আছে, আর সাথে রয়েছে মুভি রিকোয়েস্ট অপশন তবে রিকোয়েস্ট দিলে কতটুকু দ্রুততার সাথে আপলোড হয় সেটা চেক করে দেখিনি। আপনারা ট্রায় করে দেখতে পারেন।

    15. Elaach FTPBD Server

    Elaach FTP Server BDআমাদের আজকের সেরা BDIX FTP লিস্টের মধ্যে রাখা হয়েছে Triangle Network ISP মালিকানাধীন এই Elaach FTP টী। একদম লেটেস্ট সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনার ব্রডব্যান্ডে কোন কোন সার্ভারটি সার্পোট করে সেটা বুঝবেনন কিভাবে? বাংলাদেশে প্রায় ১১১টি FTPBD সার্ভার রয়েছে। এখন বুঝার জন্য কি এই ১১১টি FTP সার্ভারগুলোর লিংক একটি একটি করে আপনার পিসির ব্রাউজারে দিয়ে টেস্ট করবেন? নাকি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে ১ মিনিটেই বের করে ফেলবেন কোন কোন সার্ভার আপনার লাইনে কাজ করবে?

    16. NaturalBD

    Natural BD FTP Movie ServerNet@Home এর মতোই ডিজাইনের সার্ভার এই NaturalBD। মোটামুটি কম সময়েই লেটেস্ট সবকিছু খুঁজে পাবেন এই সার্ভারে তবে গেমস আর সফটওয়্যার তেমন একটা নেই এখানে। চেক করে নিতে পারেন সার্ভারটি! আর হ্যাঁ তাদের নিজস্ব BDIX লাইভ টিভি সার্ভারও রয়েছে! গত বছরখানেকের মধ্যে এর জনপ্রিয়তা আকাশ ছুয়েছে। NaturalBD FTP media server টি এর ওয়েব এড্রেস ছাড়াও একটি Android এপ এও পাবেন। এমনটা বাংলাদেশি সার্ভার গুলোর মধ্যে একদমই রেয়ার। ধন্যবাদ,New Natural BD টিম কে চমৎকার এই এপ্লিকেশনটির জন্য।

    17. TajpataTV Server

    TajpataTV Server

    যদিও আমি ব্যক্তিগত ভাবে পিসিতে টিভি দেখি না। তবে যারা ইউটিউবের পাশপাশি লাইভ টিভি পিসিতেই লুফে নিতে ভালোবাসেন তাদের জন্য এই সার্ভারটি বেশ কাজে দেবে। যারা জানেন না, BDIX এ ফাইল বা মিডিয়া সার্ভার ছাড়াও আলাদা টিভি সার্ভার রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে তেজপাতা টিভি। FTP server তালিকায় এটাকে অন্তর্ভুক্ত করার কারন BDIX স্পীডে আপনি লাইভ টিভি দেখতে পারবেন, যদিও সামনে শুধু BDIX TV Server নিয়ে একটি তালিকা করার ইচ্ছা রয়েছে।

    18.VDOmela

    VDOmela Server

    আরেকটি বিডিআইএক্স সার্ভার, আপডেট তেমন কিছু পাই নি তবে যাদের একসেস আছে একটু ঘেঁটে দেখতে পারেন।

    19.Kurigram

    Kurigram hindi movie server

    লেটেস্ট সবই পাবেন তবে একদম লেটেস্ট পাবেন না, ১০/১২ দিন অপেক্ষা করা লাগতে পারে। সাইটের নিচের Request সেকশন রয়েছে দেখলাম তবে সেটা কতটুকু কার্যকর সেটা চেক করিনি।

    20. AntHouseBD

    AntHouseBD FTP server online

    টিভি সিরিজ, মুভি থাকলেও সফটওয়্যার আর গেমস নেই এতে। যাদের একসেস রয়েছে তারা ব্যাকআপ হিসেবে এই সার্ভারকে ব্যবহার করতে পারেন।

    21. DhakaFTP

    DhakaFTP Movie server bd

    ঢাকার একটি ISP এর নিজস্ব সার্ভার এটি, তবে অনেকেরই এই সার্ভারে একসেস পেয়ে যাবেন।

    22.FtpBD

    FtpBD High Speed FTP server BD

    আরেকটি জনপ্রিয় FTP server এটি। লেটেস্ট সবই রয়েছে এখানে, রয়েছে রিকোয়েস্ট সেকশন ও! আমার এখানে একসেস নেই দেখে লেটেস্ট স্ক্রিণশট দিতে পারলাম না বিধায় দুঃখিত।

    23. NetMatrixBD Server

    NetMatrixBD Server Movie Server BD

    Request সেকশন থাকলেও নতুন তেমন কিছুই পাই নি এই সার্ভারে।

    24.QuickOnline

    QuickOnline

    ২০১৮ সালের পর মনে হয় না এই সার্ভারে কিছু আপলোড হয়েছে! (লোল)

    25. FuntimeBD FTP Server

    FuntimeBD FTP Server

    মুভি, গেমস, টিভি সিরিজ, সফটওয়্যার, বাংলা নাটক, লাইভ টিভি সবই রয়েছে এখানে তবে একদম লেটেস্ট তেমন কিছু নেই।

    26. DhakaMovie

    DhakaMovie High Speed BDIX Movie Server

    Request সেকশন রয়েছে, সকল ধরণের মুভি পাবেন, লেটেস্ট সহ! যাদের একসেস রয়েছে তারা সাইট থেকে একটু ঘুরে আসতে পারেন।

    27. CityCloud

    CityCloud FTP

    দেশের আরেকটি জনপ্রিয় সার্ভার হচ্ছে সিটিক্লাউড। তবে দুঃখের বিষয় আমার সহ অনেকেরই এই সার্ভারে একসেস নেই। তবে মুভি, টিভি সিরিজ, সফটওয়্যার, গেমস সহ সব কিছুই একদম লেটেস্ট পাবেন এই সাইটে। সাইটটি নিয়মিত আপডেট করা হয়। রিকোয়েস্ট সেকশনও রয়েছে

    28. KissAnime Server

    Kissanime.ru for High Speed FTP anime downloads

    এটা BDIX কিংবা বাংলাদেশি সার্ভার কিনা সেটা জানি না, কারণ সাইটের নামের শেষে ru নামে রাশিয়ান ডোমেইন রাখা। তবে এই Anime সার্ভারটিতে BDIX স্পিড আমি পেয়েছি। Anime লাভারদের জন্য দারুণ একটি সার্ভার হচ্ছে এটি। FTP server free তালিকায় এটা অন্তরভুক্ত করার কারন হচ্ছে বাংলাদেশ থেকেই আপনি এটায় BDIX স্পিড পাবেন।

    29. FunTimeBD

    Funtime BD Server

    লেটেস্ট কিছুই নেই এখানে। সব এক বছরের আগের কনটেন্ট।

    30. KhulnaPlex

    KhulnaPlex High Speed FTP server for Khulna Division

    নামেই বুঝতে পারছেন যে এটা খুলনা অঞ্চলের সার্ভার। তাই খুলনার ইউজাররা এই সার্ভার থেকে সেরা স্পিডটি পাবেন। লেটেস্ট সব কিছুই রয়েছে নিয়মিত আপডেট হয় সাইটটি। FTP server list এ চট্রগ্রামের পরে এটাই দ্বিতীয় কোন বিভাগ কেন্দ্রিক সার্ভার, বিভিন্ন বিভাগে এরকম সার্ভার থাকলে সেই বিভাগের ইউজাররা ভীষন উপক্রিত হবেন।

    31. MojarFTP

    MojarTV BDIX FTP server

    আরেকটি জনপ্রিয় FTP সার্ভার হচ্ছে মজারএফটিপি। একদম টাটকা লেটেস্ট মুভি, টিভি সিরিজ সবই পাবেন এখানে। ইউজার রিকোয়েস্ট সেকশনও রয়েছে এখানে।

    32. MovieBoxBD

    MovieBoxBD

    শুধুমাত্র মুভি নিয়েই এক্সুসিভ সার্ভার এটি। ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত মোটামুটি সব মুভিই পাবে এখানে, তবে অবশ্যই বাংলাদেশি কনটেন্ট বাদে।

    33.BDLan

    BDLan FTP server website url

    কয়েকটি FTP সার্ভার মিলে এই BDLan গঠিত। প্রত্যেকটি সার্ভারে এক এক ধরণের কনটেন্ট পেয়ে যাবেন আপনি। মোটামুটি লেটেস্ট সব কিছুই রয়েছে এখানে।

    34. CTGHall

    CTGHall FTP

    নামেই বুঝতে পারছেন যে চট্টগ্রামের সার্ভার এটি। তাই ওখানকার ইউজাররা এই সার্ভার থেকে সেরা স্পিডটি পাবেন । লেটেস্ট সব মুভি, টিভি সিরিজ, সফটওয়্যার গেমস সবই রয়েছে এখানে। আর চমৎকার ব্যাপার হচ্ছে এখানে ইউজার রিকোয়েস্ট অপশনও রয়েছে।

    35. DNFBD

    DNFBD

    একদম লেটেস্ট না পেলেও ২/৩ মাস আগের কনটেন্ট পাওয়া গিয়েছে এখানে।

    36. ITBaseBD

    ITBaseBD

    সেইম একই রকম, লেটেস্ট পেলেও সেটা ২/৩ মাস আগের কনটেন্ট।

    37. BDIX Local FTP 1

    BDIX Local FTP 1

    এটা হচ্ছে আমার ISP এর লোকাল নিজস্ব সার্ভার। মোটামুটি সবই আছে এখানে।

    38. IPTV Server

    IPTV Server

    আগের টিভি সার্ভারে শুধুমাত্র বাংলাদেশি চ্যানেলগুলো ছিলো, কিন্তু এই সার্ভারে আপনি বিদেশী বেশ কয়েকটি চ্যানেল দেখতে পাবেন। দুঃখবশত এটা আমার এখানে সার্পোট করে না বিধায় টিভি চালিয়ে দেখাতে পারলাম না।

    39. StarFlixBD

    StarFlixBD

    আরেকটি টিভি সার্ভার, দেশি বিদেশী ইন্ডিয়ান বেশ কয়েকটি চ্যানেল রয়েছে এখানে। আর এটাও আমার এখানে সার্পোট করে না।

    40. Projapoti Live (TV) Server

    Projapoti Live (TV) Server

    আরেকটি দেশীয় চ্যানেল কেন্দ্রিক BDIX টিভি সার্ভার।

    41. Rangdhanu Server BD

    Rangdhanu Server BD

    রংধনু ISP এর সাইট। এখানে FTP, ফাইল সার্ভার, লাইভ টিভি এবং রেডিও Server রয়েছে।

    42. FM Radio (BIDX)

    FM Radio (BIDX)

    আপনি FM রেডিও শুনতে ভালোবাসেন? তাহলে এই সাইটটি বেশ কাজে আসবে আপনার। দেশে BDIX সমর্থিত এফএম রেডিও সার্ভারও রয়েছে । এখানে FM সহ ইন্টারনেট ভিক্তিক সকল রেডিও (বাংলা) পেয়ে যাবেন। FTP server list এ একটা FM Radio সার্ভার রাখতে পেরে ভালো লাগছে।

    43. Randhanu Live (TV)

    Randhanu Live (TV)

    রংধনু ISP এর টিভি সার্ভার। দেশীয় সব চ্যানেল রয়েছে এতে। আগের দুটি টিভি সার্ভার সার্পোট না করলে এটা দেখতে পারেন।

    44. Ihub FTP Server Bangladesh

    Ihub FTP Server Bangladesh

    টিভি, মুভি, সিরিজ সব কিছুই লেটেস্ট পাবেন এখানে। তবে এখানে একসেস পেতে হলে আগে রেজিস্ট্রি করতে হয় তাই এই সার্ভারটি অনেক নিচে রয়েছে আজকের লিস্টে।

    45. ShebaIT

    ShebaIT

    লেটেস্ট কিছুই নাই!

    46. PandaClub

    PandaClub FTP

    এখানেও লেটেস্ট কিছুই পাই নি।

    47. SparkNetBD (10-in-one FTP Server Bangladesh)

    SparkNetBD (10-in-one FTP Server Bangladesh)

    প্রায় ১০টি FTP নিয়ে একটি সাইট! দেখুন কতগুলো আপনার ওখানে সার্পোট করে।

    48. EvoNetBD

    EvoNetBD
    মনে হয় করোনা হবার পর এই সাইট আর আপডেট হয় নি।

     

    49. Plex FTP

    Plex FTP Server BD

    Old ইজ গোল্ড টাইপের মুভি সার্ভার এটি। পুরোনো অনেক কিছুই রয়েছে এখানে।

    50. SkyNetAudio

    SkyNetAudio BD

    এটি একটি মিউজিক ভিক্তিক BDIX সার্ভার। যদিও এটা আপনাকে Spotify কিংবা সাউন্ডক্লাউডের মতো সার্ভিস দিতে পারবে না তবে দেশীয় সাউন্ড সার্ভার আছে দেখেই ভালো লাগলো।

    51. Discovery FTP

    আমার বাসায় এই সার্ভারটি কিছুদিন আগে যোগ হয়! সার্কেলের মতোই লেটেস্ট সব কিছুই পাচ্ছি এতে। মুভি , গেমস, নাটক, সিরিজ, সফটওয়্যার সহ সব কিছুই আছে এতে। তিনটি সার্ভার নিয়ে Discovery FTP চলছে। ফেসবুকে এদের আলাদা কনটেন্ট রিকোয়েস্ট গ্রুপ রয়েছে, রিকোয়েস্ট দিলে সাইটে পেয়ে যাবেন সমস্যা নেই।

    Server 1: http://movies.discoveryftp.net/

    Server 2: http://bdiptv.net/

    Server 3: http://cdn1.discoveryftp.net/

    Server 4: http://cdn2.discoveryftp.net/

    Server 5: http://cdn3.discoveryftp.net/

    52. WOW MOVIE ZONE FTP SERVER

    Server 1: http://172.27.27.84/

    Server 2: http://172.27.27.83/

    53. BUSINESS NETWORK(B.NET) FTP SERVER

    Server 1: http://103.58.73.9/

    Server 2: http://server4.ftpbd.net/

    Server 3: http://server1.ftpbd.net/

    Server 4: http://media.ftpbd.net/

    Server 5: http://ftpbd.net/

    54. Link3 FTP

    Server 1: http://www.cinehub24.com/

    55. MOVIEHAAT FTP SERVER

    Server 1: http://moviehaat.net/

    56. PolyFlix and AMRBD FTP Server

    Server 1: http://fs2.amrbd.com/

    Server 2: http://pollyflix.com/

    Server 3: http://fs.amrbd.com/

    Server 4: http://12.1.1.3/flix

    Server 5: http://12.1.1.2

    57. SMALLSCREEN FTP SERVER

    Server 1: http://103.3.226.208/

    58. FREEDOWNLOADBD FTP SERVER

    Server 1: http://www.freedownloadbd.com/

    59. MAZEDA NETWORK FTP SERVER

    আরেকটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত BDIX সার্ভার হচ্ছে এই Mazeda Media Zone । গেমস, সফটওয়্যার থেকে শুরু করে মুভিস, টিভি সিরিজ, নাটক ইবুক সবই এখানে পাওয়া যাবে তবে বাংলা কনটেন্ট এর বিষয়ে এখানে কিছু পাবেন না। এমনকি কলকাতার বাংলা কনটেন্টও পাবেন না।

    Server 1: http://172.22.22.100/

    Server 2: http://172.22.22.101/

    Server 3: https://www.mazedanetworks.net/

    60. NAGORDOLA FTP SERVER

    Server 1: http://www.nagordola.com.bd/ 

    61.  INFOLINK FTP SERVER

    Server 1: https://infolinkbd.com/

    62. ASIAN NET FTP SERVER

    Server 1: http://asianftp.com/

    63. NETATHOMEBD FTP SERVER

    Server 1: https://www.netathomebd.com/

    64. DOT INTERNET FTP SERVER

    Server 1: http://fs1.dflix.live/

    Server 2: http://dflix.live/

    Server 3: http://www.dotinternetbd.com/

    65. LINK71 FTP SERVER

    Server 1: http://103.102.27.170/

    66. SEBAIT FTP SERVER

    Server: http://103.195.1.50/

    67. BITFLIXBD FTP SERVER

    Server 1: http://bitflixbd.com/

    68. SWIFTNET FTP SERVER

    Server 1: http://www.swiftnetbd.com/

    69. AFTAB NAGAR ONLINE SERVICE FTP SERVER

    Server 1: https://www.anosbd.com/ftp/

    70. VE BROADBAND NETWORK FTP SERVER

    Server 1: http://videoelephantbd.com/

    71. U-TURNBD FTP SERVER

    Server 1: http://uturnbd.live/

    Server 2: http://172.16.16.5/

    Server 3: http://172.16.16.3/

    Server 4: http://172.16.16.6/

    72. RAINBOW NETWORK FTP SERVER

    Server 1: http://cinemacity.live/

    73. DESHONLINEBD FTP SERVER

    Server 1: http://deshonlinebd.com/

    74. ASIAN NETWORK FTP SERVER

    Server 1:  https://asiannetworkbd.net/server.html

    75. FASTWAY FTP SERVER

    Server 1: http://ftp.com.bd/

    76. YELLOW NET FTP SERVER

    Server 1: https://www.yellownetbd.com/ftp/

    77. FURIOUS INTERNET FTP SERVER

    আমাদের দেশের অন্যতম টপ লিস্টের BDIX সার্ভার হচ্ছে FuriousNet । কনটেন্ট এর দিকে খেয়ার করলে মুভি, টিভি সিরিজ, নাটক, সফটওয়্যার , গেমস, ইবুক সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও Furiousnet এর ফেসবুক পেজে কিংবা FTP রিকোয়েস্ট এর আলাদা গ্রুপে আপনি রিকোয়েস্ট করলে বেশ দ্রুতই আপলোড করা হয়ে থাকে। তবে এখানে বাংলাদেশী কপিরাইটেড কোনো কনটেন্ট আপনি পাবেন না।

    Server 1: http://media.furiousnet.net/

    78. TETRASOFT FTP SERVER

    Server 1: http://tetraplex.net.bd/

    79. SKNETCITY FTP SERVER

    Server 1:  https://www.sknetcity.com/

    80. LEADTECHNOLOGY FTP SERVER

    Server 1: http://leadtechnologybd.com/ftpservers

    81. SBNETWORK FTP SERVER

    Server 1: http://sbnetworkbd.com/

    82. POWERNET FTP SERVER

    Server 1:  https://www.powernetbd.com/

    83. EASYIT FTP SERVER

    Server 1: https://easyitbd.com/

    84. FLASHNET FTP SERVER

    Server 1: http://flashnetbd.com/

    85. FOCUSONLINE FTP SERVER

    Server 1:  http://www.focusonlinectg.com/

    86. WINNERIT FTP SERVER

    Server 1: http://www.winneritbd.com/

    87. ALIFANET FTP SERVER

    Server 1: https://alifanet.com/

    88. SERVERBD247 FTP SERVER

    Server 1: http://serverbd247.com/

    89. MSM ONLINE FTP SERVER

    Server 1: https://msmonlinebd.com/

    90. BTEK INTERNET FTP SERVER

    Server 1:  https://btekbd.com/

    91. NETCOM INTERNET FTP SERVER

    Server 1: https://netcomisp.net/

    92. IM ONLINE FTP SERVER

    Server 1: http://imonlineisp.net/

    93. ARAF NET FTP SERVER

    Server 1: http://www.arafnetbd.com/ 

    94. SKYBIZ FTP SERVER

    Server 1: https://www.skybizbd.net/

    95. APPLENET BROADBAND FTP SERVER

    Server 1: https://www.applenetbd.com/

    96. SUPERNET FTP SERVER

    Server 1:  https://supernetbd.com/

    Server 2: http://supernetsenbag.com/

    97. MTBSL FTP SERVER

    Server 1: http://bdix.mtbsl.com/server.php

    98. NETCODE FTP SERVER

    Server 1: http://103.85.160.7/

    Server 2: http://netcode.live/netcodemedia

    99. 3NET FTP SERVER

    Server 1: http://3netbd.com/

    100. EBOX File Server

    Server 1: http://103.49.168.107/

    101. CTGOZ

    Server 1: https://ctgoz.com/

    102. Karsan

    Server 1: http://103.219.232.190/

    103. AkkaDukka

    Server 1: http://akkadukka.com/

    104. Tokis

    Server 1: http://tokis.xyz/

    105. BD Flix

    Server 1: https://bdflixlive.com/

    106. ReD

    Server 1: http://lalbatte.net/

    107. KMNBD

    Server 1: https://kmnbd.net/

    108. MovieBazar

    Server 1: http://mymoviebazar.net/

    109. ABC Movies

    Server 1: http://103.103.239.66/

    110. TimePassBD

    দেশের আরেকটি জনপ্রিয় BDIX সার্ভার হচ্ছে TimepassBD । এখানে আসলেই আপনার টাইম টা ভালো মতোই পাস করতে পারবেন। ডাউনলোড করা ছাড়াও ব্রাউজারে লেটেস্ট ফ্ল্যাশ প্লেয়ার থাকলে ব্রাউজার থেকেই সাইটের সকল কনটেন্ট উপভোগ করতে পারবেন। Timepassbd Movie server এ মুভি ছাড়াও টিভি সিরিজ, গেমস, সফটওয়্যার সব কিছুই আপনি পেয়ে যাবেন।

    Server 1: http://www.timepassbd.live/

    111. CtgMovies

    চট্টগ্রামের বেশ জনপ্রিয় ও বহুল ব্যবহৃত BDIX সার্ভার হচ্ছে CTGMovies । নামের সাথে মুভি কথাটি থাকলেও সার্ভারে আপনি বলিউড, হলিউড, টলিউড, যত উড আছে সকল মুভির সাথে সাথে টিভি সিরিজ, ভিডিও গেমস, অ্যাপস, IMBD টপ মুভিস, মুভি সিরিজ, টিউটোরিয়াল সবই পাবেন। এমনকি Anime , লাইভ টিভি ইত্যাদিও ব্যবস্থা রয়েছে এখানে।

    Server 1: http://ctgmovies.com/

    112. MathaNosto

    Server 1: http://mathanosto.top/

    113. Sunplex

    Server 1: https://sunplex.net/

    114. CinemaCity

    Server 1: http://cinemacity.live/

    115. FNF Online

    Server 1: http://103.82.8.194/

    116. ServerBD247

    Server 1: http://serverbd247.com/

    117. Citech Movies

    Server 1: http://203.83.177.225/

    118. MovieServer

    Server 1: http://www.movieserver.net/

    119. ExploreONline

    Server 1: http://103.222.20.150/

    120. MoviePoka

    Server 1: http://103.214.200.94/

    121. HiTechISP

    Server 1: http://bdix.hitechisp.com/

    122. Tnet

    Server 1: Khttp://www.tnetftp.com/web/index.html#!/home

    123. Greeting Online

    Server 1: http://103.133.175.242/80/

    124. MYBDIX

    Server 1: http://mybdix.com/

    125. MahirDotNEt

    Server 1: https://mahirbd.com/media.php

    126. RelaxTime

    Server 1: http://103.29.127.14/

    127. Candy BD

    Server 1: http://www.candybd.net/

    128. InternetZoneBD

    Server 1: https://internetzonebd.com/

    129. Tlink

    Server 1: https://mytlinkbd.net/

    130. MyCyberNest

    Server 1: http://www.mycybernest.com/

    131. MyBeeFlix

    Server 1: http://www.beeflix.biz/

    132. MediaLink24

    Server 1: http://medialink24.net/

    133. TimeNai

    Server 1: http://timenai.com/

    134. SmartNet

    Server 1: http://movie.smartnetltd.com/

    135. MCPlexBD

    Server 1: http://mcplexbangla.com/

    136. WebRangers

    Server 1: https://webrangers.net/downloads/

    137. TalTola FTP

    Server 1: http://146.196.48.10/

    138. Smitri Cables

    Server 1: https://www.smiritycable.com/

    139. Sarder Communications

    Server 1: https://sardernet.com/

    140. BD IP TV

    Server 1: http://bdiptv.stream 

    141. Bhuiyan Telecom

    Server 1: http://www.bhuiyan-online.com/media

    142. MirpurNetBD

    • 1228 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 10, 2021 in Health.

    সবথেকে স্বাস্থ্যকর হলো জল। মুখ না ধুয়ে অন্তত এক লিটার জল, যদি সম্ভব হয় তাহলে একটু উষ্ণ হলে খুবই ভালো, তা না হলেও চলবে, কিন্তু খেতে হবে খুব আস্তে আস্তে। এই কাজটা যত সম্ভব ভোর বেলা মানে ভোর ৩:৩০ টার পর যে কোনো সময় করতে পারলে ভালো। সারাদিনে মানে, ভোরবেলা থেকে রাত ৮:৩০ পর্য্যন্ত প্রায় ৪ লিটার জল শরীরে গেলে ভালো।

    এরপর লেবুর রস খেয়ে নিতে পারেন। চারটি লেবুর রস সামান্য জলে টিপে নিন। ভুল করেও আগে লেবুর রস গ্লাসে নেবেন না। লেবুর রস যেন সোজা জলে গিয়ে পড়ে তা নিশ্চিত করতে হবে, তা না হলে এ্যসিডিটি হবে। এরপর অন্তত এক ঘন্টা কিছুই না খাওয়া খুবই ভালো।

    যাদের পেট পরিষ্কার হয় না তারা রাতে ভিজিয়ে রাখা তেঁতুলের জল খেতে পারেন।তবে এতে আপনার সারাদিনই একটু গ্যেসের সমস্যা হতে পারে কয়েক দিন।

    এরপর আপনি শশা খেতে পারেন।খালি পেটে শশা অমৃত।(তবে নুন মাখালে নয়)। সঙ্গে যে কোনো রকমের ফল খেতে পারেন। পেয়ারা খেতে পারেন। পেয়ারা গুনে ফলের রাজা হওয়া উচিত। সঙ্গে স্প্রাউটস খেতে পারেন। সবুজ মুগ ডালের স্প্রাউটস। গত রাতে ভিজিয়ে রাখা কালো ছোলা, কাঠ বাদাম(৮) কিশমিশ(১২) কাজু(৪) আখরোট (২)। ড্রাইফ্রুট যত ভিজিয়ে খাবেন, অন্তত কয়েক ঘন্টা ভিজিয়ে খাবেন, তত লাভ হবে।

    যদি আপনি মহিলা, এবং বিশেষ করে ৩৫ বৎসর বয়স পেরিয়ে যাচ্ছেন তাহলে আপনি, সাদা তিল + তিসি + পোস্ত, সমান পরিমানে(১ চামচ) মিশিয়ে, পেস্ট করে খেতে পারেন। এতে যাদের গায়ে জোর পান না, হাঁটুতে, হাঁড়ে ব্যথ্যা ইত্যাদি আছে তারা প্রচন্ড ভাবে উপকৃত হবেন। এটা পুরুষরাও অবশ্যই খেতে পারেন। এর কোনো স্বাদ হয় না। মহিলারা এটি দিনে দু বার এক এক চামচ করে খেতে পারেন। একবারে পেস্ট করে কয়েক দিনের জন্য করে রেখে দিতে পারেন।

    সকালের খাওয়ায় যত ফল থাকবে, তত ভালো। ফল বা ফলের রস (পুরো ফল হলেই ভালো) সকালে খেলে বেশী উপকৃত হবেন। সূর্য্যাস্তের পর ফল না খেলেই ভালো। যাদের কিডনির সমস্যা আছে বা স্টোনের সমস্যা আছে তাদের বাদ দিয়ে, কাঁচা টমেটো (দেশী) খেলে লাঙ্গস পরিষ্কার হবে।

    যাদের বার বার স্টোনের ধাঁচ আছে, তারা কুল্থি কলাই ডালের জল সকালে খেতে পারেন। এতে স্টোন তৈরী হওয়ার প্রবণতা কমে আসবে।

    যদি আপনি ডায়বেটিক তাহলেও আপনি গাজর বা কলা খেতে পারেন। গাজর রান্না করার আগে পর্য্যন্ত মানে কাঁচা গাজর বা তার রস, আপনার সুগার বাড়াবে না। তেমনি পাকা কলা, যা প্রায় কালো হয়ে এসেছে, যাকে চলিত ভাষায় বলা হয় মজে যাওয়া কলা, এমন কলাকে মুখে রেখে রেখে খেলে সুগারে লাভ হবে।

    যদি করলার রস ও আমলকির রস মিশিয়ে সকালে খান তাহলেও উপকৃত হবেন।

    যদি রাতে এক গ্লাস জলে ভিজিয়ে রাখা ঢেঁড়স (ভিন্ডি) চটকে চাবিয়ে খেয়ে তার জলও খেয়ে নেন, তাহলেও সুগারে লাভ হবে। এতে শরীরে বীর্য্য যথেষ্ট পরিমানে তৈরী হবে।

    এগুলির সাথে আপনি নিজের স্বাভাবিক রুটি তরকারী খেতেই পারেন। তবে নুনের পরিমাণটা যতটা কম রাখতে পারেন, তত বেশী ভাল।

    দুপুরে আপনি যা খান তার সাথে, খাওয়ার শেষে একটু ঘোল, লস্সি ইত্যাদি অবশ্যই খেয়ে নিন। এতে আপনি খুবই উপকৃত হবেন।

    ডাল ও পনীরের তরকারি একই বেলায় এক সময়ে খাবেন না। বিশেষ করে যদি আপনার রক্তের গ্রুপ B+ হয়ে থাকে। এতে আপনার মেদ বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

    কাঁচা পেয়াজ খাওয়া খুবই ভালো। কাঁচা রসুন খাওয়া অত্যন্ত লাভদায়ক। কিন্তু কিছুতেই দুটিকে এক সঙ্গে কাঁচা খাবেন না। এতে বিষকৃয়া হবে।

    বিকেলের দিকে ফল খেয়ে নিতে পারেন কিন্তু সূর্যাস্তের আগে। ফলের রসও খেয়ে নিতে পারেন তবে সকালের পরিমানে কম খাবেন। পাকা পেঁপে বা আম ( যেই ফল হলুদ) ইত্যাদি ভালো। দুপুরের পর শশা খাবেন না। এতে উপকারের অনুপাতে অপকার অনেক বেশী হবে।

    ব্যক্তি বিশেষের জন্য এটি আলাদা আলাদা হয়। তবে যা প্রায়ত সকলেই করতে পারেন তার উল্লেখ করলাম।

    যারা আগেই কোনো ডাক্তারের চিকিত্সায় আছেন, তারা তার পরামর্শ ছাড়া নিজের খাওয়া দাওয়ার পরিবর্তন করবেন না।

    সু-সাস্থ্যের চাবি কাঠি হলো ৭০% ই খাওয়া দাওয়া ও ৩০% ব্যায়াম।

    • 865 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 9, 2021 in Mobile.

    বুদ্ধি খাটালে সবই হয় রে ভাই!

    তবে এর জন্য কয়েকটি স্মার্ট ফোন ধার নিতে হবে। প্রতিটি ফোনে আলাদা আলাদা কোম্পানির সিম থাকবে, ডেটা কানেকশান সমেত। এবার প্রতিটি ফোনে এই এ্যাপটি ইনস্টল করে রাখতে হবে

    লক্ষ্য করলে দেখবেন, এটি সেলুলার, ওয়াইফাই, এলটিই (ফোর জি) সব নেটওয়ার্কই মাপতে পারে। এই এ্যাপটি প্লে স্টোরেই পেয়ে যাবেন। এবার সব কটি ফোনে একই সাথে যদি সব কটি নেটওয়ার্ক মাপা যায়, তাহলে কোন নেটওয়ার্ক সব থেকে ভালো, তা সহজেই জেনে নেওয়া যায়।

    বুদ্ধিটা কেমন?

    • 904 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 28, 2021 in Mobile.

    লেখালেখির জন্য আমার সাজেশন হচ্ছে গুগল কিপ।

    অসাধারণ সব ফিচার সম্বলিত গুগলের এ নোট অ্যাপটি আশা করি আপনার লেখালেখিতে নতুন মাত্রা দেবে।

    • অ্যাপে আপনি ছবিসহ টাইপ করে লিখতে পারবেন, ভয়েস রেকর্ড করে রাখতে পারবেন কিংবা চাইলে একে সংরক্ষণ করতে পারবেন।
    • আপনি চাইলে পিসিতে গুগল কিপ এর ওয়েব ভার্সন ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে https://keep.google.com/ এ প্রবেশ করতে হবে।
    • রিমাইন্ডার সেট করতে পারবেন। এতে আপনার গুরুত্বপূর্ণ কোনো ইভেন্ট বা রুটিন আর মিস হবে না।

    এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে অ্যাপটিতে।

    প্রশ্নের অনুরোধের জন্য অসংখ্য ধন্যবাদ।

    ছবিসূত্রঃ ইন্টারনেট

    • 943 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 25, 2021 in Mobile.

    বর্তমানে এন্ড্রইড ফোন অনেক গুরুত্বপূর্ণ একটি টুল। আমাদের ছোট খাটো অনেক কাজ এই টুল দিয়ে করা যায়। এন্ড্রইডের জন্য তৈরি হওয়া বিভিন্ন আপ্স করতে পারে আপনার লেখাপড়া কে অনেক গতিশীল। তাহলে যেনে নেয়া যাক সেগুলো কি কি

    ১ Google Keep Or Microsoft Onenote

    ছাত্রদের অনেক সময় কোনো বিষয় , নাম , নাম্বার , কিওয়াড ইত্যাদি নোট করার জন্য দরকার পরে একটি নোট করা আপ্স এর তাই ক্ষেত্রে ব্যাবহার করা যেতে পারে উক্ত আপ্স। এর মাধ্যমে খুব সহজে যেকোন কিছু নোট করা সম্ভব। এবং আপ্স গুলি ক্লাউড নির্ভর এবং ক্রস প্লাটফোর্ম।

    ২ Bangla Dictionary

    ইংরেজি পড়ার সময় বিভিন্ন নতুন ওয়ার্ড আমাদের সামনে পরে তাই এর জন্য বাংলা ডিকশনারি অনেক গুরুত্ব বহন করে। Bangla dictionary আমার দেখা অনেক সমৃদ্ধ ডিকশনারি গুলোর মধ্যে অন্যতম।

    ৩ Google reader Or Adobe Acrobat Reader

    পিডিএফ ফাইল চেনে না এমন মানুষ বর্তমানে বিরল। এন্ড্রইডে পিডি এফ পড়ার মত শান্তি আর নেই। ইস্কুল , কলেজ , অফিস ও আদালত সবখানে পিডিএফ বই ব্যবহার এখন সবখানে প্রচলিত। আর এই পিডি এফ জন্য ভালো দুইটি হল গুগল রিডার এবং এডবি রিডার। গুগল রিডার অনেক ছোট এবং অনেক কম জায়গা নেয় যাদের ফোন এর স্টোরেজ বা র‍্যাম ভালো না তারা এটি ব্যাবহার করতে পারেন। আর ফোন ভালো হলে এডব।

    ৪ Khan Academy Or 10 minute School

    বর্তমানে অনলাইন লেখাপড়া , লেখাপড়াকে করেছে অনেক সহজ এবং গতিশীল তাই মহামারির সময় যখন বাহির সমাজ নিরাপদ নয় সে ক্ষেত্রে এই দুই একাডেমি হতে পারে আপনার নিজস্ব স্কুল বা কলেজ।

    ৫ Calculator

    কেন না ভাই ? এটাও ত বিরাট কাজের একটি জিনিস। যারা অংক করেন তাদের হাতিয়ার এটি। সাইন্টিফিক ক্যালকুলেটর যেমন গুগল ক্যালকুলেটর এর সব থেকে ভালো ব্যাপার এটি এড ফ্রি এবং গুগলের নিজস্ব। যদিও ঠিক যে সব ফোন এ বিল্ট ইন ক্যালকুলেটর থাকে।

    ৬ Microsoft Photo Math Or Photomath

    অংকের ছবি তুলে সমাধান পেলে এর থেকে ভালো সুবিধা আর কি হতে পারে তাই এর জন্য উক্ত দুইটি ভালো আপ্স এর রিকম্যান্ড দিব।

    ৭ Google Slides

    লেখাপড়ায় অনেক সময় কলেজে স্কুলে অনেক প্রেজেন্টেসন জমা দিতে হয় তাই পাওয়ার পয়েন্ট হতে পারে আপনার কাজের একটি জিনিস। ফ্রি একটি পাওয়ার পয়েন্ট এর নাম দেওয়া হল গুগল স্লাইড। তাছাড়া অধিক ফিচার এর জন্য মাইক্রসফট পাওয়ার পয়েন্ট ত আছেই।

    • 874 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 21, 2021 in Mobile.

    অবশ্যই, শাওমি ফোনে এরকম প্রসেস আছে কিন্তু সব মোবাইল এ আছে কিনা তা জানি না । আপনি যদি শাওমি ব্যাবহারকারী হোন তাইলে এই পদ্ধতি অনুসরণ করুন । অন্য ফোন ব্যবহার করেন তাইলে একটু খুঁজে দেখুন, ফাংশন মোটামুটি একই হওয়ার কথা ,আছে কি না এইটা নিশ্চিত না , আপনারা সেটিংস অপশনটা ও দেখবেন। শুরু করি ,

    প্রথমে মোবাইল এর সিকিউরিটি অপশনে যান ,তারপর ব্যাটারি অপশনে ক্লিক করুন ,

    উপরের অংশে ক্লিক করুন, তারপর এইরকম আসবে ,,

    মোবাইল ডাটা লেখা সেইখানে ক্লিক করুন , তারপর উপরের ছবিটার মতো আসবে ,5 মিনিট ,10 মিনিট অথবা 30 মিনিট পর অটোমেটিক ডাটা অফ হয় যাবে ।

    বোনাস টিপস : ক্লিয়ার cache লেখা ঐটা হলো ডিভাইস অফ করার সাথে সাথে সব অ্যাপ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কষ্ট করে আর অ্যাপ সরাতে হবে না । এইটাও ব্যবহার করে দেখতে পারেন। 5 মিনিট সময় সেট করে দিবেন , তাহলে অনাখাঙ্খিত ভাবে যদি মোবাইল বন্ধ হই তাহলে আপনার অ্যাপ গুলু বন্ধ হবে না ।

    আরেকটি কথা আমার মোবাইল এ miui 12 আসে , তবে এইটা miui 10 অথবা miui 11 এ ছিলো ।

    ভালো থাকবেন,

    ধন্যবাদ

    • 904 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 19, 2021 in Logo Design.

    Choosing an online graphic design marketplace to design your brand can be hard. Maybe you’re a start-up company and you have no idea where to start when it comes to the design side of your business. You know you need to get a logo designed. A logo is an effective marketing tool that helps to drive potential customers to your website. A logo is your business face that people see when searching the physical and virtual markets for products or services. Remember a good logo can change your business face rapidly. That’s why to create your business logo, you require a perfect logo making website or professional. In this article, We have listed the cheapest logo design websites where you can get a custom logo design from professional, experienced logo designer:

    5dollargraphics

    5dollargraphics is the world’s Cheapest Graphic Design Marketplace for Custom & Readymade graphic design. Corporate Identity, Logo, Print, and Graphic design services just under 5$!

    Fiverr

    Fiverr is an online marketplace for freelance services. Fiverr connects businesses with freelancers offering digital services in 250+ categories. Here pricing starts from 5$!

    LogoMyface

    LogoMyface is an online custom & readymade graphic design marketplace which allows potential employers to post design contests or projects that designers can then bid/compete to complete. LogoMyface provides logo, website, print and graphic design services by the talented pre-qualified graphic designers and design studios around the world. You can get a custom logo design starting at $69.

    PeoplePerHour

    PeoplePerHour is a UK-based company whose function is as an online platform giving businesses access to freelance workers.

    • 391 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 18, 2021 in Entertainment.
    আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে আমরা এতোটা ব্যস্ত হয়ে যাই যে জীবনের ছোট ছোট আনন্দ উপলব্ধি করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পরে। মাঝে মাঝে প্রয়োজন পরে নিজের পরিবার এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর।
    আমাদের দেশে ঘুরার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু অল্প সময় এবং অন্যান্য কারণে সবার পক্ষে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া সম্ভব হয়না।
    রাজধানী ঢাকার চারপাশে গত কয়েক বছরে বেশকিছু নতুন বিনোদনকেন্দ্র গড়ে উঠেছে। এছাড়া ঢাকাবাসীর বিনোদনের চাহিদা মেটাতে বেসরকারি উদ্যোগে গড়ে উঠা এসব বিনোদনকেন্দ্রে ছুটির দিন ছাড়াও সাধারণ দিনগুলোতে ভ্রমণপিপাসুদের সরব উপস্থিতি চোখে পড়ছে।

    সাগুফতা:

    ‘নিরিবিলি, গাছগাছালি আর একটু বসার জায়গা আছে, তাতেই কত মানুষ বেড়াতে আসছে। ঢাকায় পরিবার নিয়ে বেড়াতে যাওয়া যায় এমন জায়গা তো খুব বেশি নেই। কালশী থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সংস্কার হওয়া নতুন রাস্তার পাশে কিছুটা ফাঁকা জায়গা এবং ঝিল থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন। মূলত নতুন রাস্তায় পল্লবী ডি ব্লকের এক নম্বর সড়কের সামনে অবস্থিত মিরপুর আর্মি ক্যাম্প ক্যানটিন থেকে মিরপুর ডিওএইচএসের প্রবেশমুখ পর্যন্তই লোকজনের আনাগোনা বেশি। এ জায়গাটি অনেকের কাছে ‘সাগুফতা’ নামেও পরিচিত। সবুজের সমারোহ, ফাঁকা প্রান্তর, কাশফুলের টানে গরমে অতিষ্ঠ লোকজন চলে আসছেন সাগুফতায়।
    কালশী সড়ক ধরে মিরপুর ডিওএইচএসের দিকে কিছুটা এগিয়ে এলে ফাঁকা জায়গায় বসেছে নাগরদোলা। ক্যাঁচক্যাঁচ আওয়াজ তোলা নাগরদোলায় চড়তেও সারি দিয়ে অপেক্ষা করতে হচ্ছে। পাশেই ঘোড়ার পিঠে করে দুই চক্কর ঘোরারও ব্যবস্থা আছে। বেলুন, খেলনার দোকান মিলিয়ে পুরো জায়গায় এসেছে গ্রামীণ মেলার আমেজ।
    ঘোরাঘুরি শেষে দেশি-বিদেশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে সাগুফতা এলাকায়। ডিওএইচএসের প্রবেশমুখে গড়ে উঠেছে একাধিক দোকান। পাশেই আছে কফির দোকান। প্রচণ্ড গরমে ক্লান্ত শরীর শীতল করতে দুই চুমুক দিতে পারেন কোল্ড কফি কিংবা মিল্কশেক।মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে নেমে কিংবা কালশী নতুন রাস্তার মোড়ে নেমে রিকশায় যেতে পারবেন সাগুফতায়।
    উত্তরার দিয়াবাড়ী:
    যানজট, ভাঙা রাস্তা আর জলাবদ্ধতায় বিরক্ত রাজধানীবাসীর অনেকেই এখন আসছেন উত্তরার দিয়াবাড়ীতে। শরতের বার্তা নিয়ে আসা কাশফুলের ছোঁয়ায় প্রশান্ত হবে প্রাণ। লেকের শীতল বাতাস ও সবুজের সমারোহে মুক্তি মিলবে শহুরে কোলাহল থেকে। সবুজ প্রান্তর। লেক পাড়। ফুরফুরে ঠান্ডা বাতাস। চারপাশে কাশবন। রাজধানীর ভেতরে এ যেন এক ভিন্ন জগৎ। উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে আসছেন নানাবয়সী লোকজন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা তৃতীয় পর্যায়ের সম্প্রসারিত প্রকল্পের অংশ এই দিয়াবাড়ী। বটতলা থেকে কিছুটা সামনে নির্মাণকাজ চলছে ৩ নম্বর সেতুর। সেতুর দুপাশে লেকের পাড়ে গড়ে উঠেছে বোট হাউস। বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে বানানো হয়েছে বসার জায়গা। সারি দিয়ে বাঁধা প্যাডেল বোট (পায়েচালিত নৌকা)। ঘণ্টা ভিত্তিতে ভাড়া করে ঘুরতে পারবেন।
    তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, মীরপুর
    নতুন নতুন চমকপ্রদ রাইডস ও মজার সব খেলনা উপভোগের জন্য আপনার আনন্দকে আরও প্রানবন্ত করতে পার্ক সাজানো হয়েছে নতুন রূপে । তাই সপরিবারে বন্ধুদের সাথে ঘুরে আসুন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক মিরপুর-১, ঢাকা।

    বুড়িগঙ্গা ইকোপার্ক:

    বইছে মৃদুমন্দ হাওয়া। শানবাঁধানো নদীর ঘাটে নৌকা বাঁধা। বৈকালিক হাঁটায় বেরিয়েছেন কেউ কেউ। কেউ নৌকায় করে ঘুরছেন। বেঞ্চে বসে গল্পে মশগুল অনেকে। জায়গাটা গাছগাছালিতে ঢাকা। গাছের সারির ফাঁকে ফাঁকে পাকা রাস্তা। এটি একটি পার্ক, নাম বুড়িগঙ্গা ইকোপার্ক।
    শহরের কোলাহল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে পার্কটি। সবুজ বৃক্ষরাজি আর বুড়িগঙ্গা নদী মিলে পার্কটিকে করে তুলেছে নয়নাভিরাম।
    লালবাগ কেল্লা :
    লালবাগের কেল্লা বাংলাদেশের রাজধানী শহর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন দুর্গ। মোঘল আমলে স্থাপিত এই দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। এটি পুরনো ঢাকার লালবাগে অবস্থিত, আর সে কারণেই এর নাম হয়েছে লালবাগের কেল্লা। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।পুরান ঢাকার ভিড় ঠেলে কেল্লার সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে পরী বিবির মাজার। এখানে আছে দরবার হল, নবাবের হাম্মামখানা (গোসলের জায়গা)। আছে শাহি মসজিদ। রয়েছে একটি জাদুঘরও। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। টিকিটের মূল্য ২০ টাকা। পাঁচ বছরের নিচের শিশুদের টিকিট লাগবে না ।
    আহসান মঞ্জিল :
    পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে ফুরফুর বাতাস গায়ে মেখে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য জনপ্রতি পাঁচ টাকা। ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে দুই টাকা আর প্রতিবন্ধীদের জন্য জাদুঘর উন্মুক্ত।
    হাতিরঝিল
    ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের যখন ত্রাহি অবস্থা ঠিক এমনি সময় রাজধানীর হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউই ঘুরে আসতে পারেন হাতিরঝিলে।
    ফ্যান্টাসি কিংডম :
    বর্তমান সময়ের ঢাকাবাসীদের কাছে বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম। এই থিম পার্কে ঈদের দিন থাকছে কনসার্ট, নাচ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। তা ছাড়া বাম্পার বোট, বাম্পার কার, ইজিডিজি, জুজু ট্রেন, রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, প্যাডল বোট। আর ওয়াটার ওয়ার্ল্ড তো থাকছেই।
    নন্দন পার্ক :
    সাভারের নবীনগরের নন্দন পার্কে নানা রকম রাইড আর ওয়াটার ওয়ার্ল্ডের পাশাপাশি আছে খুদে চিড়িয়াখানাও। ঈদ উপলক্ষে কনসার্টের ব্যবস্থা থাকছে এখানে। নন্দন পার্ক খোলা থাকবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে নয়টা। সব রাইডসহ প্রবেশমূল্য জনপ্রতি ৪৯০ টাকা। তবে ৯০ সেন্টিমিটার বা তার কম উচ্চতার কারও টিকিট লাগবে না।Z
    প্রতিদিন খোলা থাকে বেলা ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। যেকোনো সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে খোলা থাকে।
    ফোন: ৯৮৯০২৮৩, ০১৮১৯২২৩৫২৯
    যমুনা ফিউচার পার্ক :
    যমুনা ফিউচার পার্ক ঢাকা শহরের অভিজাত জায়গা কুড়িল, বারিধারা, প্রগতি সরণি ও গুলশান এর মত জায়গার কাছাকাছি। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর খুব নিকটে অবস্থিত। যমুনা ফিউচার পার্কে থাকছে নানারকম মজার রাইড, সিনেপ্লেক্স, ঈদ কনসার্ট ইত্যাদির আয়োজন।
    শিশুপার্ক :
    ঢাকার শাহবাগে অবস্থিত শিশুপার্ক এই ঈদে শিশুদের জন্য রাখছে টানা চার দিনব্যাপী ঈদ আয়োজন। সাধারণত বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকলেও ঈদের দিন শিশুপার্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেরি-গো-রাউন্ড, চাকা পায়ে চলা, টয় ট্রেন, উড়ন্তবিমান, উড়ন্ত নভোযানসহ রয়েছে বেশ কিছু রাইড। প্রবেশমূল্য জনপ্রতি আট টাকা। আর প্রতিটি রাইড উপভোগ করা যাবে ছয় টাকায়।
    সাপ্তাহিক বন্ধ: রোববার। বুধবার শুধু দুস্থ ও ছিন্নমূল শিশুদের জন্য খোলা। দুপুর দেড়টা থেকে বিকেল চারটা (অক্টোবর-মার্চ); দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা (এপ্রিল-সেপ্টেম্বর)। বুধবার ছাড়া সোম থেকে শনিবার খোলা দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা (অক্টোবর-মার্চ); বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত (এপ্রিল-সেপ্টেম্বর)। ফোন: ৮৬২৩৩০৪
    শিশুমেলা :
    ঢাকার শ্যামলী ওভারব্রিজের পাশে অবস্থিত এই শিশুমেলা খোলা থাকে বেলা ১১টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা।
    ঢাকা চিড়িয়াখানা, মিরপুর :
    শিশুদের প্রধান আকর্ষণের একটি ঢাকা চিড়িয়াখানা । বাঘ-সিংহের গর্জন, মায়াবী চিত্রা হরিণ, পেঁচিয়ে পড়ে থাকা সাপের আলসেমি, বানরের বাঁদরামি, রোদ পোহানো কুমির, ময়ূরের পেখম ছড়ানোর ফ্যাশন শোসহ আরও কত–কী দেখার আছে। শুধু ঘুরে ঘুরে জীবজন্তু দেখাতেই নয়, চাইলে চড়ে বসতে পারে কোনো কোনোটার ওপর। খোলা থাকবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। প্রবেশমূল্য জনপ্রতি ১০ টাকা। দুই বছর পর্যন্ত শিশুদের জন্য টিকিট লাগবে না। আর প্রাণী জাদুঘরের প্রবেশমূল্য জনপ্রতি দুই টাকা।
    বলধা গার্ডেন:

    ঢাকার ওয়ারীতে বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী। উনিশ শতকের শেষের দিকে এটি ছিল বলধার সেই জমিদারের বাগানবাড়ি। যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসতো গান বাজনার আসর। ধারণা করা হয় বলধা নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ হয়েছে।
    প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (মার্চ-নভেম্বর), সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা (ডিসেম্বর-ফেব্রুয়ারি)। প্রবেশ মূল্য: পাঁচ টাকা। অনূর্ধ্ব ১০ বছরের শিশুদের ক্ষেত্রে প্রবেশ মূল্য দুই টাকা। আর শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা।
    অনেকে সময় কাটানোর জন্য পরিবারের সদস্যদের সাথে এখানে আসে। আবার বিভিন্ন উদ্ভিদের উপর এসাইনমেন্ট করার জন্য কলেজের অনেক ছাত্র-ছাত্রী আসে । তবে অনেক প্রকৃতি প্রেমিক আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এবং ছেলে মেয়েদের বিভিন্ন গাছ সম্বন্ধে পরিচয় করিয়ে দেবার জন্য।
    এই গার্ডেনের আরেকটি বিশেষ দিক হল বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত কবিতা ক্যামেলিয়া লিখেছেন এই গার্ডেনে বসে।
    বলধা গার্ডেনের আগের জৌলুস আর নেই। অনেকটাই ম্লান হয়ে গেছে। বাগান সংরক্ষণের জন্য যতটুকু যত্নের প্রয়োজন তাও ঠিকমত নেওয়া হয় না। তারপরও বর্তমান ঢাকায় খানিকটা স্বস্তি, খানিকটা আনন্দের জন্য এখনও বলধা গার্ডেনই ভরসা।

    • 958 views
    • 1 answers
    • 0 votes