1221
Points
Questions
66
Answers
57
-
Asked on July 23, 2020 in Business.
১. চারণভূমি ভারতে উল্লেখযোগ্য ভাবে কমে গেছে, যা জমি আছে তাতে ঘাস হবে না লোকেদের খাবার হবে?
২. আজকাল গরু প্রতিপালন করা অত্যন্ত ব্যায়সাধ্য ব্যাপার। এতদিন ধরে যে দেশি গরু গ্রামবাসীরা প্রতিপালন করতো তাতে খরচ বেশি লাভ কম।
৩. ক্রসব্রিড পুরুষ গরু ভারতীয় জলবায়ুর ক্ষেত্রে উপযুক্ত নয়, এগুলো হালচাষে লাগানো যায় না; হাল চাষের ক্ষেত্রে গরুর জায়গা যন্ত্র/ট্রাক্টর দখল করেছে।
৪. অর্থনীতির লাভদায়ক বয়স পেরিয়ে যাওয়ার পর গরীব প্রান্তিয় কৃষকের পক্ষে তা প্রতিপালন করা আর সম্ভব হয় না, তাই বিক্রি করে দেয়।
৫. ভারতীয় দেশি গরুর মধ্যে সাহিওয়াল, গীর ইত্যাদি বীফ এনিমেল হিসেবে বেশ নামিদামি, তাই এর চাহিদা খুব বেশি। পশ্চিমা দেশগুলোর বীফ এনিম্যাল এনে এদের পোষণে অনেক খরচা যায় তারওপর জলবায়ুরও সহনশীল নয়।
৬. ভারত-বাংলাদেশ সীমান্ত অনেক লম্বা, অনেক জায়গায় পাহাড় জঙ্গলাকীর্ন, জলাভূমি, ফলে সীমান্ত অত্যন্ত ছিদ্রযুক্ত। যারা সীমান্ত পাহারাদেন ওনারাও ধোয়া তুলসীপাতা নন, টাকা পেলে গরু, ড্রাগস, গাঁজা, ফেন্সিডিল এসব এপার-ওপার করা জল ভাত কাজ ওনাদের মাঝে।
৭. এটি রাজনীতি করার একটি ভালো টপিক, পাঁচার বন্ধ হয়ে গেলে রাজনীতিও বন্ধ, পাবলিকের রক্ত ঠান্ডা হয়ে যাবে, কেউ ভোট দিতে যাবে না।
- 947 views
- 1 answers
- 0 votes
-
Asked on July 13, 2020 in Internet.
১। ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরঃ বেতন- ২ কোটি ৪০ লাখ
একজন প্রকৌশল পরিচালক প্রতিষ্ঠানের প্রকৌশলের সব দিক দেখাশোনা করেন। গুগল তাদের বিভিন্ন সেক্টর; যেমনঃ সিকিউরিটি, গেমিং, মার্কেটেনিং রিসার্চ ইত্যাদি অনেক সেক্টরে এই ডিরেক্টর নিয়োগ করে থাকে। এই পদের জন্য প্রয়োজন ১০ বছরের অভিজ্ঞতা। এবং কোম্পানির সিনিয়র ও দক্ষরাই এই পদ দখল করতে থাকে।
২। গ্রুপ প্রোডাক্ট ম্যানেজারঃ বেতন ২ কোটি ১৫ লাখ
একজন গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার গুগলের সেলিং, সফ্টওয়্যার প্রকৌশলী, বিপণন ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখেন।
৫। মার্কেটিং ডিরেক্টরঃ ১ কোটি ৯৯ লাখ
এই পদের ব্যক্তিকে বিজ্ঞাপন, কনফারেন্স প্রেজেন্টেশন ও এই সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো দেখতে হয়। মার্কেটিং গুগলের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।
৬। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ম্যানেজারঃ ১ কোটি ৭৪ লাখ
এই পদের চাহিদা অনেক বেশি। প্রতিষ্ঠানের কোডাররা এর অধীনে কাজ করেন। বিভিন্ন দেশের কোডাররা এই চাকরীতে হামেশাই জয়েন করছে।
৭। সিনিয়র প্রোডাক্ট ম্যানেজারঃ ১ কোটি ৭০ লাখ
এই পদের ব্যক্তি হয়ে থাকেন গুগলের বড় সম্পদ। গুগলের প্রোডাক্ট সেলিং, প্রোডাক্ট ইম্প্রুভমেন্ট এই জাতীয় কাজ দেখে থাকেন।
৮। স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারঃ ১ কোটি ৮৯ লাখ
জটিল সমস্যাগুলো সমাধান করতে হয় এই পদের ব্যক্তিকে। গুগলের বিশ্ব বাণিজ্য দেখে থাকেন।
৯। সিনিয়র স্টাফ ডিজাইনারঃ ১ কোটি ৬২ লাখ
গুগলের টেকনিক্যাল সাইডের ডিজাইনের বিশয়াদি দেখে থাকেন। এবং প্রয়োজনমত এর উন্নতি করে থাকেন।
১০। সিনিয়র কারিগরি প্রোগ্রামারঃ ১ কোটি ৫৬ লাখ
তিনি গুগল কোম্পানির টেকনিক্যাল কোডার হিসাবে জয়েন করেন। এলগোরিদম উন্নতি সফটওয়ার আপডেট নিয়ে কাজ করেন।
- 1039 views
- 1 answers
- 0 votes
-
Asked on July 5, 2020 in Internet.
রেকর্ডিং স্টুডিওতে গায়ক বা গায়িকার জন্য হেডফোনের ব্যবহার অতি প্রয়োজনীয়। সেখানে তাঁরা গান গাওয়ার আগেই মিউজিক ট্র্যাকটি তৈরী করা থাকে। সেই সুরটি তাঁরা হেডফোনে শুনতে পান। গান গাওয়ার সময় তাঁরা যাতে সুরের সঙ্গে তাল মিলিয়ে গানটি গাইতে পারেন সেইজন্য তাঁদের হেডফোন দেওয়া হয়।
শুধু স্টুডিওতেই নয়, মঞ্চে পারফরম্যান্সের সময়ও আমরা তাঁদের হেডফোন জাতীয় আকারে ছোট ইয়ারফোন ব্যবহার করতে দেখি। কারণটি হলো তাঁরা যাতে সুরটি শুনতে পান এবং সেটি অনুসরণ করে সঠিকভাবে গানটি গাইতে পারেন। এছাড়াও মঞ্চে গাইলে দর্শকদের ভিড়ের দরুন আওয়াজে মিউজিক ট্রাকটি ঠিকমতো শোনা সম্ভব হয় না। সেজন্যও তাঁরা ব্যবহার করেন।
স্টুডিওতে গান রেকর্ডিং এর সময় হেডফোন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবহারের ফলে গায়ক বা গায়িকার গানের সুরের ভুল সময়ে প্রবেশ করে ফেলার সম্ভাবনা থাকে না। নিজের কানে শুনে সঠিক সুরে, সঠিক লয়ে গানটি গাইতে পারেন।
- 991 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 23, 2020 in Technology.
২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে। ২৪ ঘন্টা পর অটোমেটিক সচল হয়ে যাবে। একাউন্ট ব্যালেন্স সহ, লেনদেন সব আগের মতোই থাকবে।
- 1271 views
- 1 answers
- 0 votes
-
- 423 views
- 1 answers
- 0 votes
-
- 603 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 25, 2020 in Facebook.
- 440 views
- 1 answers
- 0 votes