habib017's Profile

541
Points

Questions
35

Answers
19

  • Asked on September 29, 2021 in Website.

    Our 5-Step way to Become a Full Stack Developer

    1. GET to understand WHAT FULL STACK MEANS

    Before you dive into learning the skills, let’s get crystal clear on what a full stack developer truly is.

    Full-stack developers are developers who work with both the front and back end of an internet site or application. They’re familiar with HTML, CSS, JavaScript, and one or more rear languages. Hence the term “full-stack”—they’ve got all the online development skills to make sites and apps from start to complete

    1. DECIDE WHETHER FULL STACK WEB DEVELOPMENT IS BEST FOR YOU

    You may have heard whisperings that full-stack developers aren’t necessarily popular.

    FIND YOUR FRONT END AND BACK END WEB DEVELOPMENT SKILLS GAPS

    If you don’t have any web development skills, start by learning those that may land you a side developer job.

    1. Educate YOURSELF WITH THE Essential PROGRAMMING LANGUAGES AND WEB DEVELOPMENT SKILLS

    I have come across Board Infinity that is best suited to make learning happen in 90 days or less if you study 1 HOUR daily, meaning you may have a brand new full-stack developer job before you know it.

    Here is a handy list that might be helpful to you:

    1. Full Stack Development by Board Infinity
    2. Coursera’s Full-Stack Web Development with React Specialization
    3. Udacity’s Professional Full Stack Developer Nanodegree Certification
    4. BUILD UP an online DEVELOPMENT PORTFOLIO

    All web developers and engineers—front end, back end, full-stack, need an internet portfolio that showcases their work. Ideally, that portfolio is all your ideas showcased in one place. Regardless, confirm to update it before you begin applying together with your strongest projects. If you’re unaccustomed to studying front-end development and/or backside development, you’ll be able to add mock projects to your portfolio supporting the work you’re doing in your courses.

    1. ACE YOUR WEB DEVELOPER INTERVIEW

    Regardless of whether you’re trying to land clients as a contract full-stack developer or you’re attempting full-time for a full stack developer job, there are some best practices when it involves interviewing.

    • 277 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on September 28, 2021 in Website.

    By disabling mouse right-click, you prevent visitors from selecting and copying your content. By using the code below, you can disable mouse right-click in WordPress.

    First, use the following jQuery library:

    <script src=”jquery.min.js”></script>

    Then, add the following codes:

    <script type="text/javascript">
    $(document).ready(function () {
        //to disable the entire page
        $("body").on("contextmenu",function(e){
            return false;
        });
        
        //to disable a section
        $("#id").on("contextmenu",function(e){
            return false;
        });
    });
    </script>

    If you want to disable mouse right-click for a specific section of a web page, you have to use a selector like #id, .class, etc.

    Otherwise, to disable mouse right-click on an entire page, use body selector.

    How to Disable Copy and Paste?

    Disabling cut, copy and paste can also be done for a specific section or an entire web page. By using the following code, you can prevent visitors from copying your content:

    <script type="text/javascript">
    $(document).ready(function () {
        //to disable the entire page 
        $('body').bind('cut copy paste', function (e) {
            e.preventDefault();
        });
        
        //to disable a section
        $('#id').bind('cut copy paste', function (e) {
            e.preventDefault();
        });
    });
    </script>

    How to Disable Copying Hotkeys?

    As you probably know, there a lot of hotkeys in different operating systems that would simplify a process. For example, Ctrl+A to select all in a document, Ctrl+S to save a document, Ctrl+X to cut a selected text, Ctrl+C to copy an item or text, Ctrl+V to paste the copied item or text.

    To disable these hotkeys, use the following code:

    <script type="text/javascript">
    $(document).ready(function () {
        //to disable cut, copy and paste
        $('body').bind('cut copy paste', function (e) {
            e.preventDefault();
        });

    Best WordPress Plugins for Disabling Copy and Right-Click

    In another article, we explained how to prevent website images from being copied. However, we would briefly introduce the top plugins to disable copy and right-click function on WordPress.

    1. Content Protector Pro

    The most complete package to protect your website content is Content Protector Pro designed and developed by Better Studio. This plugin comes with a lot of features to protect the content of your website including images, texts, source code, etc.

    Keep in mind, this is a premium plugin. However, by purchasing the Publisher WordPress theme, you get access to this plugin for free. The publisher is available in four packages; the starter package starts at $44 and it goes up to $399.

    1. From WordPress Dashboard click on Publisher.
    2. Choose Plugins.
    3. Search for Content Protector Pack.
    4. Download and activate it.

    Then, hover over Better Studio and click on Content Protector.

    In the configuration tab, click on Text Protection and configure it. Below, we will explain each of them.

    1. This option indicates whether you would like to allow users to copy or not. It comes with three modes, Allow to everyone, Disable for everyone and Allow but append custom text at the end.
    2. This option enables or disables the right-click for users.
    3. The third option allows users to right-click or internal links or not.
    4. This option is self-explanatory, it sends a customized message to those who try to right-click on your website.
    5. The fifth option allows users to select texts or not.
    6. The sixth option allows users to copy or cut texts.
    7. Disables Windows hotkeys.
    8. Disables Mac hotkeys.

    Finally, make sure to click on save changes on the top right corner

    • 268 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on September 27, 2021 in Computer.

    OpenBangla Keyboard is an open source, Unicode compliant, Bangla input method for GNU/Linux systems. It’s a full-fledged Bangla input method with typing automation tools, includes many famous typing methods such as Avro Phonetic, Probhat, Munir Optima, National (Jatiya) etc.

    Most features of Avro Keyboard are present in OpenBangla Keyboard. So Avro Keyboard users will feel right at home in Linux with OpenBangla Keyboard.

    How to install?

    • 258 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 22, 2021 in Website.

    Wappalyzer chrome extension1 ব্যাবহার করে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ফ্রেমওয়ার্ক বা কি কি টেকনোলজি একটা সাইটে ব্যাবহার করা হয়েছে।

    আর ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে যদি কোন থিম বা প্লাগিন ব্যাবহার করা হয়েছে এই সব জানতে চান, তাহলে ব্যাবহার করতে পারেন এই সাইটটি https://whatwpthemeisthat.com2

    • 799 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 11, 2021 in Solution.

    আপনি ব্রাকেটে আগেই লিখে রেখেছেন যে এটি বিমান নয়। কিন্তু ভাই দুঃখের বিষয় হলেও সত্য যে ওগুলো বিমান 😊😊😊। আর প্রচুর ধোয়া ছড়ার কারন হচ্ছে বিমানের গরম ধোয়া।

    উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনি শীতকালে নিশ্চয়ই লক্ষ করেছেন, আমাদের মুখ থেকে ধোয়া বের হয়। এর কারন হচ্ছে আমরা যে স্বাস ছারি তা হচ্ছে গরম আর শীতকালে বাইরের আবহাওয়া থাকে ঠান্ডা। তো গরম বাতাস যখন বাইরে বের হয় তখন সেটা তারাতাড়ি ঠান্ডা হয়ে জলীয় বাস্পে রুপান্তরিত হয় এবং ধোয়ার মত দেখা যায়।

    এই একই ঘটনা বিমানের বেলায়ও ঘটে। বিমান যে উচ্চতায় চলে, সেখানের বাইরের আবহাওয়া থাকে অনেক ঠান্ডা, ( তাতে ওই দেশে যদি ওই সময়ে গরমকালও হয় তারপরও ওই উচ্চতায় আবহাওয়া অনেক ঠান্ডা থাকে প্রায় ১০ ডিগ্রি এর কম ) পক্ষান্তরে বিমানের exhaust থাকে অনেক গরম। তো এই গরম বাতাস যখন ঠান্ডা বাতাসে মিশে তখন ওই শীতকালের মত ঘটনা ঘটে।

    আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

    • 894 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 10, 2021 in Mobile.

    No. That would be nice, though, wouldn’t it? We do get 25% off an Apple Watch when we start there. But, no, at the retail stores we have to settle for 25% off most products, good pay, free shares of Apple stock (RSU’s), excellent health, vision, dental, life, and disability insurance, employee stock purchase plan, generous 401(k), paid vacation, concierge service for movie tickets, restaurants, shopping, and travel, and lots of free food on product launch days or just because the store leader is happy with our performance.

    • 315 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on October 5, 2020 in Science.

    হা হা হা। অসাধারণ আইডিয়া। আপনার চিন্তা শক্তির প্রশংসা করতে হয়।

    বারমুডা ট্রাই-অ্যাঙ্গেল যা শয়তানের ট্রাই-অ্যাঙ্গেল নামে পরিচিত হচ্ছে ফ্লোরিডা, বারমুডা ও পোর্ত রিকো নামক স্থান দ্বারা আবদ্ধ আটলান্টিক মহাসাগরের অংশবিশেষ।

    Bermuda triangle; image from Wikipedia

    আঠারো ও উনিশ শতকে অনেক জাহাজ এই অঞ্চলে এসে রহস্যজনক ভাবে হারিয়ে যায় । কোনো বিশ্বাসযোগ্য কারণ ছাড়া, কোনো বার্তা না দিয়েই এ জাহাজগুলো স্রেফ উধাও হয়ে যেত। এমনও হয়েছে যে উদ্ধারকারী জাহাজও উদ্ধার করতে গিয়ে হারিয়ে গেছে। বিংশ শতাব্দীতে বিমান আবিষ্কারের পর আরও আশ্চর্যজনক ঘটনা ঘটনা ঘটতে থাকে। আকাশ থেকে কোনো বেতার বার্তা না দিয়েই বিমান গায়েব হয়ে যেতে থাকে। এটাই বারমুডা ট্রাই-অ্যাঙ্গেলের সংক্ষিপ্ত পরিচিতি।

    এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। আপনি নিশ্চয়ই ইউটিইবের কোনো ভিডিও দেখে প্রশ্নটি করেছেন। এগুলোতে সবসময়ই বাড়িয়ে বাড়িয়ে বলে। বাস্তবতা হচ্ছে ঐ অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজ ও বিমানের খুব এবং খুবই কম একটা অংশ নিরুদ্দেশ হয়েছে। আর নিরুদ্দেশ হয়েছে মানে এই না যে পৃথিবী থেকে হারিয়ে গেছে। ভর হারিয়ে যেতে পারে না। এটা পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে (নিউক্লিয়ার বিক্রিয়ার কথা বিবেচনায় না আনলে) আটলান্টিক মহাসাগর কোনো ছোট- খাটো কোনো লেক নয়। ডুবে গিয়ে সমুদ্রের তলদেশে হারিয়ে গেলে তো খুজেঁ পাওয়া খুবই কঠিন। তাছাড়া তখন এত উন্নত প্রযুক্তি ছিল না। বর্তমানের জাহাজ-বিমানগুলো অত্যাধুনিক, যোগাযোগ ব্যবস্থা খুবই শক্তিশালী, আবহাওয়া বিঙ্গান উন্নত। তাই পঞ্চাশের দশকের পর থেকে বারমুডা ট্রাই-অ্যাঙ্গেলে জাহাজ ও বিমান আর রহস্য জনক ভাবে হারিয়ে যায় না। এখানে সমস্ত জিনিস অদৃশ্য হয়ে যায় এই তথ্যটা ভুল।

    এখন যদি ওইখানে নিয়ে দুনিয়ার সব আবর্জনা নিয়ে ফেলেন তাহলে পানি দূষণ আর সামুদ্রিক পানির ক্ষতি ছাড়া আর কিছুই হবে না।

    • 957 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on August 29, 2020 in Education.

    আমি আর আল – আমিন ক্লাসে বসে ক্লাস করতে ছিলাম তখন হঠাৎ স্যার জিজ্ঞাসা করলো বলতো,

    House and Home এর ভিতরে পার্থক্য কি?

    আমরা ক্লাসে সবাই চুপ করে থাকলাম কেউ বলতে পারলাম না,

    আমি আর আল – আমিন ফিস ফিস করছিলাম কিন্তু ব্যপারটা আমরাও জানি না।

    অনেক চুপ থাকার পর স্যার বলল ঠিক আছে আমিই বলতেছি, মনোযোগ দিয়ে শুনো।

    ধরো আল -আমিন তোমার একটা গার্লফ্রেন্ড আছে যাকে তুমি শীঘ্রই বিয়ে করবে।

    আমিঃ আল- আমিন কে বললাম কিরে দোস্ত তুই তো আমারে কইলিনা তোর গার্লফ্রেন্ডের আছে আবার বিয়াও করতাছোছ

    আল -আমিনঃ আগে আমারে জানতে দে মাইয়াডা কে, আমাদের ক্লাসের না অন্য কোনো ক্লাসের। আগে আমি জানি তাঁরপর তোরে জানাইতাছি।

    স্যারঃ শুরু করলো। ধর আল – আমিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেল সাগরের সাথে পরিচয় করিয়ে দিতে।

    আল -আমিনঃ কেন স্যার সাগর কি এই বিষয়টা জানে না?

    স্যারঃ মনে কর সাগর জানেনা ।

    আমিঃ জি স্যার আমি আসলেই জানি না।

    স্যারঃ তো এখন আল – আমিন যে সাগরের সাথে পরিচয় করিয়ে দিবে তা কি করে দিবে? আল – আমিন কি বলবে,

    দোস্ত এইটা হল একটা মেয়ে আমি তাকে ভালোবাসি এবং বিয়ে করছি? এইটা বলবে,

    নাকি বলবে ও আমার গার্লফ্রেন্ড আর আমি ওকে বিয়ে করছি? কোনটা সবাই বল।

    সবাই বললঃ ওর আল -আমিন এর গার্লফ্রেন্ড এবং আল – আমিন তাকে বিয়ে করছে।

    স্যারঃ রাইট। ঠিক বলেছো।

    ঠিক একইভাবে আমরা যখন Home এর কথা চিন্তা করি তখন কি মাথায় আসে? যেখানে ঘুমানোর বিছানা আছে , বালিশ আছে, পড়ার টেবিল আছে আর একটি পরিবেশ যেখানে বয়স্ক ব্যাক্তিগ, ভাইবোন, আপনার ছেলেমেয়ে আছে ইত্যাদি এ ধরণের কিছু? ঠিক

    আমরা সবাইঃ জি স্যার ঠিক।

    স্যারঃ আর যখন আমরা House কথা চিন্তা করি তখন কি মাথায় আসে বলো তো? ইট, পাথর, সিমেন্ট, লোহা ইত্যাদির দ্বারা বানানো একটি খোলস, একটি আরামদায়ক ও রাজকীয় স্ট্রাকচার।

    আরো সহজ করে বললে Home হচ্ছে থাকার জায়গা যেখানে তোমার অনেক স্মৃতি আছে আর House হচ্ছে যেটা শুধু বিল্ডিং তৈরি আছে, কিন্তু আল – আমিন যখন বিয়ে করে কোন House উঠবে তখন সেটা Home হয়ে যাবে।

    স্যারঃ তাহলে যখন তুমি তোমার বাসাতে থাকার উদ্দেশ্য যাচ্ছো তখন তুমি ব্যবহার করবে Home

    যেমনঃ We are going shift my house. ( ভবিষ্যৎ এখনো তুমি বাসা পরিবর্তন করো নি)

    We are living in our sweet home. (এখন যেখানে তোমরা থাকছো)

    দেখ যখন আমরা এখনো বাড়িতে উঠিনি তখন সেটা house আর যখন উঠে গেছি তখন এটা home হয়ে গেছে।

    • 1027 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on August 25, 2020 in Accessories.

    বহুকাল আগে থেকেই এটা চলে এসেছে।

    কোনো আইনে এরকম করার কোনো বিধি বদ্ধতা নেই। এটি একটি রীতি হিসেবেই চলে এসেছে, ব্রিটিশ শাসনাধীন কাল থেকেই।

    এই রীতির সমর্থনে, যা জানা যায়,

    ১। মৃত্যুদণ্ডের মাধ্যমে একজনের জীবন কালের ইতি টেনে দেয়া হয় এবং বিচারক চান না, দ্বিতীয়বার তাঁর আদেশ দ্বারা আরেকটি জীবনের ইতি হোক।

    ২। মৃত্যুদণ্ড দেয়ার পর সেই আদেশকে পুনর্বিচার করার সুযোগ থাকে না।

    যদি বিচারক, মৃত্যুদণ্ড দেয়ার পর শাস্তি সম্পর্কে তাঁর মানসিকতা পরিবর্তন করেন, তথাপি মৃত্যুদণ্ডের আদেশ কে আর কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।

    সেই বার্তার প্রতীকী হিসেবেই, ক্যাপিটাল পানিশমেন্ট দেয়ার পর, আদেশনামা লেখার কলমটিকে আর ব্যবহারযোগ্য রাখা হয় না।

    • 1091 views
    • 1 answers
    • 0 votes