mishu's Profile

599
Points

Questions
25

Answers
35

  • Asked on September 11, 2020 in Science.

    প্রথমেই ধন্যবাদ জানাই প্রশ্নদাতাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মূলবিষয় বস্তু তে আসি,

    মশাকী জীবিত মানুষের রক্তই বা কেন খেতে আসে এটার কারণ জানলে আমরা বুঝতে পারবো।সর্ব প্রথম মশাকী রক্ত কেন খাই?- কারণ মশকী শরীরের মধ্যে ডিম উৎপন্ন করে, পরবর্তীকালে মশকী জলে ডিম ত্যাগ করে তাহা থেকে নতুন অপত্য তৈরী হয়। এখন মশকীর দেহে ডিম উৎপাদন এবং ক্রমবিকাশ এর জন্য আয়রন এবং প্রোটিন দরকার হয়। এই আয়রন প্রোটিন আসে মানুষের রক্ত থেকে তাই মশা জীবিত মানুষের রক্ত পান করে। মাংসের দোকানে পরে থাকা রক্ত তো জমাট বেঁধে যায়, লোহিত রক্ত কণিকা নষ্ট হয়ে যায় ওই জমাট বাঁধা থকথকে রক্ত মশকী কিভাবে পান করবে?? সুতরাং মশকী পক্ষে সম্ভব না।

    দ্বিতীয়ত আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া এসব নির্গত হয় এবং আমরা নিশ্বাস প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড বের করি এবং কিছু কিছু মানুষের শরীর এ HLA নামক এক জিন আছে যাহা এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ তৈরী করে যাহা আমাদের ত্বক থেকে ক্ষরণ হয়,,,, এই সব কেমিকাল,গ্যাস, অ্যাসিড মশকী কে খুব আকর্ষণ করে যার জন্য জীবিত ব্যাক্তিকে মশকী কামরায়।এবার মাংসের দোকানে পরে থাকা জমাট রক্তে ল্যাকটিক অ্যাসিড,কার্বন ডাই অক্সাইড, কেমিকাল পাবে কোথা থেকে যে মশকী ওই রক্ত প্রতি পানের জন্য আকর্ষিত হবে। সুতরাং সম্ভব না। সেই কারণে মশা জীবিত মানুষের রক্ত পান করে।

    • 965 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on August 26, 2020 in Technology.

    ইন্টারনেট ব্যবহারের সবচাইতে জনপ্রিয় মাধ্যম হল WiFi নেটওয়ার্ক। প্রায় সব WiFi নেটওয়ার্কই পাসওয়ার্ড প্রোটেকটেড থাকে। WiFi পাসওয়ার্ড হ্যাক করার জন্য অনেকে প্রায়ই Google বা Youtube এ সার্চ দিয়ে থাকে। How to hack WiFi এই কোয়েরিটি মাসে ১ লাক্ষেরও বেশি বার Google এ সার্চ হয়। এই সার্চের পরিমান দেখেই ধারনা করা যায় অনেকেই WiFi হ্যাক করতে ইচ্ছুক বা হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। হয় তো প্রশ্নকারী ভাইও তাদের একজন।

    এখন প্রশ্ন হল WiFi নেটওয়ার্ক কি সত্যি হ্যাক করা সম্ভব? সম্ভব হলে তা কিভাবে সম্ভব আর সম্ভব না হলে কেন সম্ভব না? এই প্রশ্ন গুলো সবার মনেই আসে। তো চলুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত তথ্য।

    WiFi হ্যাক করা যায় কি না, এর ডিরেক্ট হ্যা বা না কোন উত্তর দেওয়া সম্ভব হয় না। WiFi হ্যাকিং সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে WiFi সিকিউরিটি গুলো সম্পর্কে। WiFi পাসওয়ার্ডে মূলত তিন ধরনের ইনক্রিপশন ব্যবহার করা হয়।
    ১। WEP
    ২। WPA
    ৩। WPA2

    আজ থেকে প্রায় ১৪-১৫ বছর পূর্বে সর্বপ্রথম WEP সিকিউরিটি চালু করা হয়। এটির ইনক্রিপশন সিস্টেম ছিল মাত্র 64 বিটের। যার ফলে এই সিকিউরিটি খুব সহজেই হ্যাক করা হম্ভব ছিল। ২০০৬ সালে WPA নামে একটি নতুন WiFi সিকিউরিটি চালু করা হয়। WEP এর চাইতে WPA ছিল বেশি শক্তিশালী। তারপর WPA2 নামে আরেকটি নতুন সিকিউরিটি সিস্টেম অবমুক্ত হয়। এটি পূর্বের সকল সিকিউরিটি গুলো থেকে অধিক উন্নত এবং ইনক্রিপশন স্ট্যান্ডার্ডও তুলনামূলক জটিল। বর্তমানে WPA2 এর সর্বশেষ সংস্করন WPA2-PSK প্রায় সব WiFi রাউটারের ব্যবহার করা হয়, যা হ্যাকিং প্রায় অসম্ভব।

    এখন মূল কথায় আসি। WiFi হ্যাক করা সম্ভব। কিন্তু যে সকল WiFi নেটওয়ার্ক এখনও WEP ইনক্রিপশন ব্যবহার করছে সেইগুলো হ্যাক করা যেতে পারে। WPA বা WPA2 ইনক্রিপশন ব্যবহৃত WiFi নেটওয়ার্ক গুলো হ্যাক করা প্রায় অসম্ভব। তবে বর্তমানে প্রতিটা রাউটারের WPS নামের একটি অপশন ডিফল্ট ভাবে চালু করা থাকে। WPS হল পাসওয়ার্ডের একটি বিকল্প পদ্ধতি। আপনি পাসওয়ার্ড ছাড়াও রাউটারের WPS Key দিয়ে WiFi এ যুক্ত হতে পারবেন। এই Key ৭-৮ ডিজিটের হয়ে থাকে। অনেক মোবাইল App আছে যা সম্ভাব্য WPS Key গুলো দিয়ে WiFi এ কানেক্ট করার চেষ্টা করে। যদি ভাগ্য ভাল হয় তাহলে কানেক্ট হয়ে যেতে পারে। কিন্তু এর সম্ভাবনা মাত্র ৫% এর ও কম। ব্রুটফোর্স এ্যটাক দিয়েও এই Key খুজে বের করা সম্ভব। কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ। ৭-৮ অংক বিশিষ্ট সকল সংখ্যা এক এক করে ট্রাই করবে। কম্পিউটার দিয়েও এই পদ্ধতিতে পাসওয়ার্ড খুজে বের করতে ১/২ বছর সময় লেগে যেতে পারে।

    WPS বাটন নামে রাউটারে একটি বাটন থাকে। এই বাটনে চাপ দিলে কিছু সময়ের জন্য পাসওয়ার্ড ছাড়াই WiFi এ কানেক্ট হওয়া যায়। যদি আপনার অজান্তেই কেউ এই বাটনে চাপ দেয় তাহলে সে আপনার WiFi কানেক্ট হতে পাববে খুব সহজেই।

    নিজের রাউটার কিভাবে সিকিউর করবেন?

    • রাউটারের ফার্মওয়্যার সব সময় আপডেট রাখবেন।
    • সব সময় লেটেস্ট সিকিউরিটি ব্যবহার করবেন। বর্তমানে লেটেস্ট সিকিউরিটি হল WPA2-PSK
    • WPS অপশনটি রাউটারের এডমিন প্যানেল থেকে বন্ধ করে রাখবেন।
    • পাসওয়ার্ড ১০-১৫ অক্ষরের রাখবেন। বর্ণমালা, নম্বর ও স্পেশাল ক্যারেক্টার এর সমন্বয় পাসওয়ার্ড কে আরও শক্তিশালী করে।
    • এমন পাসওয়ার্ড রাখবেন না যেটা অন্য কেউ সহজে অনুমান করতে পারে।

    এক কথায় বলতে গেলে WPA বা WPA2 সিকিউরিটি দেওয়া থাকলে সেই WiFi হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

    • 993 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on July 11, 2020 in Health.

    এই প্রশ্নটি অনেকবার অনেকের কাছে শুনেছি। আর যখন সত্যি কথা বলেছি কেউ বিশ্বাস করেনি। যে সত্যি সব ওষুধের নাম আমাদের মনে থাকেনা। রাখা সম্ভবও না।

    যেগুলি খুব কমন ওষুধ, জ্বরের বা গ্যাসের বা পেটব্যথার, সেগুলি এমনিই মনে থাকে।যেগুলি অতোটা বেশি লাগেনা, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, ঘুমের ওষুধ সেগুলো কষ্ট করে মনে রাখতে হয়। যে বিষয় নিয়ে কাজ করি, যেমন আমি চর্মরোগ বিশেষজ্ঞ, তার ওষুধগুলি বারবার দিতে দিতে অভ্যেস হয়ে যায়।

    ব্র্যান্ড নাম মনে রাখার জন্য মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ দের কিছুটা দরকার হয়। কনফারেন্স বা সেমিনারে ডিসকাশন করে জানা যায় কোন ব্র্যান্ড কত ভালো কাজ করে-আজকাল ফেসবুক ফোরাম আর হোয়াটসঅ্যাপ গ্রূপে যে যার অভিজ্ঞতা জানালে তার থেকেও শেখা যায়।

    সবশেষে ভরসা গুগল। আমার পেশেন্টরা প্রায়ই এসে বলেন তাঁরা অমুক কোম্পানির সিরাম লাগাচ্ছেন বা তমুক ব্র্যান্ডের মলম মাখছেন। কোনটায় কি কম্পোজিশন সেটা মনে রাখা অসম্ভব।

    ডাক্তারি পড়লে সারাজীবন নতুন জিনিস শিখতেই কেটে যায়। প্রত্যেক বছর আরো নতুন ওষুধ বেরোচ্ছে।

    • 1053 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on July 9, 2020 in Website.

    ওয়েব ডেভেলপমেন্ট কে মূলত দুইভাগে ভাগ করা যায়।

    ১. ফ্রন্টএন্ড ২. ব্যাকএন্ড

    ফ্রন্টএন্ড: ফ্রন্টএন্ড কে আমরা ক্লায়েন্ট সাইডও বলতে পারি । ক্লায়েন্ট সাইড মূলত হচ্ছে আমি বা আপনি বা আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি এবং আমাদের সামনে যেই সকল জিনিস প্রদর্শন করা হয় বা আপনি যা দেখতে পাচ্ছেন মূলত সেটাই । অনেকগুলো ওয়েবপেজ মিলে একটা ওয়েবসাইট গঠিত হয়। তো আগে আপনার কিভাবে একটা ওয়েবপেজ ডিজাইন করতে হয় দৃষ্টিনন্দন করে ফুটে তুলা যায় সেসব বিষয়গুলো আগে শিখে নিতে হবে । এর জন্য আপনি প্রথমে HTML , CSS টা ভালো করে শিখে Javascript টা শিখে নিবেন। তারপর আপনি চাইলে bootstrap বা jquery ফ্রেমওয়ার্ক শিখতে পারেন । তবে যেকোনো ফ্রেমওয়ার্ক শিখার আগে অবশ্যই আপনাকে আপনার বেসিকটা শক্ত করে রাখতে হবে তাহলে আপনি নিজেই ফ্রেমওয়ার্ক থেকে নিজেকে শক্তিশালী করতে পারবেন ।

    ব্যাক ইন্ডঃ আর ওয়েব সাইটে বিভিন্ন কাজ অটোমেটিক হয় , আমরা দু চার টা ক্লিক করলে মুহুর্তে ফলাফল প্রদর্শিত হয় । এই রেজাল্ট প্রদর্শিত হবার পিছনে যে এই সিস্টেমটা ডেভেলপ করেছেন তিনি কিছু কমান্ড লিখে রেখেছেন । মূলত ব্যাক ইন্ড এ যা ঘটে তা ব্যবহারকারী গণ দেখতে পায় না ।

    আপনি যদি ফ্রন্ট ইন্ড ডেভেলপার হতে চান তা হলে আপনাকে প্রথমত এইচটিএমএল, সিএসএস, সিএসএস৩, বুটস্ট্র্যাপ-৪, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি শিখতে হবে । তারপর কাজ হবে আপনার পিএসডি টু এইচটিএমএল ভালো ভাবে শিখতে হবে । এর পর আপনি আরও ভালো ডেভেলপার হতে চাইলে আপনাকে জাভাস্ক্রিপ্ট এর যেকোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে । বর্তমানে রিয়্যাক্ট , ভিউ জেএস, এংগুলার এর যেকোনো একটা শিখতে পারেন । তারপর জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক শেখা হলে দু-চার টা প্রজেক্ট করুন । এর পরে ভার্সন কন্ট্রোল এর জন্য আপনাকে গিট শিখতে হবে । আর কাজের মধ্যে স্প্রিড নিয়ে আসার জন্য আপনাকে সিএসএস এর প্রি-প্রসেসর স্যাস বা লেস শিখতে হবে ।

    আর ব্যাকইন্ড ডেভেলপার হতে চাইলে আপনাকে পিএইচপি, মাইএসকিউএল, এজাক্স, ওওপি ভালোভাবে শিখতে হবে । তারপরে পিএইচপি এর যেকোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে । বর্তমানে লারাভেল ফ্রেমওয়ার্ক ভালো চলতেছে । চাইলে এটা শিখতে পারেন । ‍বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক । আপনি চাইলে ব্যাকইন্ড ডেভেলপমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন । সেজন্য আপনাকে প্রথমত জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখতে হবে । তারপরে আপনাকে নোড জেএস শিখতে হবে । আর ডাটাবেসের জন্য মাইএসকিউএল বা মংগোডিবি শিখতে হবে । আর অব্যশই ওওপি সমপর্কে ভালো ধারণা থাকতে হবে ।

    • 1039 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 24, 2020 in Computer.

    STEP 1

    Open the song of your choice — Audacity supports AIFF, FLAC, MP2, MP3, Ogg Vorbis and WAV formats — and choose “Select All” from the drop-down Edit menu to select the entire track. From the Edit menu, select “Copy.”

    STEP 2

    Hover over “Add New” and select “Stereo Track” from the drop-down Tracks menu to create a new track. This creates a new track with a left and right audio channel. From the Edit menu, click “Paste” to create a duplicate copy of the song in stereo.

    STEP 3

    Select the duplicate track and access the drop-down Effect menu. Choose the “Vocal Remover (for center-panned vocals)” option. Click “OK” on the dialog box that appears.

    STEP 4

    Choose “Noise Removal” from the Effect menu with the duplicate track still selected. Press the “Get Noise Profile” button on the window that appears. This causes Audacity to capture the track’s noise profile.

    STEP 5

    Select the original track. Choose “Noise Removal” from the Effect menu once again, but this time press the “OK” button to apply the Noise Removal effect. This reduces or eliminates the audio presence of the backing music track.

    • 471 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 21, 2020 in Internet.
    • Start a call. It may be a video or a voice call; do whatever you prefer.
    • Do you see the + icon in the call bar? Click on it.
    • You’ll see the “Share Screen” option in the menu. Click on it.
    • You’ll need to choose the window that you want to share. You may also share the full screen if that’s what you want to do.
    • Once you’re done with the call, click on Stop Sharing.
    • 426 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 16, 2020 in Solution.

    65-70% alcohol is far too strong you risk irritating and drying the skin on your hands, reduce it to 25% and 75% distilled water.

    Eucalyptus and tea-tree oil are antiseptic, antiviral and a bactericide*. I would include cinnamon bark and clove essential oils as well though. They are stronger essential oils and will give a more effective blend.

    This particular blend of oil is a very strong skin irritant and you do need to make sure it is thoroughly mixed. Clove oil can actually be caustic* (burning). Mix 1 part of the entire mix with at least 10 parts alcohol. Leave in the alcohol overnight. Then mix with the distilled water.

    Make sure you use amber bottles or opaque bottles. These aren’t just for decoration, but to make sure that the sunlight doesn’t break down the molecules in the essential oils and cause them to be inactive.

    Personally instead of an alcohol spray, I’d rather mix a few drops of those essential oils into a perfume free hand lotion. The cream will still be antiseptic and antiviral but not so harsh on your hands, especially during winter.

    *The Directory of Essential Oils – Wanda Sellar

    • 472 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 11, 2020 in Computer.

    Download realtek audio driver from here.

    https://www.realtek.com/en/component/zoo/category/pc-audio-codecs-high-definition-audio-codecs-software

     

    Then press windows+s and seach “device manager”

    Find this driver

    RE: How to turn on noise cancelling while recording in windows 10?

    righ click on it and update the driver.

    Then restart your PC.

    RE: How to turn on noise cancelling while recording in windows 10?

    Open it and go to recording setting, you will get option to turn on noise cancelling

    • 485 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 9, 2020 in Internet.

    simply go to google and search for ‘what is my ip address.

    You will get result like this

    RE: how to check my ip address?

    • 500 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 2, 2020 in Internet.
    • 462 views
    • 1 answers
    • 0 votes