43669
Points
Questions
95
Answers
4273
-
Asked on November 16, 2023 in Science.
বর্তমান বাজারে ত্বক ফর্সা করার জন্য বিভিন্ন প্রসাধনী পাওয়া যায়। কিন্তু এসব প্রসাধনী ব্যবহার করার ফলে কিছু দিনের জন্য ফলফল পাওয়া গেলেও কিন্তু কয়েক দিনের মধ্যে সেটি আবার হারিয়ে যায়। ভালো ফলাফলের জন্য আপনি এলোভেরা দিয়ে স্থায়ীভাবে ফর্সা হওয়ার একমাত্র উপায় পেতে পারেন। এলোভেরা একটি বহুমুখী এবং বহুল ব্যবহৃত উদ্ভিদ, ফর্সা ত্বকের জন্য আপনার একটি চমৎকার সহযোগী হতে পারে।
- 571 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 12, 2023 in Freelancing.
ফাইভারে ক্লায়েন্ট পাবার উপায়ঃ-
ফাইভারে ক্লায়েন্ট পাওয়া সহজ কাজ নয়, কিন্তু কয়েকটি সহজ টিপস অনুসরণ করে আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন।
• আপনার প্রোফাইলটি স্ট্রং করুন: আপনার প্রোফাইলে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের ধরন স্পষ্টভাবে উল্লেখ করুন। আপনার পোর্টফোলিওতে আপনার সেরা কাজের নমুনা রাখুন।
• কম্পিটিটিভ দামে গিগ তৈরি করুন: ফাইভারে অনেক প্রতিযোগিতা রয়েছে, তাই আপনার গিগগুলোর দাম কম্পিটিটিভ রাখুন। আপনি আপনার গিগগুলোকে প্যাকেজে ভাগ করতে পারেন, যাতে ক্লায়েন্টগুলো তাদের প্রয়োজন অনুসারে প্যাকেজটি বেছে নিতে পারে।
• নির্দিষ্ট কীওয়ার্ড ব্যবহার করে গিগগুলোর শিরোনাম এবং বর্ণনা লিখুন: আপনি যে ধরনের কাজ করতে পারেন সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কীওয়ার্ডগুলো বেছে নিন। এতে আপনার গিগগুলো সার্চ রেজাল্টে উপরে আসবে এবং ক্লায়েন্টগুলো আপনার গিগগুলো সহজে খুঁজে পাবে।
• ক্লায়েন্টদের প্রস্তাবনা পাঠান: আপনার গিগগুলোর প্রতিদিন কয়েকটি প্রস্তাবনা পাঠান। প্রস্তাবনাগুলোতে আপনি ক্লায়েন্টদের কাজটি কীভাবে করবেন এবং সময়সীমা সম্পর্কে জানাবেন। আপনার প্রস্তাবনাগুলো সর্বদা পেশাদার এবং বিনয়ী রাখুন।
• সোশ্যাল মিডিয়ায় আপনার গিগগুলো প্রচার করুন: সোশ্যাল মিডিয়ায় আপনার গিগগুলো শেয়ার করুন এবং আপনার দক্ষতার প্রমাণ দিন। আপনি ফাইভারে ফ্রিল্যান্সিং সম্পর্কিত গ্রুপগুলোতে যোগ দিতে পারেন এবং সেখানে আপনার গিগগুলো প্রচার করতে পারেন।
• ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন: ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ করুন এবং তাদের প্রশ্নের উত্তর দিন। তাদের অবস্থা সম্পর্কে আপডেট দিন এবং কাজটি সময়মতো এবং উচ্চ মানের সাথে সম্পন্ন করুন।
এই টিপসগুলো অনুসরণ করে আপনি ফাইভারে ক্লায়েন্ট পেতে পারবেন। তবে মনে রাখবেন, ফাইভারে সফল হতে সময় এবং ধৈর্যের প্রয়োজন। তাই হাল না ছাড়িয়ে কাজ চালিয়ে যান।
আপনি যদি ফাইভারে সফল হতে চান, তবে আপনার ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টদের কাজটি সময়মতো এবং উচ্চ মানের সাথে সম্পন্ন করুন। ক্লায়েন্টদের প্রশ্নের উত্তর দিন এবং তাদের অবস্থা সম্পর্কে আপডেট দিন। এসব টিপস অনুসরণ করলে আপনি ফাইভারে ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন, ফাইভারে ক্লায়েন্ট পেতে ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।
- 239 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 11, 2023 in Internet.
নেট নেট নেট হোস্ট
৮ বিট ৮ বিট ৮ বিট ৮ বিট
শুরু : ১৯২শেষ : ২২৩
এই ক্লাসের আইপি এড্রেসের প্রথম তিনটি বিটের মান হবে ১১০। এধরনের আইপি এর ক্ষেত্রে প্রথম ২৪ বিট নেটওয়ার্ক আইডি আর বাকি ৮ বিট হোস্ট আইডি।
যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা বেশি আর হোস্ট আইডির সংখ্যা কম প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস-সি এর আইপি সিলেক্ট করব।
ক্লাস–ডি
এটি একটি বিশেষ ধরনের ক্লাস যাকে বলা হয় মাল্টিকাস্ট নেটওয়ার্ক। কোন হোস্ট নেটওয়ার্কের সকল রাউটারকে খুজে পাওয়ার জন্য এধরনের আইপি ব্যবহিত হয়। এই ক্লাস ২২৪ থেকে ২৩৯ পযর্ন্ত।
ক্লাস–ই
এই ক্লাসের আইপি গুলো সাধারণত বৈজ্ঞানিকগবেষনা কাজে ব্যবহিত হয়ে থাকে। এই ক্লাস ২৪০ থেকে ২৫৫ পযর্ন্ত।
একটি বিষয় জানা থাকা দরকার আইপি কিন্তু ২ ধরনের হয়ে থাকে ।
১) প্রাইভেট আইপি
২) পাবলিক আইপি
প্রাইভেট আইপি এর রেঞ্জ হলো
ক্লাস এ এর ক্ষেত্রে-১০.০.০.১ থেকে ১০.২৫৫.২৫৫.২৫৪
ক্লাস বি এর ক্ষেত্রে-১৭২.১৬.০.১ থেকে ১৭২.৩১.২৫৫.২৫৪
ক্লাস সি এর ক্ষেত্রে-১৯২.১৬৮.০.১ থেকে ১৯২.১৬৮.২৫৫.২৫৪
এছাড়া বাকি আইপি গুলো হলো পাবলিক আইপি।
সবশেষে টিসিপি /আইপি মডেল যে লেয়ার গুলো নিয়ে কাজ করে । তা হলো
৪.এপ্লিকেশন
৩.ট্রান্সপোর্ট
২.ইন্টারনেট
১.নেটওয়ার্ক ইন্টারফেস
- 616 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 5, 2023 in Graphic Design.
গ্রাফিক্স ডিজাইনের পিসি বিল্ড করার জন্য প্রথমেই যেটা বলবো সেটা হলো অবশ্যই দ্রুত এবং গ্রাফিক্স ডিজাইনের চাপ সামলাতে পারে এমন একটি চমৎকার কম্পিউটার প্রয়োজন হবে।
গ্রাফিক্স ডিজাইনের জন্য বাছাইকৃত সেরা নিখুঁত কম্পিউটারটিতে আপনি 3D Modeling and Rendering, Video Editing অথবা Auto CAD এর কাজগুলোও সুন্দরমত করতে পারবেন।
বর্তমান যুগের ইমেজ এর রেজুলেশন অনেক বেশি থাকে, ভেক্টর ইমেজগুলিও অনেক জটিল হয়ে গেছে। এজন্য দেখা যায় যে আধুনিক যে সব গ্রাফিক্স ডিজাইনের সফ্টওয়্যার যেমন- Adobe Illustrator, Adobe Photoshop অথবা Adobe Creative Cloud সফ্টওয়্যারগুলো হার্ডওয়্যারের উপর অনেকটা নির্ভর করে। যা একটি স্লো বা পুরানো কম্পিউটারে আর কাজ করা সম্ভব হবেনা।
আপনি যদি শুধুমাত্র গ্রাফিক্স এর কাজ ই করে থাকেন যেমন InDesign, Illustrator বা Photoshop সেক্ষেত্রে আপনাকে AMD Ryzen 5 5600X নেবার পরামর্শ দিবো।
আর যদি আপনি গ্রাফিক্স এর পাশাপাশি কিছু ভিডিও এডিটিংয়ের কাজও করবেন বলে ভেবে থাকেন তবে আপনাকে AMD Ryzen 9 5900X নেবার পরামর্শ দিবো।- 195 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 2, 2023 in Science.
পলিমার (Polymer) শব্দটি গ্রিক শব্দ ‘পলি’ (poly) অর্থ বহু বা অনেক এবং ‘মেরােস’ (meros) অর্থ অংশ। থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ পলিমার বলতে একই ধরনের অনেকগুলাে ছােট ছােট অংশ যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভরবিশিষ্ট বৃহদাকার অণু তৈরি হয় তাকে বােঝায়। এক কথায় বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণু পর পর যুক্ত হয়ে পলিমার অণু গঠন করে থাকে। যে ক্ষুদ্র অণু যুক্ত হয়ে পলিমার তৈরি হয় তাকে মনােমার (Monomer) বলা হয়।
পলিমার সাধারণত: দুই প্রকার।
যথা
ক) প্রাকৃতিক পলিমার ও
খ) কৃত্রিম পলিমার।
ক) প্রাকৃতিক পলিমার: সাধারণভাবে প্রাকৃতিক উৎস বিশেষ করে উদ্ভিদ ও প্রাণি থেকে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক পলিমার বলে। যেমন-প্রাকৃতিক রাবার, স্টার্চ, তুলা, রেশম, পশম, সিল্ক, উল, পাট ইত্যাদি।
খ) কৃত্রিম পলিমার পরীক্ষাগারে বা শিল্প-কারখানায় কৃত্রিমভাবে প্রস্তুত করে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদেরকে কৃত্রিম পলিমার বলে। যেমন-পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), পলিস্ট্যারিন, টেফলন, টেরিলিন,নাইলন ইত্যাদি।
- 625 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 2, 2023 in Science.
প্রশ্ন দেখেই অনুমান করা যাচ্ছে যে প্রশ্নকর্তা নিশ্চিতভাবে পাকিস্তানকে বুঝাতে চাচ্ছেন। তবে এখানে আমি আরেকটু তথ্য যুক্ত করছি, পাকিস্তান ছাড়াও আরেকটি মুসলিম রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্র আছে।
রাষ্ট্রটি হচ্ছে তুর্কিয়ে বা তুরস্ক। ইউরেশিয়ার এই দেশটির কাছে পারমাণবিক ক্ষেপনাস্ত্র আছে। ন্যাটোভুক্ত দেশ হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক ক্ষেপনাস্ত্র দিলেও এর কর্তৃত্ব কিন্তু তুরস্কের হাতে নেই। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে যে তুরস্ক চাইলেই স্বাধীনভাবে এই অস্র ব্যবহার করতে পারবে না। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি এবং সাহায্য দুটোই প্রয়োজন হবে।- 680 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 2, 2023 in Education.
বাংলাদেশ ও অন্যান্য দেশের বিচারব্যবস্থার তুলনা :
???? ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন
দলের সোনার ছেলে “জসিমউদদীন মানিক” এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
.
???? দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল,
খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।
.
???? ২০১৮ সালে বগুড়ায় বানারিপাড়ায় মা-মেয়েকে
একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি
হয় নি।
.
????সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।
.
???? ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী,
ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও,
ফাঁসি কিন্তু হয় নি।
.
???? কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায়
৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে
হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।
.
???? গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর
যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়,
সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।
.
???? এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই,
কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
.
???? আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।
{ধর্ষনের সাজা}
????আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
????রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
????চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
????পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
????মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।
???? সৌদি আরব: শুক্রবার জুম্মা শেষে জনসম্মক্ষে শিরচ্ছেদ!
????দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড।
????মঙ্গোলিয়া: ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ ।
???? নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা ।
????আফগানিস্তান: ৪ দিনের ভিতর গুলি করে হত্যা ।
????মালয়শিয়া: মৃত্যুদন্ড।
???? বাংলাদেশে:????
-: প্রতিবাদ????
-: ধর্না????
-: তদন্ত????
-: কয়েকসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
-: সমঝোতার চেষ্টা????
-: ঘুষ দেওয়া????
-: প্রভাবশালীদের লোক ????
-: ধমক-চমক????
-: মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা????
-: বোরকা পরে ছিলো কি না?????
-: সংবাদমাধ্যমে আলোচনার আসর????
-: রাজনীতি করন????
-: জাতি নির্ধারণ????
-: জামিন????
-ফের ধর্ষন????????
-:মেয়েটির আত্মহত্যা ????
হুম এটাই আমাদের বাংলাদেশ বিচারব্যবস্থা ????????????
- 608 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 2, 2023 in Food.
ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা এবং সম্ভাব্য ক্ষতি উভয়ই হতে পারে, ব্যক্তিগত স্বাস্থ্যের অবস্থা এবং খাদ্যতালিকাগত পছন্দের মতো বিভিন্ন কারণের উপর নির্ভর করে। সুবিধা: পেঁয়াজ ভিটামিন সি এর একটি ভালো উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। পেঁয়াজে ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য ফাইটোকেমিক্যাল রয়েছে যার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে পারে। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া খাবারে অতিরিক্ত স্বাদ এবং গঠন প্রদান করতে পারে, এটি খেতে আরও উপভোগ্য করে তোলে। ক্ষতি: কিছু লোক কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে হজমের অস্বস্তি বা অম্বল অনুভব করতে পারে, বিশেষত যদি তাদের সংবেদনশীল পেট বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা থাকে। পেঁয়াজও নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে, যা কিছু লোকের জন্য সমস্যা হতে পারে। কিছু ব্যক্তির পেঁয়াজ থেকে অ্যালার্জি হতে পারে এবং সেগুলি খাওয়ার ফলে হালকা থেকে গুরুতর পর্যন্ত অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। সাধারণভাবে, ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ এবং কিছু স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারে। যাইহোক, যদি আপনার কোন স্বাস্থ্যের অবস্থা বা উদ্বেগ থাকে, তাহলে আপনার খাদ্যতালিকায় কাঁচা পেঁয়াজ যোগ করা আপনার জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করতে স্বাস্থ্যসেবা প্রদানকারী বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করা সর্বদা ভাল।
- 577 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 2, 2023 in Arts.
ঈমানদার মানুষ মাত্রই হালাল রুজি উপার্জন করার কোনো বিকল্প নেই। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘হালাল জীবিকার সন্ধান করা ফরজ ইবাদতের পরই অপরিহার্য কর্তব্য।’ এর মানে মৌলিক ইবাদতের পরই রয়েছে হালাল জীবিকার জন্য কর্মপ্রচেষ্টার তাগিদ। মনে রাখতে হবে, হালাল উপার্জন ছাড়া মানুষের আর কোনো গত্যন্তর নেই। ইবাদত কবুলের অপরিহার্য শর্ত হলো হালাল উপার্জন করা। আর কোরআন-সুন্নাহ নির্দেশিত পন্থায় জীবিকা নির্বাহ করলে উপার্জন হালাল হয়।উপার্জনের নানা পথ : মহান আল্লাহর এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষ খেয়ে-পরে বেঁচে থাকার জন্য জীবিকা উপার্জনের বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে। কেউ বা চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। এই দুই উপায়ে মানুষের যেমন কর্মসংস্থান হয়, তেমনি মানুষের জীবিকা উপার্জনের উপায় হয়। তা ছাড়া মানুষ আরো অন্য যেসব কর্মকাণ্ডের মাধ্যমে আয়-রোজগার করে সেগুলোও কোনো না কোনোভাবে ব্যবসায়ের আদলে হয়ে থাকে।উপার্জনের পাথেয় হিসেবে চাকরি : পৃথিবীর মানুষের একটি অংশ চাকরিজীবী। এদের আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। সরকারি চাকরিজীবী ও বেসরকারি চাকরিজীবী। উভয় ক্ষেত্রে জীবিকা হালাল হতে হলে বেশ কতগুলো বিষয় শরিয়াহসম্মত হতে হবে। প্রথমত, প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ইসলামী নীতির মধ্যে আছে কি না। কোনো অবৈধ বা অনৈসলামিক বিষয় নিয়ে ওই প্রতিষ্ঠান কায়-কারবার করে কি না। সুদ বা জুলুমের অন্য কোনো বিষয়ের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আছে কি না। সরকারি অনেক প্রতিষ্ঠানই রাষ্ট্রের নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জনগণের কল্যাণ ও সেবার কাজে জড়িত। এসব প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীর বেলায় বেতন হালাল হওয়াই বাঞ্ছনীয়। তবে যিনি চাকরি করবেন, তাঁকে অবশ্যই সত্ভাবে, ঘুষ ও প্রতারণা ছাড়া তাঁর কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সততা ও দায়িত্ববোধের জায়গা থেকে তাঁকে নিষ্ঠাবান হতে হবে। তা হলেই ওই ব্যক্তির উপার্জন বা বেতন হালাল হবে। - 579 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 2, 2023 in Accounting.
‘বাইসাইকেল ধীরে ধীরে মেরে ফেলছে পৃথিবীকে!’
কথাটি একজন ব্যাংকারের। তিনি যখন বিষয়টি ডিটেইলসে বলেন, বড় বড় অর্থনীতিবিদরাও তাতে চিন্তার খোরাক পেয়েছেন। আরবান সাইক্লিং ইনস্টিটিউট ব্যাংকার বলেন, একজন সাইক্লিস্ট দেশের অর্থনীতির জন্যে দুর্যোগ স্বরূপ। তিনি গাড়ি কিনেন না। ফলে গাড়ি কেনার জন্য ধারও করতে হয় না তাকে। একজন সাইকেল ব্যবহারকারী ইন্সুরেন্স করেন না। জ্বালানী কিনেন না, তাকে এমনকি গাড়ি মেরামত বাবদও কোনো খরচ করতে হয় না।
ব্যাংকার আরো বলেছেন, যিনি সাইকেল চালিয়ে অভ্যস্ত, তাকে পার্কিং করার জন্যে কোনো পয়সা দিতে হয় না। সাইকেলের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না, ফলে হাসপাতালও রোগী পায় না।
সাইকেল চালানো মানুষ বহুলেনের রাস্তাও ব্যবহার করে না। এমনকি লোকটি মোটাও হয় না সাইকেল চালানোর কারণে।
ব্যাংকার বলছেন, অর্থনীতির জন্যে স্বাস্থ্যবান মানুষ মোটেও উপকারী বা প্রয়োজনীয় নয়। তাদের ডাক্তার দেখাতে হয় না। হাসপাতালে যেতে হয় না। ঔষধই কিনতে হয় না। তারা দেশের জিডিপিতে কোনো অবদান রাখে না।
অন্যদিকে, ম্যাকডোনাল্ডসের একটা নতুন শপ হওয়া মানে কিছু লোকের চাকরি হওয়া। পাশাপাশি কমপক্ষে ৩০ জনের আয়ের সুযোগ করে দেয় নতুন দোকানটি। তারা হলেন ১০ জন হার্টের ডাক্তার, ১০ জন ডেন্টিস্ট এবং ১০ জন ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ।
সুতরাং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, সাইকেল কিনবেন নাকি ম্যাকডোনাল্ডসের দোকান, ফাস্টফুডের দোকান ? আর যারা পায়ে হাঁটে, তারা সবচেয়ে খারাপ। কারণ তারা একটি সাইকেলও কেনে না!
ভাবুন। ভালো করে ভাবুন। পায়ে হাঁটবেন? সাইকেল কিনবেন নাকি ম্যাকডোনাল্ডসের দোকান, নাকি বড় বড় প্রাইভেট হাসপাতাল ?
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন পুঁজিবাদ কিভাবে শিল্পকে প্রভাবিত করে।
- 542 views
- 1 answers
- 0 votes